X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

‘লিটন হবে বাংলাদেশের মেগাস্টার’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জানুয়ারি ২০২২, ২২:০৬আপডেট : ১৫ জানুয়ারি ২০২২, ২২:০৭

নিউজিল্যান্ডের ব্পিক্ষে ক্রাইস্টচার্চ টেস্টে স্রোতের বিপরীতে দাঁড়িয়ে দারুণ এক ইনিংস খেলছিলেন লিটন দাস। তার একেকটি শট যেন মনে হচ্ছিল শিল্পীর তুলিতে আঁকা কোনও ছবি! সমান্তরালে গতিময় স্ফুলিঙ্গও স্পষ্ট হয়ে ধরা দিয়েছে। পুরো মাঠ জুড়েই খেলেছেন দৃষ্টিনন্দন শট। অনেকটা ওয়ানডে স্টাইলে খেলে তুলে নিয়েছিলেন টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। তার এমন ইনিংসে প্রশংসা ঝরেছে ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে সাবেক অনেক ক্রিকেটার, ধারাভাষ্যকারের কণ্ঠে। বাংলাদেশের অধিনায়ক মুমিনুল হকের কণ্ঠেও ছিল স্তুতি।

খালেদ মাহমুদ সুজন তো স্পষ্ট করে বলেই দিলেন, ‘লিটন হবে বাংলাদেশের মেগাস্টার।’ ড্রেসিংরুমে বসে লিটনের সেঞ্চুরি উপভোগ করার পর তাকে প্রশংসায় ভাসিয়েছেন বাংলাদেশের টিম ডিরেক্টর।

শনিবার (১৫ জানুয়ারি) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে খালেদ মাহমুদ সুজন সংবাদমাধ্যমকে বলেছেন, ‘লিটনের বয়স যখন ১৩ বছর, তখন আমিই বোধ হয় ওর প্রথম কোচ ছিলাম। ছোট্ট লিটন প্যাড পরলে মনে হতো ব্যাটিং প্যাড হয়ে গেছে! লিটনকে ওই সময় থেকে দেখছি। লিটনের ব্যাটিং বরাবরই দৃষ্টিনন্দন। একেকটা মানুষ একেকরকম হয়। একেকজনের মানসিকতা একেকরকম হয়। লিটনকে বুঝতে হবে, ও কী চায়।’

কিউইদের বিপক্ষে দুই টেস্টের সিরিজে বাংলাদেশের সেরা ব্যাটার ছিলেন লিটন দাস। দুই ম্যাচের সিরিজে তার সংগ্রহ ছিল ১৯৬ রান। এর মাঝে মাউন্ট মঙ্গানুইয়ে ইতিহাস গড়ে জেতা টেস্টে খেলেছেন ৮৬ রানের ইনিংস। ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ব্যর্থ হলেও দ্বিতীয় ইনিংসে খেলেন ১০২ রানের ইনিংস। তাতেই জায়গা করে নিয়েছেন আইসিসি র‌্যাঙ্কিংয়ের ১৫তম স্থানে।

খালেদ মাহমুদ সুজন মনে করেন, লিটন মেগাস্টার হবে। তার কথায়, ‘লিটন বাংলাদেশের মেগাস্টার হবে, এটুকুই বলতে চাই শুধু। সে দারুণ খেলোয়াড়, নতুন করে বলার কিছু নেই। নিউজিল্যান্ডে যে দুটি ইনিংস খেলেছে লিটন, প্রতিপক্ষ বোলারদের বোলারই মনে হয়নি।’

/আরআই/জেএইচ/
সম্পর্কিত
জাতীয় দলে খেলার স্বপ্ন না থাকলে খেলাই ছেড়ে দেবেন সোহান!
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন নাঈম-লিটন
সমর্থকদের কাছে লিটনের দুঃখপ্রকাশ 
সর্বশেষ খবর
আসকের নতুন নির্বাহী পরিষদ গঠন
আসকের নতুন নির্বাহী পরিষদ গঠন
রাহিব রেজার মৃত্যু: ডা. সপ্নীলসহ আরও ২ চিকিৎসকের সনদ স্থগিতের বিজ্ঞপ্তি 
রাহিব রেজার মৃত্যু: ডা. সপ্নীলসহ আরও ২ চিকিৎসকের সনদ স্থগিতের বিজ্ঞপ্তি 
চা কিংবা কফি দিয়ে চুল ধুলে যেসব উপকার পাওয়া যায়
চা কিংবা কফি দিয়ে চুল ধুলে যেসব উপকার পাওয়া যায়
জুলাই গণঅভ্যুত্থান ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের মাইলফলক: পার্বত্য উপদেষ্টা
জুলাই গণঅভ্যুত্থান ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের মাইলফলক: পার্বত্য উপদেষ্টা
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
আরও ১১ ব্যাংকের সম্পদ যাচাই করবে কেন্দ্রীয় ব্যাংক
আরও ১১ ব্যাংকের সম্পদ যাচাই করবে কেন্দ্রীয় ব্যাংক
আজ থেকে কার্যকর হচ্ছে নতুন অর্থবছরের বাজেট
আজ থেকে কার্যকর হচ্ছে নতুন অর্থবছরের বাজেট