X
শনিবার, ১৭ মে ২০২৫
৩ জ্যৈষ্ঠ ১৪৩২

‘ভারতের বিপক্ষে খেলতে চায় সাকিব’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ অক্টোবর ২০২৩, ১৮:২০আপডেট : ১৬ অক্টোবর ২০২৩, ১৮:২২

নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ের সময় সাকিব আল হাসানের বাঁ পায়ের উরুতে টান পড়েছিল। তারপর থেকে তাকে নিয়ে উৎকণ্ঠায় বাংলাদেশ। তবে সোমবার টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন অধিনায়ককে নিয়ে সুখবর দিলেন। 

এই মুহূর্তে সাকিব স্বাভাবিকভাবেই হাঁটাচলা করতে পারছেন। তিন দিনের ছুটি শেষে মঙ্গলবার পুরো দল অনুশীলনে ফিরবে। সাকিবও এদিন ব্যাটিং অনুশীলন করবেন বলে জানিয়েছেন সুজন। সোমবার দুপুরে টিম হোটেলে কানরাডে সাকিবকে নিয়ে সুজন বলেছেন, ‘সাকিব দিনকে দিন সেরে উঠছে। এখন ব্যথামুক্ত আছে। এখনও মাঠে নামেনি, তাই অবস্থা বলা যাচ্ছে না। কালকে নেটে ব্যাটিং করবে। রানিং বিটুইন দ্য উইকেট করবে হয়তোবা। আশা করি এই ম্যাচে (ভারত)… আমরা ধারণা করছি ওকে পাবো।’

তবে সব কিছুই নির্ভর করে মঙ্গলবার ব্যাটিং অনুশীলনের পরে। এ ব্যাপারে বিসিবির এই পরিচালক বলেছেন, ‘যেহেতু মেডিকেল ইস্যু আছে। পায়ে যেহেতু চিড় আছে… কিন্তু ব্যথামুক্ত। আজ সুইমিংয়ে কিছু কাজ ছিল। আপার পার্টে জিম ছিল। কাল মাঠে ব্যাটিংয়ের পর স্ক্যান করানো হবে। তখন বুঝতে পারবো কোন অবস্থায় আছে। তাহলে পরিষ্কার ছবি পাবো।’  

তিনি আরও বলেছেন, ‘যেহেতু চিড়ের ব্যাপার, ব্যথা থাকতেই পারে। পেশিতে যেহেতু চোট পেয়েছে সেটা থাকবেই। কতটা সেরে উঠেছে সাকিব, এটা দেখতে হবে। এটা (এই ধরনের চোটে) হাঁটলেও ব্যথা হয়। সাকিবের মাশাআল্লাহ এরকম কিছুই নেই। যার জন্য আমরা আশাবাদী। ধীরে ধীরে হাঁটা ও মাঠে দৌঁড়ানোর মধ্যে পার্থক্য আছে।’

সর্বশেষ সুজন নিশ্চিত করেছেন পুরো ফিট না হলেও সাকিব খেলতে প্রস্তুত আছেন, ‘যেহেতু সে গত ম্যাচে রান নিতে গিয়েই ব্যথাটা পেয়েছে। কালকে হয়তো এটা দেখবে। আমরাও চাই। যদি এরকমও বলি যে ৯০ বা ৯৫ শতাংশ ফিট। সাকিব যেহেতু চোট পাওয়ার পরেও ব্যাটিং করেছে, ১০ ওভারের কোটার বোলিং করেছে। যদি সে নিজেকে নিয়ে স্বাচ্ছন্দ্যবোধ করে, তো খেলতে চাইছে। এটা নির্ভর করবে ওর শতভাগ ফিটনেসের ওপর।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
বিশ্বকাপের বদৌলতে ভারতের আয় ১.৩৯ বিলিয়ন ডলার!
পায়ের নিচে ট্রফি রাখা নিয়ে মুখ খুললেন মার্শ
পায়ের নিচে বিশ্বকাপ ট্রফি রাখায় মার্শের বিরুদ্ধে থানায় অভিযোগ
সর্বশেষ খবর
সমন্বিত ভাষানীতি খুব জরুরি : খালিকুজ্জামান ইলিয়াস
সমন্বিত ভাষানীতি খুব জরুরি : খালিকুজ্জামান ইলিয়াস
দিল্লির দাসত্ব থেকে মুক্ত হয়েছি ওয়াশিংটনের গোলামির জন্য নয়: মামুনুল হক
দিল্লির দাসত্ব থেকে মুক্ত হয়েছি ওয়াশিংটনের গোলামির জন্য নয়: মামুনুল হক
সোনার দাম বাড়লো, প্রতিভরি ১ লাখ ৬৭ হাজার
সোনার দাম বাড়লো, প্রতিভরি ১ লাখ ৬৭ হাজার
সাবেক চসিক কাউন্সিলর  শাহজালাল বিমানবন্দরে গ্রেফতার
সাবেক চসিক কাউন্সিলর শাহজালাল বিমানবন্দরে গ্রেফতার
সর্বাধিক পঠিত
চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ
চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ
চট্টগ্রামে হচ্ছে একাধিক হাসপাতাল, পাল্টে যাচ্ছে স্বাস্থ্য সেবার চিত্র
চট্টগ্রামে হচ্ছে একাধিক হাসপাতাল, পাল্টে যাচ্ছে স্বাস্থ্য সেবার চিত্র
নগর ভবনে উপদেষ্টা আসিফকে অবাঞ্ছিত ঘোষণা
নগর ভবনে উপদেষ্টা আসিফকে অবাঞ্ছিত ঘোষণা
ছাত্রলীগের ১৫ জন মিলে চার মিনিটের মিছিল, আটক তিন
ছাত্রলীগের ১৫ জন মিলে চার মিনিটের মিছিল, আটক তিন
উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে পোস্ট, জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষককে বরখাস্ত
উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে পোস্ট, জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষককে বরখাস্ত