X
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
২৪ আষাঢ় ১৪৩২

‘ভারতের বিশ্বকাপ না জেতার কোনও কারণ নেই’

স্পোর্টস ডেস্ক
২৩ অক্টোবর ২০২৩, ১৯:৪০আপডেট : ২৩ অক্টোবর ২০২৩, ১৯:৪০

২০১১ সালের পর তৃতীয় বিশ্বকাপ জয়ের মিশনে এবার শক্ত অবস্থানে ভারত। ঘরের মাঠে এখন পর্যন্ত অপরাজিত একমাত্র দল তারাই। রবিবার নিউজিল্যান্ডকে হারিয়ে পাঁচ ম্যাচে শতভাগ সাফল্য ধরে রেখেছে স্বাগতিকরা। সবগুলোতেই বোলারদের দারুণ নৈপুণ্যের পর ব্যাটারদের সাবলীল পারফরম্যান্স দেখা গেছে। বিশেষ করে বিরাট কোহলি তার সেরা ফর্মে। নিউজিল্যান্ডের বিপক্ষে চার উইকেটের জয়ে ৯৫ রান করেছেন ডানহাতি ব্যাটার। তারপর থেকে তাকে প্রশংসায় ভাসাচ্ছেন প্রাক্তন থেকে বর্তমান ক্রিকেটাররা, তাদের একজন পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার।

ইনিংসের শেষ দিকে লক্ষ্য যত রানের ছিল, সেঞ্চুরি করতেও তত রান প্রয়োজন ছিল। লক্ষ্য থেকে ৫ রান দূরে থাকতে টাইমিংয়ে গড়বড় করে কোহলি ৯৫ রানে গ্লেন ফিলিপসের ক্যাচ হন। তার আউটের পর ১২ বল হাতে রেখে লক্ষ্য ছোঁয় ভারত।

কোহলির প্রশংসায় পঞ্চমুখ রাওয়ালপিন্ডি এক্সপ্রেস, ‘সে এমন একজন, যে চাপেও অবিচল থাকে। চাপ তার জন্য সুযোগ তৈরি করে এবং সেই সুযোগটা হলো সেঞ্চুরি করা, ম্যাচ জয়ী ইনিংষ খেলা এবং ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়া। কেন নয়! এই ছেলেটা এসবের দাবি রাখে।’

শুবমান গিল, রোহিত শর্মা ও লোকেশ রাহুলের অবদানের কথাও তুলে ধরলেন শোয়েব। আর প্রথম ভারতীয় বোলার হিসেবে বিশ্বকাপে একাধিক পাঁচ উইকেট নেওয়া মোহাম্মদ শামিকে কৃতিত্ব দিলেন তিনি, ‘কিন্তু নিউজিল্যান্ডকে ৩০০-৩৫০ রান করতে না দেওয়ায় শামি বড় ভূমিকা রেখেছে। সে একটু খরুচে ছিল, কিন্তু সে পাঁচ ব্যাটারকে আউট করলো। সে তার প্রতিভা দেখিয়েছে। এই বোলিং আক্রমণ নিয়ে খেলতে হবে ভারতকে। তাদের পরিপূর্ণ ব্যাটিং ও বোলিং লাইনআপ আছে। ভারতের বিশ্বকাপ জেতার কোনও কারণ নেই।’

/এফএইচএম/
সম্পর্কিত
বিশ্বকাপের বদৌলতে ভারতের আয় ১.৩৯ বিলিয়ন ডলার!
পায়ের নিচে ট্রফি রাখা নিয়ে মুখ খুললেন মার্শ
পায়ের নিচে বিশ্বকাপ ট্রফি রাখায় মার্শের বিরুদ্ধে থানায় অভিযোগ
সর্বশেষ খবর
আসামি ধরতে গিয়ে পুলিশ কর্মকর্তা আহত
আসামি ধরতে গিয়ে পুলিশ কর্মকর্তা আহত
লঙ্কানদের মাটিতে প্রথমবার সিরিজ জয়ের হাতছানি
লঙ্কানদের মাটিতে প্রথমবার সিরিজ জয়ের হাতছানি
কক্সবাজারে জলাবদ্ধ অর্ধশতাধিক গ্রাম: দুর্ভোগে লক্ষাধিক মানুষ
কক্সবাজারে জলাবদ্ধ অর্ধশতাধিক গ্রাম: দুর্ভোগে লক্ষাধিক মানুষ
ফিরে দেখা: ৮ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৮ জুলাই ২০২৪
সর্বাধিক পঠিত
মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর তথ্য সংগ্রহ করেছে মন্ত্রণালয়
মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর তথ্য সংগ্রহ করেছে মন্ত্রণালয়
বাংলাদেশে নিজের অনেক ভক্ত জানার পর যা বললেন কেট উইন্সলেট
বাংলাদেশে নিজের অনেক ভক্ত জানার পর যা বললেন কেট উইন্সলেট
আপাতত আন্দোলন নয়, অধ্যাদেশ জারির পর সিদ্ধান্ত
আপাতত আন্দোলন নয়, অধ্যাদেশ জারির পর সিদ্ধান্ত
‘আ.লীগের সদস্যরা যেন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে না পারে’
‘আ.লীগের সদস্যরা যেন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে না পারে’
প্রসিকিউশন গণহত্যার দালিলিক প্রমাণ দিতে পারেনি: শেখ হাসিনার স্টেট ডিফেন্স
প্রসিকিউশন গণহত্যার দালিলিক প্রমাণ দিতে পারেনি: শেখ হাসিনার স্টেট ডিফেন্স