ক্রাইস্টচার্চ টেস্টে গতকালকেই জয় দেখছিল ইংল্যান্ড। শুধু দেখার ছিল গতকাল ৬ উইকেট নেওয়া সফরকারীরা কতদ্রুত নিউজিল্যান্ডকে বেঁধে ফেলতে পারে। শেষ পর্যন্ত ২৫৪ রানে দ্বিতীয় ইনিংসে গুটিয়ে গেছে স্বাগতিকরা। তাতে মাত্র ১০৪ রানের লক্ষ্য পেয়ে ১২.৪ ওভারেই ২ উইকেট হারিয়ে লক্ষ্য ছুঁয়েছে ইংল্যান্ড। সিরিজের প্রথম টেস্টে ৮ উইকেটের জয়ে এখন তিন ম্যাচের সিরিজে বেন স্টোকসের দল ১-০ তে এগিয়ে গেছে।
ইংলিশদের জয়ের পেছনে অবদান রেখেছেন ব্রাইডন কার্স ও অভিষিক্ত ব্যাটার জ্যাকব বেথেল। বল হাতে চতুর্থ দিন সকালে ৪ উইকেটের তিনটিই নিয়েছেন কার্স। দ্বিতীয় ইনিংসে ৪২ রানে নিয়েছেন ৬টি উইকেট। ক্যারিয়ারে এবারই প্রথম ৫ উইকেট নিয়েছেন তিনি। সব মিলে দুই ইনিংসে ১০৬ রানে তার শিকার ১০টি। ২০১২ সালের পর অ্যাওয়ে ম্যাচে কোনও ইংলিশ বোলারের ১০ উইকেট শিকারের প্রথম নজির এটি। ম্যাচসেরাও ছিলেন কার্স।
গতকাল থেকে অপরাজিত থাকা ড্যারিল মিচেলই স্বাগতিকদের টেনে নিচ্ছিলেন। মিচেল ৮৪ রানে শেষ উইকেট হিসেবে আউট হতেই সমাপ্ত হয় নিউজিল্যান্ডের ইনিংস। তার আগে শেষ উইকেটে উইল ও’রুর্কের সঙ্গে মিলে ৪৫ রান যোগ করেছেন।
তার পর দ্বিতীয় ওভারে জ্যাক ক্রলিকে হারিয়ে ইংল্যান্ড ধাক্কা খেলেও সেটি সামাল দেন ডাকেট-বেথেল। ডাকেট ২৭ রানে ফিরলেও আক্রমণাত্মক হাফসেঞ্চুরিতে জয় নিশ্চিত করেছেন বেথেল। ৩৭ বলে ৫০ রানে অপরাজিত ছিলেন তিনি। বেথেলের ইনিংসে ছিল ৮টি চার ও ১টি ছয়ের মার। তার সঙ্গে ১৫ বলে ২৩ রানে অপরাজিত থাকেন জো রুট।
সংক্ষিপ্ত স্কোর: নিউজিল্যান্ড ৩৪৮ (ল্যাথাম ৪৭, উইলিয়ামসন ৯৩, ফিলিপস ৫৮*; কার্স ৪/৬৪, বশির ৪/৬৯) ও ২৫৪ (মিচেল ৮৪, উইলিয়ামসন ৬১; কার্স ৬/৪২, ওকস ৩/৫৯)
ইংল্যান্ড ৪৯৯ (ব্রুক ১৭১, পোপ ৭৭, স্টোকস ৮০;হেনরি ৪/৮৪, স্মিথ ৩/১৪১) ও ১০৪/২ (ডাকেট ২৭, বেথেল ৫০*, রুট ২৩*; হেনরি ১/১২)
ফল: ইংল্যান্ড ৮ উইকেটে জয়ী।