X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

ফাইনালে ইংল্যান্ড-আর্জেন্টিনাকে দেখছেন বেকহাম

স্পোর্টস ডেস্ক
২১ জুন ২০১৮, ১৬:২৬আপডেট : ২১ জুন ২০১৮, ১৮:০৯

ডেভিড বেকহাম হ্যারি কেইনের জোড়া গোলে বিশ্বকাপে দারুণ শুরু হয়েছে ইংল্যান্ডের। তিউনিসিয়াকে হারিয়ে ‘ডি’ গ্রুপের দুই নম্বরে তারা। পানামা ও বেলজিয়ামের বিপক্ষে পরের দুই ম্যাচ খেলে স্বাচ্ছন্দ্যে নকআউটে যেতে আশাবাদী গত আসরে গ্রুপেই বিদায় নেওয়া দলটি। তবে সাবেক অধিনায়ক ডেভিড বেকহামের বিশ্বাস, এবার ইংল্যান্ড খেলবে ফাইনালে, প্রতিপক্ষ হবে আর্জেন্টিনা।

ইংল্যান্ড তাদের বিশ্বকাপ ইতিহাসে একমাত্র ফাইনাল খেলেছিল ১৯৬৬ সালে, যেখানে পশ্চিম জার্মানিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। এরপর সেরা সাফল্য কোয়ার্টার ফাইনাল। সবশেষ তারা সেরা আটে পৌঁছায় বেকহামের নেতৃত্বে ২০০৬ সালে।

এবার কেইনদের ওপর আস্থা রাখছেন সাবেক ইংলিশ ফরোয়ার্ড, ‘আমি বিশ্বাস করি ফাইনালে আর্জেন্টিনা খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। অবশ্যই আমি চাইব ইংল্যান্ড বিশ্বকাপ জিতুক। কিন্তু সেটা হয়তো অনেকে মনে করবেন আমি পক্ষপাতী ও দেশের পক্ষ হয়ে কথা বলছি।’

দারুণ জয়ে বিশ্বকাপ শুরু হলেও গ্যারেথ সাউথগেটের দলকে কঠিন পথ পাড়ি দিতে হবে সতর্ক করলেন তিনবার বিশ্বকাপ খেলা বেকহাম, ‘গ্রুপের প্রথম ম্যাচ আমরা জেতায় আমি খুব খুশি। ইংল্যান্ড খুব তরুণ একটি দল। তাদের এখনও অভিজ্ঞতা খুব বেশি হয়নি। তাদের বিশ্বকাপ যাত্রা অনেক কঠিন হয়ে উঠবে। কারণ, টুর্নামেন্টে ভালো দল অনেক।’

গ্রুপ পর্বের শুরুতেই বেশ কয়েকটি হোঁচট বেকহামের মনে এই বিশ্বাস তৈরি করেছে। গতবারের চ্যাম্পিয়ন জার্মানি হেরে গেছে মেক্সিকোর কাছে। আর্জেন্টিনা ও ব্রাজিলও ধরা খেয়েছে প্রতিপক্ষের কাছে। স্পেন ও ফ্রান্সের মতো দলকে ভুগতে হচ্ছে বেশ। ফার্স্ট স্পোর্টস

/এফএইচএম/চেক-এমওএফ/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
জাতীয় দল রেখে ঢাকা লিগে সাকিবের খেলার ব্যাখ্যা দিলেন নির্বাচক
জাতীয় দল রেখে ঢাকা লিগে সাকিবের খেলার ব্যাখ্যা দিলেন নির্বাচক
পাপন শুনেছেন, তামিম নাকি সামনের বছর ফিরবেন!
পাপন শুনেছেন, তামিম নাকি সামনের বছর ফিরবেন!
তিনটি গ্রাম থেকে সেনা সরিয়ে নিলো ইউক্রেন
তিনটি গ্রাম থেকে সেনা সরিয়ে নিলো ইউক্রেন
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে