বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে গতকাল কতজন উপস্থিত ছিলেন সেটার সংখ্যা জানানো হয়নি। কিন্তু আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পুরোটা ছিল ভারতীয়দের নীল সমুদ্র! পাকিস্তানি দর্শক হয়তো নগন্য সংখ্যক ছিলেন। থাকলেও তারা মূলত পাকিস্তানি আমেরিকান। কিন্তু আইসিসি ইভেন্ট হওয়ার পরেও দর্শক উপস্থিতি এভাবে একপেশে হওয়াটা ভালোভাবে নিতে পারেননি পাকিস্তানের টিম ডিরেক্টর মিকি আর্থার।
বাজে ব্যাটিংয়ে ৭ উইকেটে ভারতের কাছে পরাজিত হয়ে তিনি মোটেও বিষয়টাকে অজুহাত হিসেবে দাঁড় করাচ্ছেন না। কিন্তু বিষয়টা যে প্রভাব ফেলেছে সেটা জোর গলায় বলেছেন তিনি, ‘‘যদি বলি বিষয়টা প্রভাব ফেলেনি। তাহলে বলাটা ভুল হবে। আমার কাছে এটা মোটেও আইসিসি ইভেন্ট মনে হয়নি। মনে হয়েছে এটা বুঝি একটা দ্বিপাক্ষিক সিরিজ। মাইক্রোফোনে ‘দিল দিল পাকিস্তান’ এর হর্ষধ্বনি শুনতে পাইনি।’
টুর্নামেন্টের আগে থেকেই পাকিস্তানিদের ভিসা দেওয়া নিয়ে কঠোর অবস্থানে ছিল ভারত। ফলে মাঠে পাকিস্তানি দর্শক উপস্থিতি আর সবুজ ঢেউয়ের জোয়ার এজন্যই দেখা যায়নি। মিডিয়া সংশ্লিষ্টদের ব্যাপারেও একই কঠোরতা চোখে পড়েছে। দীর্ঘ বিলম্বের পর ৩৫৫টি আবেদন থেকে ৬০ সাংবাদিকের মধ্যে শুক্রবার পর্যন্ত মাত্র ৩জন ভিসা পেয়েছেন! এ বিষয়ে আর্থারের কাছে প্রশ্ন গিয়েছিল বৈশ্বিক ইভেন্টে এমনটা হওয়া উচিত কিনা। জবাবে পাকিস্তানের টিম ডিরেক্টর বলেছেন, ‘দেখুন বিষয়টা নিয়ে মন্তব্য করতে পারবো না এমন নয়। কিন্তু আমি জরিমানা গুণতে চাই না।’