X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

সাহসী ক্রিকেট খেলার পক্ষে তাসকিনও

রবিউল ইসলাম, চট্টগ্রাম থেকে
৩১ মার্চ ২০২৩, ২১:১৯আপডেট : ৩১ মার্চ ২০২৩, ২১:২১

ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়েই সাকিব আল হাসানের দল আমূল বদলে গেছে। সাকিব-হাথুরুসিংহে মিলে দলের মাঝে ইনটেন্ট বদলানোর বার্তা ছড়িয়ে দিয়েছেন। এরপর প্রতিম্যাচে আগ্রাসী ক্রিকেট খেলে সাফল্য পাচ্ছে বাংলাদেশ। শুধু শুক্রবার আইরিশদের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচে এসে হোঁচট খেয়েছে। অথচ সুযোগ ছিল পরিস্থিতি অনুযায়ী খেলার। বাংলাদেশ সেই পথে হাঁটেনি যদিও, আক্রমণাত্মক মানসিকতা ধরে রেখেছে। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে হাজির হওয়া তাসকিন আহমেদও জানালেন, মানসিকতা বদলাবেন না তারা। সাহসী ক্রিকেট খেলার মন্ত্রে সব সময় উজ্জ্বীবিত হবেন। 

এই আগ্রাসী ব্যাটিংয়ের কারণেই আবার আইরিশদের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে পাওয়ার প্লেতে ৪ ব্যাটারকে হারিয়ে বিপদে পড়ে যায় স্বাগতিকরা। তখন স্রেফ পরিস্থিতি বুঝে ব্যাটিংয়ের প্রয়োজন ছিল। কিন্তু ইনটেন্ট শো করতে গিয়ে সাকিবরা বিপদ-ই বাড়িয়েছেন। শেষ পর্যন্ত শামীম হোসেনের একার দৃঢ়তায় কোনও মতে ১২৪ রান করতে পেরেছে। মামুলী এই লক্ষ্য নিয়ে প্রতিপক্ষের সঙ্গে লড়াই করা মোটেও সহজ ছিল না।

সংবাদ সম্মেলনে তাসকিন নিজেদের ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে বলেছেন, ‘আজকে হয়ত ব্যাটিং ওয়াইজ কলাপ্স করেছি। এরকম ইন্টেন্ট না থাকলে কিন্তু দুইটা ম্যাচে দুইশো হতো না। যদি আগামীতে টি-টোয়েন্টিতে ভালো করতে চাই, আমাদের ইন্টেন্টটা থাকতে হবে। বোলার, ব্যাটার সবারই আগ্রাসী মানসিকতা নিয়ে এগুতে হবে। কিছু দিন হয়ত ইন্টেন্ট দেখাতে গিয়ে ধস নামবে। এটাও আমরা মেনে নিয়ে এগিয়ে যাবো। এমন না যে ভয়ডর নিয়ে থাকবো। ভবিষতে এটা আমাদের সাহায্য করবে। ব্যর্থ হওয়ার ভয়টাকে বাদ দিয়ে ক্রিকেট খেলতে হবে। এই অভিপ্রায় আমাদের সামনে এগিয়ে যেতে সাহায্য করবে।’

দ্রুত আউট হওয়ার দায় কোনওভাবেই ব্যাটারদের দিচ্ছেন না তাসকিন। তিন ফরম্যাটে দারুণ সময় কাটানো সিরিজ সেরা এই পেসার দিনটিকে বাজে হিসেবে আখ্যায়িত করেছেন, ‘উইকেট ভালোই ছিল, দুর্ভাগ্যজনকভাবে আজ (শুক্রবার) দ্রুত উইকেট পড়ে গেছে। কিন্তু ইন্টেন্ট আগের দুই ম্যাচের মতোই ছিল। তখন রান হয়েছে, আজ দুর্ভাগ্যজনকভাবে আউট হয়েছে। তবে একটু ভালো ব্যাটিং হয়তো করতে পারতাম। আমাদের সেই সামর্থ্য আছে। আমাদের সবার ইন্টেন্ট এমন ছিল যে ইতিবাচক মানসিকতা নিয়ে খেলা, আক্রমণাত্মক খেলা। আজ আসলে বাজে একটা দিন ছিল।’

ভবিষ্যতে বড় বড় দলের বিপক্ষে সাফল্য পেতে এই ‘ইনটেন্ট’ ধরে রাখার মন্ত্রে উজ্জ্বীবিত হতে চায় বাংলাদেশ, ‘সামনে যেমন বড় বড় দলগুলোর সঙ্গে ভালো উইকেটে খেলা হবে। প্রতিপক্ষ যখন ইংল্যান্ড, অস্ট্রেলিয়াও থাকবে। আমাদের তখন রান করতেই হবে। এই ইন্টেন্ট আমাদের সাহায্য করবে। আগামীতেও ব্যাটিং, বোলিং দুই বিভাগে আগ্রাসী ক্রিকেট খেলবো। ম্যানেজমেন্ট আমাদের বলেছে ফেয়ারলেস থাকলে আগামীতে বড় দল হতে সাহায্য করবে।’

তবে ইনটেন্ট দেখিয়ে কীভাবে সফল হওয়া যায়, সেটি নিয়ে কাজ করবেন তারা। সেক্ষেত্রে শুক্রবারের ম্যাচটি হতে পারে শিক্ষনীয়। তাসকিনের মতে, ‘আমরা আরও একটু ভালো খেলতে পারতাম, পারিনি। যেহেতু এই সিরিজটা শেষ, আমি মনে করি এখানে থেকে শিক্ষনীয় কিছু থাকবে। কিন্তু ইতিবাচক জিনিস নিয়েই আমরা বেশি ভাবছি।’

এই সিরিজে দারুণ ছন্দে ছিলেন তাসকিন। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৮ উইকেট নিয়ে সিরিজ সেরা হয়েছেন। দল তৃতীয় ম্যাচ না জেতায় তাসকিনের এই আনন্দ পূর্ণতা পায়নি অবশ্য, ‘আলহামদুলিল্লাহ, প্লেয়ার অব দ্য সিরিজ হতে পেরে অবশ্যই ভালো লাগছে। কিন্তু আজ জিততে পারলে আরেকটু খুশি হতাম। এটাই তো ক্রিকেট, হারবো-জিতবো। এটাও আমরা মেনে নিয়েছি আজ বাজে দিন ছিল। তবে সামনে ভালো হবে ইনশাআল্লাহ।’

/এফআইআর/
সম্পর্কিত
টানা ৮ হারে প্লে-অফ থেকে ছিটকে গেলো ঢাকা
তাসকিনের বলে হাতে চোট পেয়েছেন তামিম
নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবেন না তাসকিন
সর্বশেষ খবর
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
সর্বাধিক পঠিত
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!