লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট খেলে অবসর নিয়েছেন জেমস অ্যান্ডারসন। ১৮ জুলাই নটিংহ্যামের ট্রেন্টব্রিজ টেস্টে তার জায়গায় মার্ক উডকে যুক্ত করেছে ইংল্যান্ড।
এই বছরের শুরুতে ভারতের বিপক্ষে পাঁচ টেস্টের তিনটি খেলেন উড। ইংল্যান্ডের জার্সিতে সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালসহ পাঁচ ম্যাচেও খেলেছেন তিনি।
লর্ডস টেস্টে ১২ উইকেট নেওয়া গাস অ্যাটকিনসনের সঙ্গে পেস অপশনে থাকা অন্যজন হলেন ক্রিস ওকস। দুই ইনিংসে ১৮ ওভার বল করে বোলিং ফিটনেসের প্রমাণ দিয়েছেন বেন স্টোকস। একাদশে থাকলেও অফস্পিনার শোয়েব বশির কোনও বল করেননি।
ইংল্যান্ডের দ্বিতীয় টেস্টের দল: বেন স্টোকস (অধিনায়ক), গাস অ্যাটকিনসন, শোয়েব বশির, হ্যারি ব্রুক, জ্যাক ক্রলি, বেন ডাকেট, ড্যান লরেন্স, ডিলন পেনিংটন, ওলি পোপ, ম্যাথু পটস, ,জো রুট, জেমি স্মিথ, ক্রিস ওকস, মার্ক উড।