X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

ব্রাজিল নয়, কোপা আমেরিকার বিরুদ্ধে নেইমাররা

স্পোর্টস ডেস্ক
০৯ জুন ২০২১, ২২:৪৮আপডেট : ১২ জুন ২০২১, ০০:২৪

যত এগিয়ে আসছিল কোপা আমেরিকা, তত যেন জট বাঁধছিল। প্রথমে দুই আয়োজক- আর্জেন্টিনা ও কলম্বিয়ার নাম কাটা পড়া, এরপর আয়োজকের দায়িত্ব পাওয়া ব্রাজিল ফুটবল দলের ‘না’ খেলার হুমকি। সব সমস্যায় ইতি সম্ভবত টানা হয়ে গেছে নেইমারদের এক চিঠিতে। যেখানে তারা জানিয়েছেন, ব্রাজিল জাতীয় দলের বিরুদ্ধে কখনোই যাননি তারা, তাদের অবস্থান কোপা আমেরিকা ও লাতিন আমেরিকার ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা কনমেবলের বিরুদ্ধে।

২০২০ সালের কোপা হতে যাচ্ছে এ বছর। দিনকয়েক পর শুরু হতে যাওয়া এই প্রতিযোগিতার মূল আয়োজক ছিল আর্জেন্টিনা ও কলম্বিয়া। কিন্তু সরকারবিরোধী আন্দোলনে কলম্বিয়া সরে দাঁড়ানোর পর আর্জেন্টিনার নাম কাটা পড়ে করোনাভাইরাসের কারণে। নতুন করে ব্রাজিলের নাম ঘোষণা করা হলেও সেখানে দেশটির খেলোয়াড়দের বিরুদ্ধ অবস্থান কোপা আয়োজন হুমকির মুখে ফেলে দেয়।

শুরুতে জানা যায়, ইউরোপভিত্তিক খেলোয়াড়রা কোপা বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন। পরবর্তীতে জানা যায়, শুধু ইউরোপ নয়, ব্রাজিল দলের সবাই কোপার বিরুদ্ধে। ব্রাজিলে প্রতিদিন হাজারো মানুষের করোনায় প্রাণ হারানো এবং প্রায় লাখের কাছাকাছি আক্রান্ত হওয়ার পরও দেশটি কীভাবে কোপা আয়োজনের সিদ্ধান্ত নেয়, এটাই ছিল নেইমার-কাসেমিরোদের প্রশ্ন।

ফলে কোপা আমেরিকায় ব্রাজিল খেলবে কিনা, তা নিয়ে সংশয় জন্মে। যদিও সব সংশয় কেটে গেছে। কোপার সংগঠন কনমেবলকে ধুয়ে দিয়ে ব্রাজিলের খেলোয়াড়রা জানিয়েছেন, তারা কখনোই জাতীয় দলের বিরুদ্ধে নন। এক বিবৃতিতে নেইমাররা জানিয়েছেন, ‘মানবিক কিংবা পেশাগত, যে কারণেই হোক, কোপা আমেরিকা আয়োজনে কনমেবল যে পথে এগিয়েছে, আমরা সন্তুষ্ট নই।’ একই সঙ্গে তারা নিশ্চিত করেছেন, ‘আমরা কোপা আমেরিকার সংগঠনের বিরুদ্ধে, তবে আমরা কখনোই বলিনি ব্রাজিল জাতীয় দলে খেলবো না।’

ব্রাজিলের আগে আর্জেন্টিনা ও উরুগুয়েও তাদের অবস্থান থেকে সরে আসায় ১৪ জুন থেকে কোপা আমেরিকা শুরু হতে আর কোনও বাধা থাকলো না। উদ্বোধনী দিনে ব্রাজিল মুখোমুখি হবে ভেনেজুয়েলার।

/কেআর/
সম্পর্কিত
কোপা আমেরিকাতেও আর্জেন্টিনার কোচ থাকছেন স্ক্যালোনি
কোপা আমেরিকাআর্জেন্টিনার গ্রুপে পুরোনো শত্রু
কোপা আমেরিকার ভেন্যু চূড়ান্ত
সর্বশেষ খবর
এ জে মোহাম্মদ আলীর সম্মানে বন্ধ থাকবে সুপ্রিম কোর্টের বিচারকাজ
এ জে মোহাম্মদ আলীর সম্মানে বন্ধ থাকবে সুপ্রিম কোর্টের বিচারকাজ
শিশুর ত্বকের যত্নে বাজারে এলো ‘সিওডিল বেবি ক্রিম’
শিশুর ত্বকের যত্নে বাজারে এলো ‘সিওডিল বেবি ক্রিম’
এই গরমে ক্রিকেট খেলা অমানবিক: সাকিব
এই গরমে ক্রিকেট খেলা অমানবিক: সাকিব
সুন্দরবনের আগুন নেভাতে যোগ দিয়েছে নৌ ও বিমান বাহিনী
সুন্দরবনের আগুন নেভাতে যোগ দিয়েছে নৌ ও বিমান বাহিনী
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি