X
শনিবার, ১০ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

মিডিয়া কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন গানবাংলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১০ মার্চ ২০২৪, ২১:৪৬আপডেট : ১০ মার্চ ২০২৪, ২১:৪৬

দেশের ২৪টি টিভি চ্যানেলের কর্মীদের অংশগ্রহণে হয়ে গেলো ওয়ালটন-ইমা মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪। রবিবার (১০ মার্চ) ফাইনালে দীপ্ত টিভিকে ৬ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে গানবাংলা টেলিভিশন।

রাজধানীর বনানীর শহীদ যায়ান চৌধুরী প্লে গ্রাউন্ডে শুরুতে টসে জিতে গানবাংলাকে ফিল্ডিংয়ে পাঠায় দীপ্ত। ১০ ওভারের ম্যাচে ৯ উইকেট হারিয়ে ১০৬ রান তোলে দীপ্ত। জবাবে ৪ উইকেট হারিয়ে এক ওভার বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় গানবাংলা।

ফাইনালে মাঠে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের  মেয়র আতিকুল ইসলাম, গানবাংলা টেলিভিশনের চেয়ারপারসন ফারজানা মুন্নী, প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপস, চিত্রনায়ক জায়েদ খান ও নিরব, সংগীতশিল্পী পারভেজসহ অনেকে।

চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে ট্রফি তুলে দেন মেয়র আতিকুল ইসলাম। পাশাপাশি ব্যক্তিগত তহবিল থেকে চ্যাম্পিয়ন দলকে এক লাখ এবং রানার আপকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেন তিনি।

এ সময় মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘ঢাকা শহরে ২৪টি খেলার মাঠ আছে। খেলার জন্য এ মাঠগুলো সবসময় উন্মুক্ত। মাদকমুক্ত সমাজ গড়তে খেলার কোনও বিকল্প নেই। যেখানেই খেলা হবে সেখানেই ঢাকা উত্তর সিটি করপোরেশন পাশে থাকবে। স্পন্সর প্রতিষ্ঠান ও গানবাংলাকে অভিনন্দন চ্যাম্পিয়ন। রানার আপ দীপ্ত টিভিকেও অভিনন্দন।’

প্রধান পৃষ্ঠপোষক ওয়ালটনের সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিল্টন বলেন, ‘ইমাকে ধন্যবাদ চমৎকার আয়োজনটির জন্য। গানবাংলাকে অভিনন্দন। আমরা দেশের প্রতিটি খেলার পাশে আছি। শুধু ক্রিকেট নয়, দেশের ৫৫টি ক্রীড়া ফেডারেশনের সঙ্গে আমরা কাজ করছি। এ আয়োজনেও আগামীতে আমরা পৃষ্ঠপোষকতায় আগ্রহী।’

চ্যাম্পিয়ন গানবাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপস বলেন, ‘গানবাংলা কিংবা টিএম যখন খেলে চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলে। সেটা মিউজিক হোক কিংবা যেকোনও সেক্টরেই, তা আবারও প্রমাণিত।’

গানবাংলার চেয়ারপারসন ফারজানা মুন্নী বলেন, ‘এতগুলো টিভি চ্যানেল একসঙ্গে হয়েছে একটি খেলাকে উদ্দেশ্য করে। সবার সঙ্গে সবার মিলিত হওয়ার এ অভূতপূর্ব আয়োজনের জন্য ইমাকে আন্তরিক ধন্যবাদ।’

/টিএ/আরআইজে/
সম্পর্কিত
মিরপুরে দুই বোনের রক্তাক্ত মরদেহ উদ্ধার
আ.লীগ নিষিদ্ধের দাবিতে উত্তরায় ঢাকা-ময়মনসিংহ সড়কে ‘ব্লকেড’
‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচির ঘোষণা দিলেন হাসনাত আব্দুল্লাহ
সর্বশেষ খবর
শাহবাগে মধ্যরাতেও উপচেপড়া ভিড়, চলছে ডকুমেন্টারি প্রদর্শনী
শাহবাগে মধ্যরাতেও উপচেপড়া ভিড়, চলছে ডকুমেন্টারি প্রদর্শনী
আ.লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ২০ কিলোমিটার যানজট
আ.লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ২০ কিলোমিটার যানজট
আ.লীগের নিষিদ্ধের বিষয়ে বিএনপি সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় ছাত্রদল নেতার পদত্যাগ
আ.লীগের নিষিদ্ধের বিষয়ে বিএনপি সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় ছাত্রদল নেতার পদত্যাগ
চলচ্চিত্র পরিচালক সমিতির নেতৃত্বে দুই শাহীন!
চলচ্চিত্র পরিচালক সমিতির নেতৃত্বে দুই শাহীন!
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের