X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

শচীনকে ছুঁতে পারেননি কোহলি, নিউজিল্যান্ডের জয়যাত্রা থামালো ভারত

স্পোর্টস ডেস্ক
২২ অক্টোবর ২০২৩, ২২:৪৪আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ২৩:০৫

গত ম্যাচের মতো আবারও সেঞ্চুরি ও টার্গেট একই বিন্দুতে মিলেছিল। নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ দিকে ব্যবধান কমে ভারতের লক্ষ্য ছিল ৫ রানের, আর বিরাট কোহলির সেঞ্চুরি করতেও লাগতো সমান রান। কিন্তু ম্যাট হেনরির চতুর্থ বলে ফ্লিক করে মিডউইকেটে গ্লেন ফিলিপসের ক্যাচ হলেন। সেঞ্চুরি করে কোহলির উদযাপনের দৃশ্য দেখার রোমাঞ্চকর অপেক্ষার অবসান ঘটলো আক্ষেপে, পারলেন না ৪৯তম ওয়ানডে সেঞ্চুরি করতে। সর্বকালের শীর্ষ ওয়ানডে সেঞ্চুরিয়ান শচীন টেন্ডুলকারকে ছোঁয়া হলো না ডানহাতি ব্যাটারের। তবে দল ৪ উইকেটের জয় পেয়েছে ১২ বল হাতে রেখে। 

চলতি বিশ্বকাপে আবারও ব্যাটিং শক্তি দেখালো ভারত। আরেকবার মন্ত্রমুগ্ধ ব্যাটিংয়ে ধর্মশালায় দেশের সমর্থকদের উচ্ছ্বাসে ভাসালেন বিরাট কোহলি। নির্ভার ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের চার ম্যাচের জয়যাত্রা থামাতে বড় ভূমিকা রাখলেন ডানহাতি ব্যাটার, তাতে অব্যাহত থাকলো ভারতের সাফল্য। পাঁচ ম্যাচের সবগুলোই জিতেছে স্বাগতিকরা।

ড্যারিল মিচেল ও রাচিন রবীন্দ্রর ব্যাটে বড় স্কোরের ভিত গড়েছিল নিউজিল্যান্ড। কিন্তু ডেথ ওভারে ৫৪ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে প্রত্যাশিত স্কোর করতে পারেনি নিউজিল্যান্ড। যদিও তাদের ২৭৩ রানের সংগ্রহকে চ্যালেঞ্জিং মনে হচ্ছিল।

কিন্তু রোহিত শর্মা ও শুবমান গিলের জুটি সাবলীল ব্যাটিংয়ে ভারতকে দারুণ শুরু এনে দেন। পাওয়ার প্লের ১০ ওভারে তারা ৬৩ রান তুলে ফেলেন। ১৬তম ওভারেই স্কোর একশ হয়ে যায়। যদিও তার আগেই লকি ফার্গুসন জোড়া আঘাতে ভারতকে ধাক্কা দেন।

দলীয় ৭১ রানে রোহিতকে বোল্ড করেন নিউজিল্যান্ডের পেসার। টানা দ্বিতীয়বার হাফ সেঞ্চুরির আগেই ফিরে যান ভারত অধিনায়ক। বাংলাদেশের বিপক্ষে ৪৮ রান করা রোহিত এবার থামেন ৪৬ রানে। তার ৪০ রানের ইনিংসে ছিল চারটি করে চার ও ছয়। প্রথম ভারতীয় হিসেবে এক বছরে ৫০ ছক্কার কীর্তি গড়েন তিনি।

দ্রুততম ২ হাজার ওয়ানডে রান করা গিলও (২৬) ফার্গুসনের পরের ওভারে বিদায় নেন। পাঁচ রানের ব্যবধানে দুই ওপেনারকে হারালেও কোহলি উদ্বেগ দূর করে দেন।

শ্রেয়াস আইয়ারের সঙ্গে কোহলি ৫২ রানের জুটি গড়েন। ৩৩ রানে আইয়ারকে ফেরান বোল্ট। লোকেশ রাহুলও কোহলির সঙ্গে পঞ্চাশ ছাড়ানো জুটি গড়েন। তাকে ২৭ রানে ফিরিয়ে ৫৪ রানের জুটি ভেঙে দেন মিচেল স্যান্টনার।

বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নেমে নামের সদ্ব্যবহার করতে পারেননি সূর্যকুমার যাদব। ৪ বলে ২ রান করে রানআউট হন।

তার আগে কোহলি ৬০ বলে ৬৯তম হাফ সেঞ্চুরি করেন। বিশ্বকাপে এটি তার ১২তম পঞ্চাশ ছাড়ানো ইনিংস। রবীন্দ্র জাদেজাকে নিয়ে সব দুর্ভাবনা দূর করে দেন তিনি।

ভারতকে জেতানোর পাশাপাশি নিজের সেঞ্চুরিটাও করে ফেলার পথে ছিলেন। হিসাবনিকাশ করে এগোচ্ছিলেন। অন্য প্রান্তে থাকা জাদেজাও তাকে সমর্থন দিয়ে গেছেন। কিন্তু হয়নি। ৪৮তম ওভারের দুই বল বাকি থাকতে লক্ষ্য ও সেঞ্চুরি থেকে ৫ রান দূরে থাকতে আউট হন তিনি। ১০৪ বলে ৯৫ রানের ইনিংসে ছিল ৮ চার ও ২ ছয়।

কোহলি ফিরে যাওয়ার পরের দুই বলে জয় নিশ্চিত করেন জাদেজা ও মোহাম্মদ শামি। জয়সূচক চার মেরে ৩৯ রানে অপরাজিত ছিলেন জাদেজা। ৪৮ ওভারে ৬ উইকেটে ২৭৪ রান করে ভারত।

ব্যাটিংয়ে কোহলি দারুণ ইনিংস খেললেও ম্যাচসেরা হননি। ৫৪ রান খরচায় পাঁচ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের রানের লাগাম টেনে ধরা শামি পান এই স্বীকৃতি।

৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে ভারত। নিউজিল্যান্ড ৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে।

/এফএইচএম/
সম্পর্কিত
পায়ের নিচে ট্রফি রাখা নিয়ে মুখ খুললেন মার্শ
পায়ের নিচে বিশ্বকাপ ট্রফি রাখায় মার্শের বিরুদ্ধে থানায় অভিযোগ
আধাঘণ্টা পরপরই বিশ্বকাপ জয়ের কথা মনে পড়ছে কামিন্সের
সর্বশেষ খবর
অভিবাসী কর্মীদের জন্য আরও টেকসই ভবিষ্যৎ নির্মাণ হবে: প্রতিমন্ত্রী
অভিবাসী কর্মীদের জন্য আরও টেকসই ভবিষ্যৎ নির্মাণ হবে: প্রতিমন্ত্রী
কেন স্বাস্থ্য খাতে বাজেটে জিডিপির ২ শতাংশ বরাদ্দ প্রয়োজন
কেন স্বাস্থ্য খাতে বাজেটে জিডিপির ২ শতাংশ বরাদ্দ প্রয়োজন
কিংসের বিপক্ষে ফাইনালের পাঁচ রেফারি নিয়ে আপত্তি মোহামেডানের 
কিংসের বিপক্ষে ফাইনালের পাঁচ রেফারি নিয়ে আপত্তি মোহামেডানের 
লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোট কাল
লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোট কাল
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
‘অধিকার দিতে হবে না, কেড়ে না নিলেই হবে’
‘অধিকার দিতে হবে না, কেড়ে না নিলেই হবে’