X
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

টানা তিন জয়ে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক
১৩ জুন ২০২৪, ১০:২৮আপডেট : ১৩ জুন ২০২৪, ১১:০৮

আফগানদের কাছে প্রথম ম্যাচ হেরে নিজেদের নিজেরাই বিপদে ফেলেছিল নিউজিল্যান্ড। শেষ আটের সম্ভাবনা বাঁচিয়ে রাখতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তো বটেই, বাকি তিন ম্যাচেই তাদের জিততো হতো। কিন্তু টুর্নামেন্টের অন্যতম আয়োজকরা সেটি হতে দিলে তো! কিউইদের ১৩ রানে হারিয়ে টানা তিন জয়ে সুপার এইট নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ। তাতে টানা দুই পরাজয়ে ছিটকে যাওয়ার খুব কাছে নিউজিল্যান্ড। শুক্রবার পাপুয়া নিউগিনির বিপক্ষে আফগানিস্তান জিতলেই আনুষ্ঠানিকভাবে বিদায় নেবে তারা। 

ত্রিনিদাদে ১৫০ রানের লক্ষ্য পাওয়া কিউই দল ৯ উইকেটে ১৩৬ রানে থেমেছে। শুরুতে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ১৪৯ রান করেছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। অথচ মাত্র ৩০ রানে ৫ উইকেট হারিয়ে ক্যারিবিয়ানরা বিপর্যয়েই পড়ে গিয়েছিল। তার পর ৭৬ রানে পড়েছে সপ্তম উইকেট। সেখান থেকে শেরফানে রাদারফোর্ডের একার লড়াই ক্যারিবিয়ানদের বড় স্কোর পাইয়ে দিয়েছে। ৩৯ বলে ৬৮ রানের বিস্ফোরক ইনিংসে অপরাজিত ছিলেন তিনি। তাতে ছিল ২টি চার ও ৬টি ছয়। শুরুতে যেভাবে ব্যাটিংটা হয়েছে, তাতে  চলতি টুর্নামেন্টের ঐতিহ্য মেনে লো স্কোরিং ম্যাচের আভাস মিলছিল। কিন্তু রাদারফোর্ডের দৃঢ়তায় সেটা সম্ভব হয়নি। ফলে ম্যাচসেরাও হয়েছেন তিনি।

জবাবে নিউজিল্যান্ডের যেমন ব্যাটিংটা প্রয়োজন ছিল সেটা মোটেও করতে পারেনি। তিনটি পরিবর্তন এনেও ভাগ্য বদলাতে পারেনি তারা। ৩৯ রানে ফিরেছেন কনওয়ে (৫), ফিন অ্যালেন (২৬) ও কেন উইলিয়ামসন (১)। রাচিন রবীন্দ্র ১০ রানের বেশি করতে পারেননি। লড়াই করার চেষ্টা ছিল গ্লেন ফিলিপসের। কিন্তু ৪০ রানে কাটা পড়েন তিনি। শেষ দিকে মিচেল ম্যান্টনার তিন ছক্কায় বিনোদন দেওয়ার চেষ্টা করলে সেটা হারের ব্যবধান কমিয়েছে মাত্র। তিনি ১২ বলে ২১ রানে অপরাজিত ছিলেন। ক্যারিবিয়ান পেসার আলজারি জোসেফ ১৯ রানে ৪ উইকেট নিয়ে সেরা বোলার ছিনে। গুদাকেশ মোটি ২৫ রানে নিয়েছেন ৩টি। 

টানা তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ওয়েস্ট ইন্ডিজ। গ্রুপ ‘সি’ থেকে টানা দুই জয়ে দ্বিতীয় দল হিসেবে সুপার এইটে যাওয়ার পথে এগিয়ে আফগানিস্তান।      

/এফআইআর/
সম্পর্কিত
নাসাউ পিচ পেলো ‘অসন্তোষজনক’ রেটিং
বড় অঙ্কের বোনাস ফিরিয়ে দিয়ে অর্ধেক নিলেন দ্রাবিড়!
বিশ্বকাপে না খেলেও জয়সওয়াল, চাহালরা পাচ্ছেন ৫ কোটি রুপি
সর্বশেষ খবর
দিনাজপুরে ভবেশের মৃত্যুর ঘটনায় ভারতের দেওয়া বক্তব্যকে প্রত্যাখ্যান করলো বাংলাদেশ
দিনাজপুরে ভবেশের মৃত্যুর ঘটনায় ভারতের দেওয়া বক্তব্যকে প্রত্যাখ্যান করলো বাংলাদেশ
নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন উৎসর্গ করা ৭ নারী কারা
নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন উৎসর্গ করা ৭ নারী কারা
আবেশ খানের বোলিংয়ে শেষ ওভারে হারলো রাজস্থান
আবেশ খানের বোলিংয়ে শেষ ওভারে হারলো রাজস্থান
ক্ষুব্ধ সমুদ্রকে শান্ত করতে ইন্দোনেশীয় নারীর বৃক্ষরোপণ
ক্ষুব্ধ সমুদ্রকে শান্ত করতে ইন্দোনেশীয় নারীর বৃক্ষরোপণ
সর্বাধিক পঠিত
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত
নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল নিয়ে ডিএমপির বার্তা
নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল নিয়ে ডিএমপির বার্তা