X
রবিবার, ০১ অক্টোবর ২০২৩
১৬ আশ্বিন ১৪৩০

টি-টোয়েন্টি খেলবেন তাসকিন, তবে...

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুন ২০২২, ১৯:১০আপডেট : ০৭ জুন ২০২২, ১৯:১৫

কাঁধের চোটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডারবান টেস্ট থেকে ছিটকে গিয়ে দেশে ফিরে আসেন তাসকিন আহমেদ। একই ইনজুরিতে খেলা হয়নি শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে। এবার খেলা হচ্ছে না ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজেও। কেবল তিন ম্যাচের ওয়ানডে সিরিজেই ছিলেন গতিময় এই পেসার। তবে রিহ্যাবে ভালো করায় টি-টোয়েন্টি স্কোয়াডেও যুক্ত করা হয়েছে ডানহাতি পেসারকে। টিম ম্যানেজমেন্ট সূত্র বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছে।

যদিও বিসিবি নির্বাচক হাবিবুল বাশার বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘ফিট হওয়া সাপেক্ষে তাসকিন তো খেলতেই পারে। এটা আগেই বলেছিলাম। ও আসলে খেলতে চায়। কিন্তু আমরা ওকে প্রপার ব্যবহার করতে চাই। এই মুহূর্তে দলের সেরা বোলার তাসকিন। আমরা ওর সার্ভিস পেতে চাই। আমি মনে করি, ওয়েস্ট ইন্ডিজে যাওয়ার পর ফিজিও দেখবে, টিম ম্যানেজমেন্ট দেখবে। এরপর যদি ও পুরো ফিট হয় তাহলে তো খেলতে কোন বাধা নেই। তবে আনুষ্ঠানিকভাবে এখনই বলা সম্ভব নয় তাসকিন টি-টোয়েন্টি খেলবে।’

তিন ভাগে ইতিমধ্যে বেশ কয়েকজন ক্রিকেটার ও কোচিং স্টাফরা দেশ ছেড়েছে। পরবর্তীতে চতুর্থ ও শেষ ভাগে আরও ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে যাত্রা করবেন। সেই দলে আছেন তাসকিনও। নিজেকে ফিরে পেতে এই মুহূর্তে কঠোর অনুশীলন করছেন ডানহাতি এই পেসার। আগামী ২৩ জুন সন্ধ্যার ফ্লাইটে দেশ ছাড়ার কথা তার।

মূলত রিহ্যাব ও স্কিল ট্রেনিংয়ে তাসকিন ভালো করায় তাকে টি-টোয়েন্টি স্কোয়াডে যুক্ত করা হয়েছে। গত ১ জুন থেকে বোলিং শুরু করেছেন তিনি। বোলিংয়ে ছন্দ পাওয়ার পাশাপাশি ডানহাতি পেসার ফিটনেস পরীক্ষাতেও উতরে গেছেন। ফিজিও থেকে ইতিবাচক সাড়া পাওয়ায় তাসকিনকে টি-টোয়েন্টিতেও নেওয়া হয়েছে।

আগামী ১৬ জুন স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। সেন্ট লুসিয়ায় দ্বিতীয় টেস্ট শুরু ২৪ জুন। ২ ও ৩ জুলাই প্রথম দুই টি-টোয়েন্টি হবে ডমিনিকায়। ৭ জুলাই গানায়ায় অনুষ্ঠিত হবে শেষ টি-টোয়েন্টি। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো হবে ১০, ১৩ ও ১৬ জুলাই।

টি-টোয়েন্টি স্কোয়াড: মাহমুদউল্লাহ (অধিনায়ক), মুনিম শাহরিয়ার, লিটন দাস, এনামুল হক, সাকিব আল হাসান, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান, ইয়াসির আলী, শেখ মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাসুম আহমেদ ও সাইফউদ্দিন।

/আরআই/কেআর/
সম্পর্কিত
ফাইনাল খেলার লক্ষ্যের কথা জানালেন তাসকিন
বয়সভিত্তিক ক্রিকেটারদের উদ্দেশ্যে তাসকিন, ‘বাড়ি গিয়ে অনুশীলন করো’
তৃতীয় সন্তানের বাবা হয়েছেন তাসকিন 
সর্বশেষ খবর
ঘরে ডাকাতি, দুই জনকে ধরে চোখ তুলে নিয়েছেন এলাকাবাসী
ঘরে ডাকাতি, দুই জনকে ধরে চোখ তুলে নিয়েছেন এলাকাবাসী
অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের চ্যালেঞ্জ নিতে চাই: সিইসি
অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের চ্যালেঞ্জ নিতে চাই: সিইসি
তিন দিনের ছুটি কাটিয়ে চেনা রূপে ঢাকা, তীব্র যানজট
তিন দিনের ছুটি কাটিয়ে চেনা রূপে ঢাকা, তীব্র যানজট
ভারতে বন্ধ হয়ে গেলো আফগান দূতাবাস
ভারতে বন্ধ হয়ে গেলো আফগান দূতাবাস
সর্বাধিক পঠিত
সজীব ওয়াজেদকে নিয়ে ‘ভাইরাল সংবাদ’টি মিথ্যা-বানোয়াট: এ আরাফাত
সজীব ওয়াজেদকে নিয়ে ‘ভাইরাল সংবাদ’টি মিথ্যা-বানোয়াট: এ আরাফাত
কবে থেকে বৃষ্টি হতে পারে, জানিয়েছে আবহাওয়া অধিদফতর
কবে থেকে বৃষ্টি হতে পারে, জানিয়েছে আবহাওয়া অধিদফতর
একই সময়ে একই হাসপাতালে মারা গেলেন প্রবীণ দুই এমপি
একই সময়ে একই হাসপাতালে মারা গেলেন প্রবীণ দুই এমপি
প্রধানমন্ত্রীর জন্মদিনে দায়সারা কেক, ফেসবুকে সমালোচিত ডিসি
প্রধানমন্ত্রীর জন্মদিনে দায়সারা কেক, ফেসবুকে সমালোচিত ডিসি
সোমবার থেকে কর্মবিরতিতে যাচ্ছেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা
সোমবার থেকে কর্মবিরতিতে যাচ্ছেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা