চলমান বেশ কিছু ঘটনায় উত্তপ্ত ক্রিকেটাঙ্গন। সেসবের সমাধান খুঁজতে অনলাইনে জরুরি সভা ডেকেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সভাটি রবিবার বিকাল ৪টায় জুম প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে।
শোনা গেছে, আর্থিক অনিয়ম নিয়ে ওঠা অভিযোগ, আম্পায়ারিং, বোর্ড এবং ক্লাব-খেলোয়াড়দের মাঝে সৃষ্ট ঝামেলার বিষয়টি আজকের ইস্যুতে থাকতে পারে। বিসিবির এক সূত্র জানিয়েছেন, ‘আর্থিক অনিয়মের অভিযোগ, আম্পায়ারিং ও অন্যান্য বিতর্কিত ইস্যু নিয়ে সভায় আলোচনা হবে।’
গত ২৪ মার্চ বিসিবি সভা ডাকলেও সেটা বাতিল হয় তামিম ইকবাল হৃদরোগে আক্রান্ত হলে। তার পর গত এক মাস অনেক কিছু আলোচনার মধ্যে আসলেও বিসিবি তার সমাধান করতে পারেনি।