হাঁটুর চোটে প্রথম ওয়ানডেতে খেলেননি বিরাট কোহলি। ইংল্যান্ডের বিপক্ষে ভারতের দ্বিতীয় ম্যাচের জন্য ফিট তিনি। রবিবার কটাকে তাকে খেলতে দেখা যাবে।
ভারতের ব্যাটিং কোচ সিতাংশু কোটাক ম্যাচের আগের দিন কোহলির ব্যাপারে বলেছেন, ‘কোহলি ফিট। হ্যাঁ, আজ সে আমাদের সঙ্গে অনুশীলন করেছে। মাঠে নামার মতো অবস্থায় আছে সে।’
নাগপুরে সিরিজের প্রথম ম্যাচের আগের দিন ট্রেনিংয়ের সময় ডান হাঁটুতে ব্যথা অনুভব করেন। একাদশে তার স্থলাভিষিক্ত হন শ্রেয়াস আইয়ার। হাফ সেঞ্চুরিও করেন তিনি।
কোহলি ফিট হওয়ায় এখন দেখার ব্যাপার তাকে ফিরিয়ে ব্যাটিং লাইন কেমন সাজায় টিম ম্যানেজমেন্ট। প্রথম ম্যাচে ওপেনিং করা যশস্বী জয়সওয়াল বেঞ্চে থাকলে নাগপুরে তিনে নেমে ৮৭ রান করা শুবমান গিল এক ধাপ উপরে উঠে ওপেনারের ভূমিকায় খেলবেন। কোহলি নামবেন তিনে। শ্রেয়াসকে বেঞ্চে বসালে কোহলি তিন ও গিলকে চার নম্বরে দেখা যাবে।
গত বছর আগস্টে শ্রীলঙ্কা সফরে শেষবার ওয়ানডে খেলেন কোহলি। ইংল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজ চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতের সবশেষ ৫০ ওভারের প্রস্তুতি মঞ্চ। সম্প্রতি অফফর্মে থাকা কোহলিকে প্রস্তুত হতে হবে বাকি দুই ম্যাচেই। অস্ট্রেলিয়া সফরে এজ হয়ে উইকেটকিপার কিংবা স্লিপে ধরা পড়ার পর এক সপ্তাহ সাবেক ভারতীয় ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গারের সঙ্গে কাজ করেছেন ডানহাতি ব্যাটার। দিল্লির হয়ে রঞ্জি ট্রফি ম্যাচও খেলেন এক যুগ পর। রেলওয়েসের বিপক্ষে মাত্র ৬ রানে আউট হন তিনি।
এই সিরিজে একটি মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় কোহলি। আর ৯৪ রান করলে কেবল তৃতীয় ব্যাটার হিসেবে এই ফরম্যাটে ১৪ হাজার রান করবেন তিনি। এই তালিকায় আগে থেকে আছেন শচীন টেন্ডুলকার ও কুমার সাঙ্গাকারা। তবে সবচেয়ে কম সময়ে এই মাইলফলক ছোঁয়ার হাতছানি কোহলির সামনে।