X
শনিবার, ১৮ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

মিডিয়া কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন গানবাংলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১০ মার্চ ২০২৪, ২১:৪৬আপডেট : ১০ মার্চ ২০২৪, ২১:৪৬

দেশের ২৪টি টিভি চ্যানেলের কর্মীদের অংশগ্রহণে হয়ে গেলো ওয়ালটন-ইমা মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪। রবিবার (১০ মার্চ) ফাইনালে দীপ্ত টিভিকে ৬ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে গানবাংলা টেলিভিশন।

রাজধানীর বনানীর শহীদ যায়ান চৌধুরী প্লে গ্রাউন্ডে শুরুতে টসে জিতে গানবাংলাকে ফিল্ডিংয়ে পাঠায় দীপ্ত। ১০ ওভারের ম্যাচে ৯ উইকেট হারিয়ে ১০৬ রান তোলে দীপ্ত। জবাবে ৪ উইকেট হারিয়ে এক ওভার বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় গানবাংলা।

ফাইনালে মাঠে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের  মেয়র আতিকুল ইসলাম, গানবাংলা টেলিভিশনের চেয়ারপারসন ফারজানা মুন্নী, প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপস, চিত্রনায়ক জায়েদ খান ও নিরব, সংগীতশিল্পী পারভেজসহ অনেকে।

চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে ট্রফি তুলে দেন মেয়র আতিকুল ইসলাম। পাশাপাশি ব্যক্তিগত তহবিল থেকে চ্যাম্পিয়ন দলকে এক লাখ এবং রানার আপকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেন তিনি।

এ সময় মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘ঢাকা শহরে ২৪টি খেলার মাঠ আছে। খেলার জন্য এ মাঠগুলো সবসময় উন্মুক্ত। মাদকমুক্ত সমাজ গড়তে খেলার কোনও বিকল্প নেই। যেখানেই খেলা হবে সেখানেই ঢাকা উত্তর সিটি করপোরেশন পাশে থাকবে। স্পন্সর প্রতিষ্ঠান ও গানবাংলাকে অভিনন্দন চ্যাম্পিয়ন। রানার আপ দীপ্ত টিভিকেও অভিনন্দন।’

প্রধান পৃষ্ঠপোষক ওয়ালটনের সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিল্টন বলেন, ‘ইমাকে ধন্যবাদ চমৎকার আয়োজনটির জন্য। গানবাংলাকে অভিনন্দন। আমরা দেশের প্রতিটি খেলার পাশে আছি। শুধু ক্রিকেট নয়, দেশের ৫৫টি ক্রীড়া ফেডারেশনের সঙ্গে আমরা কাজ করছি। এ আয়োজনেও আগামীতে আমরা পৃষ্ঠপোষকতায় আগ্রহী।’

চ্যাম্পিয়ন গানবাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপস বলেন, ‘গানবাংলা কিংবা টিএম যখন খেলে চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলে। সেটা মিউজিক হোক কিংবা যেকোনও সেক্টরেই, তা আবারও প্রমাণিত।’

গানবাংলার চেয়ারপারসন ফারজানা মুন্নী বলেন, ‘এতগুলো টিভি চ্যানেল একসঙ্গে হয়েছে একটি খেলাকে উদ্দেশ্য করে। সবার সঙ্গে সবার মিলিত হওয়ার এ অভূতপূর্ব আয়োজনের জন্য ইমাকে আন্তরিক ধন্যবাদ।’

/টিএ/আরআইজে/
সম্পর্কিত
কাওরানবাজারে লা ভিঞ্চি হোটেলের জেনারেটর রুমে আগুন
ধোলাইখালে মিউচুয়াল ট্র্যাস্ট ব্যাংকের শাখায় আগুন
গতিশীল শিক্ষা প্রতিষ্ঠান জাদুঘরে ‘শিক্ষার্থী’ কোথায়?
সর্বশেষ খবর
‘দেশের মানুষকে এক ছাতার নিচে দেখতে চান প্রধানমন্ত্রী’
‘দেশের মানুষকে এক ছাতার নিচে দেখতে চান প্রধানমন্ত্রী’
ধান কাটতে গিয়ে বজ্রাঘাতে ২ জনের মৃত্যু
ধান কাটতে গিয়ে বজ্রাঘাতে ২ জনের মৃত্যু
নারী স্পিকারদের সামিট অভিজ্ঞতা বিনিময়ের এক অনবদ্য প্লাটফর্ম: শিরীন শারমিন
নারী স্পিকারদের সামিট অভিজ্ঞতা বিনিময়ের এক অনবদ্য প্লাটফর্ম: শিরীন শারমিন
সর্বাধিক পঠিত
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
ইসরায়েলগামী অস্ত্রের জাহাজ নোঙর করতে দেয়নি স্পেন
ইসরায়েলগামী অস্ত্রের জাহাজ নোঙর করতে দেয়নি স্পেন
দাম কমেছে সবজি-মাংসের, তবু পরিস্থিতি অস্বাভাবিক
দাম কমেছে সবজি-মাংসের, তবু পরিস্থিতি অস্বাভাবিক
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির