X
বুধবার, ২১ মে ২০২৫
৬ জ্যৈষ্ঠ ১৪৩২

রূপগঞ্জকে রুখে দিলো সিটি ক্লাব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ এপ্রিল ২০২৩, ১৯:০৯আপডেট : ১৪ এপ্রিল ২০২৩, ১৯:০৯

সুপার লিগে যেতে সিটি ক্লাবের বিপক্ষে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে জিততেই হতো। কিন্তু ২ উইকেটে হেরে সুপার লিগ থেকে ছিটকে গেছে রূপগঞ্জ। অন্যদিকে, আগেই ছিটকে যাওয়া সিটি ক্লাব কেবল কিছু পয়েন্ট বাড়িয়ে নিতে পেরেছে।

শুক্রবার ম্যাচের শেষটা ছিল রোমাঞ্চকর। শেষ ওভারের রোমাঞ্চেই সিটি ক্লাব চতুর্থ জয় তুলে নিয়েছে। ২৩২ রানের লক্ষ্যে খেলতে নামা সিটি ক্লাব নবম উইকেটে ৬১ রানের অবিচ্ছিন্ন জুটিতে ম্যাচটা নিজেদের করে নিতে পারে।

ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে সিটি ক্লাবের জয়ের জন্য শেষ ওভারে প্রয়োজন ছিল ১২ রান। আলাউদ্দিন বাবু প্রথম বলটি ওয়াইড দিলে ব্যবধান আরও কমে আসে। পরের বলে বিশাল এক ছক্কা মারায় ব্যবধান ১১ থেকে কমে দাঁড়ায় ৫-এ! তার পর শেষ ৫ বলে ম্যাচটি অনায়াসেই জিতে নেয় সিটি ক্লাব। তবে মাঝারি মানের লক্ষ্যের বিপরীতে যেভাবে খেলতে হতো, সেভাবে শুরু করতে পারেনি তারা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা দলটির ভরসা হয়ে উঠেন তিন নম্বরে নামা শাহরিয়ার কমল। ৯৪ বলে ৬ চার ও ২ ছক্কায় ৬৯ রানের ইনিংস খেলেছেন তিনি।

দারুণ এই জয়ে সবচেয়ে বড় অবদান নবম উইকেটে রবিউল হক ও ইফরান হোসেনের অবিচ্ছিন্ন ৬১ রানের জুটির। রবিউল ৪০ বলে ৩২ এবং ইফরান ৩১ বলে ৩১ রানে অপরাজিত থেকেছেন। শেষ ওভারে দারুণ দৃঢ়তা দেখিয়ে ঘরোয়া ক্রিকেটে অভিজ্ঞ আলাউদ্দিন বাবুকে রুখে দিয়েছেন ইফরান।

রূপগঞ্জের বোলারদের মধ্যে নাসুম আহমেদ, হাসান মাহমুদ ও নাঈম হাসান দুটি করে উইকেট নিয়েছেন। সানজামুল ইসলাম ও মুমিনুল হক নিয়েছেন একটি করে উইকেট।

টস হেরে ব্যাটিংয়ে নেমে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব ৮ উইকেট হারিয়ে ২৩১ রান সংগ্রহ করেছে। দলের সবাই কম বেশি রান করলেও কেউ ইনিংস লম্বা করতে পারেননি। ফলে দলীয় স্কোর খুব বেশি বড় হয়নি রূপগঞ্জের। সর্বোচ্চ ৪৩ রানের ইনিংস খেলেছেন ইমরানুজ্জামান। এছাড়া শামীম হোমেন ৩৯, আলাউদ্দিন বাবু ৩৭, অঙ্কিত বাওয়ানে ২৬, নাঈম ইসলাম ২৩, মুমিনুল হক ২১, নাঈম হাসান ১৫ ও ইমতিয়াজ হোসেনের ১২ রানের সুবাদে রূপগঞ্জ ২৩১ রানের পুঁজি পেয়েছে।

রবিউল হক ও রাফসান আল মাহমুদ দুটি করে উইকেট নিয়েছেন। এছাড়া আসিফ, ইফরান, ইফতেখার ও মঈনুল একটি করে উইকেট নিয়েছেন।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
১৩ বছরে ৯টি শিরোপা জিতেছি, এটা বিশেষ: মোসাদ্দেক
মোহামেডান সমর্থকের দিকে মাহমুদউল্লাহর তেড়ে যাওয়ার ঘটনা নিয়ে যা জানা গেলো
হৃদয়ের নিষেধাজ্ঞা বেড়ে পাঁচ ম্যাচ
সর্বশেষ খবর
কে হচ্ছেন নতুন পররাষ্ট্র সচিব 
কে হচ্ছেন নতুন পররাষ্ট্র সচিব 
মাদকসহ আটক যুবদল নেতাকে ছেড়ে প্রতিবন্ধীকে কারাগারে পাঠালো ডিবি পুলিশ
মাদকসহ আটক যুবদল নেতাকে ছেড়ে প্রতিবন্ধীকে কারাগারে পাঠালো ডিবি পুলিশ
নিয়মরক্ষার ম্যাচে হারলো চেন্নাই সুপার কিংস
নিয়মরক্ষার ম্যাচে হারলো চেন্নাই সুপার কিংস
যুক্তরাষ্ট্রে রেমিট্যান্সে করের প্রস্তাব: কী প্রভাব পড়তে পারে বাংলাদেশে?
যুক্তরাষ্ট্রে রেমিট্যান্সে করের প্রস্তাব: কী প্রভাব পড়তে পারে বাংলাদেশে?
সর্বাধিক পঠিত
মহার্ঘ ভাতা পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা: অর্থ উপদেষ্টা
মহার্ঘ ভাতা পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা: অর্থ উপদেষ্টা
ভ্যানচালকের কাছে এসএসসি পরীক্ষার উত্তরপত্র
ভ্যানচালকের কাছে এসএসসি পরীক্ষার উত্তরপত্র
ধানমন্ডিতে মধ্যরাতে বাসার সামনে অবস্থান, আটক ৩
ধানমন্ডিতে মধ্যরাতে বাসার সামনে অবস্থান, আটক ৩
স্টারলিংকের সংযোগ কীভাবে পাবেন, কোথায় ব্যবহার করতে পারবেন
স্টারলিংকের সংযোগ কীভাবে পাবেন, কোথায় ব্যবহার করতে পারবেন
ক্যানসার ও ডায়াবেটিস প্রতিরোধক আলুর তিনটি জাত উদ্ভাবন
ক্যানসার ও ডায়াবেটিস প্রতিরোধক আলুর তিনটি জাত উদ্ভাবন