X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

যে কারণে বার্সেলোনাকে বেছে নিয়েছেন কুন্দে

স্পোর্টস ডেস্ক
২৯ জুলাই ২০২২, ১৫:১০আপডেট : ২৯ জুলাই ২০২২, ১৫:২১

দেনায় জর্জরিত বার্সেলোনা। তারপরও এবারের গ্রীষ্মের দলবদলে সবচেয়ে সক্রিয় তারাই। একের পর এক খেলোয়াড় দলে ভেড়াচ্ছে কাতালানরা। সবশেষ যোগ করা হয়েছে ‍জুলেস কুন্দেকে। সেভিয়া থেকে এই ফরাসি ডিফেন্ডারকে মোটা অঙ্কে কিনেছে বার্সেলোনা। যদিও তাকে পাওয়ার দৌড়ে চেলসি এগিয়ে ছিল। ট্রান্সফারের অঙ্কটাও বেশি ছিল ইংলিশ ক্লাবটির। তারপরও কেন বার্সেলোনাকে বেছে নিলেন, প্রথম সাক্ষাৎকারে সেটি জানিয়েছেন ২৩ বছর বয়সী ডিফেন্ডার।

চলমান দলবদলে পঞ্চম খেলোয়াড় হিসেবে কুন্দেকে দলে ভিড়িয়েছে বার্সেলোনা। যদিও এই ডিফেন্ডারের পাওয়ার দৌড়ে সবার আগে ছিল চেলসি। ইংলিশ মিডিয়ায় শোনা যাচ্ছিল, চেলসিতেই যাচ্ছেন কুন্দে। কিন্তু হঠাৎই দৃশ্যপটে হাজির হয় কাতালানরা। কয়েক সপ্তাহের ‘লড়াইয়ে’ শেষ পর্যন্ত জয়ী তারাই। বৃহস্পতিবার সেভিয়া থেকে ফরাসি ডিফেন্ডারকে দলে আনার ঘোষণা দিয়েছে বার্সা।

ইউরোপিয়ান মিডিয়ায় যা খবর, তাতে কুন্দেকে চেলসির সামনে থেকে ছোঁ মেরে নিয়ে গেছে বার্সেলোনা। ব্রিটিশ দৈনিক ডেইলি মেইলের খবর ছিল, কুন্দের জন্য সেভিয়াকে ৫৫ মিলিয়ন পাউন্ড দিতে রাজি ছিল চেলসি। যদিও বার্সেলোনা এই অঙ্কের অনেক কমে পেয়ে গেছে তরুণ ডিফেন্ডারকে। বিবিসি জানাচ্ছে, ফরাসি তারকাকে দলে ভেড়াতে বার্সেলোনার খরচ ৪১.৮৫ মিলিয়ন পাউন্ড।

এখন প্রশ্ন হচ্ছে, কম অর্থেও কেন বার্সেলোনাকে বেছে নিলেন কুন্দে? ন্যু ক্যাম্পে যোগ দেওয়ার পর প্রথম সাক্ষাৎকারেই সেটি স্পষ্ট করেছেন ফরাসি ডিফেন্ডার। মূলত কোচ জাভির কারণেই তার বার্সেলোনায় আসা। কুন্দের বক্তব্য, ‘এখানে আসার অন্যতম বড় কারণ জাভি। তার সঙ্গে আমার বিভিন্ন সময় কথা হয়েছে এবং যেভাবে তিনি কথা বলেছেন, আমার খুব ভালো লেগেছে। আমাদের মধ্যে বেশ কিছু কথা-বার্তা হয়েছে, ফুটবল নিয়ে আমাদের দুজনের দৃষ্টিভঙ্গি একই।’

সেভিয়ায় তিন বছর কাটিয়ে বার্সেলোনায় নাম লিখিয়েছেন কুন্দে। নতুন ক্লাবে লক্ষ্য তার সাফল্য, ‘এখন কথা হচ্ছে দলের বিষয় নিয়ে। এখানে আমি এসেছি সম্ভাব্য সব শিরোপা জেতার লক্ষ্য নিয়ে।’

/কেআর/
সম্পর্কিত
নতুন কোচের অধীনে থাকা নাপোলিকে নিয়ে সতর্ক জাভি 
লেভানডোভস্কির পেনাল্টিতে স্বস্তির জয় বার্সার 
বার্সা হার এড়ালেও জাভির আফসোস
সর্বশেষ খবর
বাড়তি ফসল মিষ্টিকুমড়ায় কৃষকের মুখে হাসি
বাড়তি ফসল মিষ্টিকুমড়ায় কৃষকের মুখে হাসি
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!