X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

টি-টোয়েন্টি খেলবেন তাসকিন, তবে...

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুন ২০২২, ১৯:১০আপডেট : ০৭ জুন ২০২২, ১৯:১৫

কাঁধের চোটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডারবান টেস্ট থেকে ছিটকে গিয়ে দেশে ফিরে আসেন তাসকিন আহমেদ। একই ইনজুরিতে খেলা হয়নি শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে। এবার খেলা হচ্ছে না ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজেও। কেবল তিন ম্যাচের ওয়ানডে সিরিজেই ছিলেন গতিময় এই পেসার। তবে রিহ্যাবে ভালো করায় টি-টোয়েন্টি স্কোয়াডেও যুক্ত করা হয়েছে ডানহাতি পেসারকে। টিম ম্যানেজমেন্ট সূত্র বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছে।

যদিও বিসিবি নির্বাচক হাবিবুল বাশার বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘ফিট হওয়া সাপেক্ষে তাসকিন তো খেলতেই পারে। এটা আগেই বলেছিলাম। ও আসলে খেলতে চায়। কিন্তু আমরা ওকে প্রপার ব্যবহার করতে চাই। এই মুহূর্তে দলের সেরা বোলার তাসকিন। আমরা ওর সার্ভিস পেতে চাই। আমি মনে করি, ওয়েস্ট ইন্ডিজে যাওয়ার পর ফিজিও দেখবে, টিম ম্যানেজমেন্ট দেখবে। এরপর যদি ও পুরো ফিট হয় তাহলে তো খেলতে কোন বাধা নেই। তবে আনুষ্ঠানিকভাবে এখনই বলা সম্ভব নয় তাসকিন টি-টোয়েন্টি খেলবে।’

তিন ভাগে ইতিমধ্যে বেশ কয়েকজন ক্রিকেটার ও কোচিং স্টাফরা দেশ ছেড়েছে। পরবর্তীতে চতুর্থ ও শেষ ভাগে আরও ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে যাত্রা করবেন। সেই দলে আছেন তাসকিনও। নিজেকে ফিরে পেতে এই মুহূর্তে কঠোর অনুশীলন করছেন ডানহাতি এই পেসার। আগামী ২৩ জুন সন্ধ্যার ফ্লাইটে দেশ ছাড়ার কথা তার।

মূলত রিহ্যাব ও স্কিল ট্রেনিংয়ে তাসকিন ভালো করায় তাকে টি-টোয়েন্টি স্কোয়াডে যুক্ত করা হয়েছে। গত ১ জুন থেকে বোলিং শুরু করেছেন তিনি। বোলিংয়ে ছন্দ পাওয়ার পাশাপাশি ডানহাতি পেসার ফিটনেস পরীক্ষাতেও উতরে গেছেন। ফিজিও থেকে ইতিবাচক সাড়া পাওয়ায় তাসকিনকে টি-টোয়েন্টিতেও নেওয়া হয়েছে।

আগামী ১৬ জুন স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। সেন্ট লুসিয়ায় দ্বিতীয় টেস্ট শুরু ২৪ জুন। ২ ও ৩ জুলাই প্রথম দুই টি-টোয়েন্টি হবে ডমিনিকায়। ৭ জুলাই গানায়ায় অনুষ্ঠিত হবে শেষ টি-টোয়েন্টি। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো হবে ১০, ১৩ ও ১৬ জুলাই।

টি-টোয়েন্টি স্কোয়াড: মাহমুদউল্লাহ (অধিনায়ক), মুনিম শাহরিয়ার, লিটন দাস, এনামুল হক, সাকিব আল হাসান, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান, ইয়াসির আলী, শেখ মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাসুম আহমেদ ও সাইফউদ্দিন।

/আরআই/কেআর/
সম্পর্কিত
টানা ৮ হারে প্লে-অফ থেকে ছিটকে গেলো ঢাকা
তাসকিনের বলে হাতে চোট পেয়েছেন তামিম
নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবেন না তাসকিন
সর্বশেষ খবর
আজকের আবহাওয়া: ঢাকাসহ ৭ বিভাগে ঝড়ো হাওয়াসহ শিলা বৃষ্টির পূর্বাভাস
আজকের আবহাওয়া: ঢাকাসহ ৭ বিভাগে ঝড়ো হাওয়াসহ শিলা বৃষ্টির পূর্বাভাস
আধুনিক ব্যবস্থাপনা নিয়ে আজ থেকে শুরু প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী
আধুনিক ব্যবস্থাপনা নিয়ে আজ থেকে শুরু প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী
আমার কোনও অনুশোচনা নেই: গার্দিওলা
আমার কোনও অনুশোচনা নেই: গার্দিওলা
আত্মরক্ষার সিদ্ধান্ত আমরা নিজেরাই নেব: নেতানিয়াহু
আত্মরক্ষার সিদ্ধান্ত আমরা নিজেরাই নেব: নেতানিয়াহু
সর্বাধিক পঠিত
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫