X
বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫
২৫ বৈশাখ ১৪৩২

এমন হতশ্রী ব্যাটিংয়ের শেষ কোথায়?

রবিউল ইসলাম
১১ মে ২০২৪, ১৭:৩২আপডেট : ১১ মে ২০২৪, ১৭:৩২

গত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এই বছরের টুর্নামেন্টকে লক্ষ্য বানিয়েছিলেন। ক্রিকেটারাও এই বিশ্বকাপ ঘিরে তাদের বিস্তর পরিকল্পনার কথা জানান। যদিও প্রত্যেক বিশ্বকাপের আগে-পরে এমন চর্চা নিয়মিত ঘটনাই। ২০২২ বিশ্বকাপের ব্যর্থ হওয়া বাংলাদেশের সামনে আরও একটি বিশ্বকাপ। এখনও পরিস্থিতি পাল্টায়নি। ব্যাটিংয়ে ভুগতে হচ্ছে নাজমুল হোসেন শান্তর দলকে। জিম্বাবুয়ের বিপক্ষে জিতলেও তাদের মতো সহজ প্রতিপক্ষের বিপক্ষে কোণঠাসা হতে হচ্ছে প্রায় প্রতি ম্যাচেই। ব্যাটারদের এমন হতশ্রী ব্যাটিং পারফরম্যান্সের আসলে শেষ কোথায়? বিশ্বকাপের আগে ছন্দে ফেরা না গেলেও আরও একটি আসর থেকে ব্যর্থতা সঙ্গী করে দেশে ফিরতে হবে দলকে। 

আর কয়েক সপ্তাহ পরেই বাংলাদেশের বিশ্বকাপ মিশন। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের কন্ডিশনে লড়তে হবে লাল-সবুজ জার্সিধারীদের। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগ মুহূর্তে সবার পরিকল্পনা একরকম, সেখানে বাংলাদেশ হাঁটছে উল্টো পথে। পাকিস্তান দল আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে খেলবে সাতটি টি-টোয়েন্টি। আইপিএল দিয়ে প্রস্তুতি সারছেন ভারতীয়রা। অন্য দেশের বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটাররা আইপিএলের মতো চাপের একটি টুর্নামেন্ট খেলে নিজেদের প্রস্তুত করছেন। অন্যদিকে বাংলাদেশ জিম্বাবুয়ে ও যুক্তরাষ্ট্রের মতো দলের বিপক্ষে খেলে বিশ্বকাপের প্রস্তুতি সারছে। তবুও যদি দাপট দেখিয়ে খেলতে পারতেন, তাও কথা ছিল। কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের ব্যাটারদের পারফরম্যান্স ‘বিশ্রী’।

নামিবিয়া, উগান্ডার সঙ্গে লড়াইয়ে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া জিম্বাবুয়ের বিপক্ষে এমন ব্যাটিং কেন? এর নেই কোনও সদুত্তর। প্রথম দুই ম্যাচে পরে ব্যাটিং করে জিতলেও যে ইনটেন্ট নিয়ে জিম্বাবুয়ের বোলিং আক্রমণের বিপক্ষে খেলেছে, সেখানেই প্রশ্ন। পরের দুই ম্যাচে আগেও ব্যাটিং নিয়ে আশা ছিল স্কোরবোর্ডে বড় সংগ্রহ দাঁড় করাবে বাংলাদেশ। কিন্তু সহজ বোলিং আক্রমণের বিপক্ষে বাংলাদেশের এই স্কোর অনেক প্রশ্ন সামনে আনছে। শুক্রবার তো বাংলাদেশের ব্যাটারদের পারফরম্যান্স ছিলো ভূতুড়ে। ওপেনিং জুটিতে তৃতীয় সর্বোচ্চ ১০১ রানের জুটি গড়েছিলেন সৌম্য সরকার ও তানজিদ হাসান তামিম।

এমন জুটির পর হুট করেই ধস। ৪২ রানে বাংলাদেশ এক বল আগেই হয় অলআউট। তিন নম্বরে নামা তাওহীদ হৃদয় ছাড়া বাকি ব্যাটাররা কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেনি। বিশ্বকাপের পর রঙিন পোশাকে ফিরেছেন সাকিব আল হাসান। অভিজ্ঞ এই ব্যাটার ব্যাট হাতে কোনও অবদানই রাখতে পারলেন না। আউট হয়েছেন রানের খাতা না খুলেই। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বেহিসাবী শট খেলতে গিয়ে সাজঘরে ফিরেছেন। এভাবে একের পর এক উইকেট হারিয়েছেন স্বাগতিক ব্যাটাররা। আর তাতেই মাত্র ১৪৬ রানে অলআউট বাংলাদেশ।

এমন ব্যাটিং ব্যর্থতা কেন? ম্যাচ শেষে অবশ্য ব্যাখ্যা দিয়েছেন সৌম্য সরকার, ‘প্রথম দিকে আমি আর তামিম যখন ব্যাট করছিলাম নতুন বলে একটু ভালো ছিল। বলটা ব্যাটে আসছিল। হঠাৎ বলটা একটু পুরোনো হওয়ার পর একটু ডাবল পেস, একটু আপস অ্যান্ড ডাউন করছিল। প্রথম দিকে হয়তো সবাই বুঝতে ভুল করেছে। প্রথমে আমাদের স্কোর দেখে মনে হয়েছিল উইকেট ১৭০-১৮০ রান করার মতো; হঠাৎ যখন বলটা পুরোনো হয়েছে, বলটা তখন একটু আপস অ্যান্ড ডাউন স্লো হচ্ছিল। এটা হয়তো সবাই একটু আগেভাগে গিয়ে অ্যাটাকিংয়ে চলে গেছে, এটা হয়তো ভুল হয়েছে।’

লিটন দাস-শান্ত-সাকিব আল হাসানের কাছ থেকে রান না পাওয়া গেলে আসন্ন বিশ্বকাপেও খালি হাতে ফিরতে হবে বাংলাদেশকে। প্রতি বছর যখন একটি করে বিশ্বকাপ আসে, বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় পরের বিশ্বকাপ। কিন্তু পরের বিশ্বকাপেও পরিস্থিতি পাল্টায় না। তখন নতুন করে আবার পরের বিশ্বকাপকে টার্গেট বানানো হয়। এভাবেই চলছে বাংলাদেশের ক্রিকেট। ক্রিকেটারদেরও যেন কোনও কিছুতেই কোনও বিকার নেই। লিটন একের পর এক বাজে শটে আউট হলেও তার দাবি নিজের পরিকল্পনা শতভাগ ঠিক। এই অবস্থায় ব্যাটাররা যদি নিজেদের ভুলগুলো বুঝতেই না পারেন, সেক্ষেত্রে সংশোধন করবেন কীভাবে? কিন্তু ক্রিকেটারদেরে দাবি অনুযায়ী তাদের পরিকল্পনায়, চেষ্টায় কোনও ঘাটতি নেই। যদি ঘাটতি নাই থাকে, সেক্ষেত্রে পারফরম্যান্স দেখা যাচ্ছে না কেন?

জিম্বাবুয়ের মতো বোলিং আক্রমণের বিপক্ষে শান্ত-লিটনদের পারফরম্যান্স হবে দুর্দান্ত। জিম্বাবুয়ে প্রবল কোনও প্রতিপক্ষ না যে তাদের বিপক্ষে লড়াই করা লিটনদের জন্য কঠিন। তারপরও তারা পারছেন না। জিম্বাবুয়ের বিপক্ষে চার ম্যাচের চারটি ম্যাচ জিতলেও এইসব জয়ে বিশেষ কোনও কীর্তি নেই। হয়তো রবিবার শেষ ম্যাচটি জিতে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করবে স্বাগতিকরা, তাতে কোনও লাভ হবে না বাংলাদেশের বিশ্বকাপের প্রস্তুতিতে। উল্টো নতুন করে শঙ্কা তৈরি হবে। মেকি আত্মবিশ্বাস তৈরি হতে পারে, যেটা হয়েছিল ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে। ওই বিশ্বকাপের আগে ঘরের মাঠে সুবিধামতো স্লো ট্র্যাক বানিয়ে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে কথার তুবড়ি ছুটিয়েছিলেন টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে ক্রিকেটাররাও। কিন্তু বিশ্বকাপে গিয়ে রীতিমতো ভরাডুবি হয়েছিল। এবার জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজেও কি অর্জনের খাতায় যোগ হবে ওই মেকি আত্মবিশ্বাস? 

যদিও সৌম্য-শান্তরা জিম্বাবুয়ের বিপক্ষে জয়গুলোকে গুরুত্বসহকারে দেখছেন। তারা জয়ের অভ্যাসের কথা বলেন। ক্রিকেটাররা জয়ের অভ্যাস নিয়ে বিশ্বকাপের ময়দানে যেতে চান। ২০২১ সালে অধিনায়ক মাহমুদউল্লাহও সেসব বলেই বিশ্বকাপে গিয়েছিলেন। ভয়াবহ ভড়াডুবি হয়েছিল ওইবার। আসন্ন বিশ্বকাপের আগে বাংলাদেশের ব্যাটিং ফর্মের যা অবস্থা, তাতে করে বিশ্বকাপের ময়দানে কঠিন পরিস্থিতির মুখে পড়তে হবে পুরো দলকেই। আরও কত বিশ্বকাপ আসলে বাংলাদেশের ব্যাটিংয়ে উন্নতি হবে, জানা নেই কারও। যদিও ক্রিকেটাররা কেবল আশার কথাই শুনিয়ে যাচ্ছেন। ভক্তরাও আশার ভেলায় চেপে স্বপ্ন দেখে যাচ্ছেন!

/এফএই্চএম/
সম্পর্কিত
যেখানে শান্তর তৃপ্তি
তাসকিনের স্ক্যান রিপোর্ট পাওয়ার পর সিদ্ধান্ত
আমাদের দেশে স্ট্রাইক রেট নিয়ে অনেক কথা হয়: শান্ত
সর্বশেষ খবর
অমৃতসরে ব্ল্যাকআউট মহড়া শুরু, বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ
অমৃতসরে ব্ল্যাকআউট মহড়া শুরু, বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ
টিভিতে আজকের খেলা (৮ মে, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৮ মে, ২০২৫)
বিএনপি নেতার গোডাউন থেকে সরকারি ১১৯ বস্তা চাল উদ্ধার, মামলা করতে অনীহা খাদ্য বিভাগের
বিএনপি নেতার গোডাউন থেকে সরকারি ১১৯ বস্তা চাল উদ্ধার, মামলা করতে অনীহা খাদ্য বিভাগের
আর্সেনালের স্বপ্ন ভেঙে ফাইনালে পিএসজি
চ্যাম্পিয়ন্স লিগআর্সেনালের স্বপ্ন ভেঙে ফাইনালে পিএসজি
সর্বাধিক পঠিত
‘তৎক্ষণাৎ হাসপাতালে নিয়েও তাকে বাঁচানো যায়নি’
‘তৎক্ষণাৎ হাসপাতালে নিয়েও তাকে বাঁচানো যায়নি’
ফিরে গেছে কুয়েত ও তার্কিশ এয়ারের ঢাকাগামী ২ ফ্লাইট
পাকিস্তানে ভারতের হামলাফিরে গেছে কুয়েত ও তার্কিশ এয়ারের ঢাকাগামী ২ ফ্লাইট
‘সকালে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় এএসপি পলাশের, দুপুরে অফিসে নিজ মাথায় গুলি’
‘সকালে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় এএসপি পলাশের, দুপুরে অফিসে নিজ মাথায় গুলি’
সার্বভৌমত্ব রক্ষার ডাক আসিফ-হাসনাতের
সার্বভৌমত্ব রক্ষার ডাক আসিফ-হাসনাতের
সিঁদুর অভিযান: ভূপাতিত ভারতীয় বিমানের সংখ্যা নিয়ে ধোঁয়াশা
সিঁদুর অভিযান: ভূপাতিত ভারতীয় বিমানের সংখ্যা নিয়ে ধোঁয়াশা