X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

কিংসলেরা এবার গোল পাবেন?

তানজীম আহমেদ, সিলেট থেকে
২৭ মার্চ ২০২৩, ১৯:৫৬আপডেট : ২৮ মার্চ ২০২৩, ১৫:৩৩

ফুরফুরে মেজাজে থাকা বাংলাদেশ তৈরি হচ্ছে পরের ম্যাচের জন্য। এমনিতে দলের বন্ধন খারাপ নয়। এই তো মিডফিল্ডার সোহেল রানার জন্মদিনে মাঠেই উৎসব সেরে নিয়েছেন সতীর্থরা। অনুশীলনে কম সিরিয়াস নয় সবাই। আগের ম্যাচে সেশেলসের বিপক্ষে অন টার্গেট ছিল হাতেগোনা। কিন্তু তা থেকে গোল করতে পারেননি আক্রমণভাগে থাকা কিংসলে কিংবা অন্যরা। বরং একমাত্র জয়সূচক গোল এসেছে প্রতিপক্ষের এক ডিফেন্ডারের ভুল থেকে! মঙ্গলবারের দ্বিতীয় ম্যাচটিতে তাই ফরোয়ার্ডদের ওপর চাপ বাড়ছেই।

বাংলাদেশ দলে সবশেষ ফরোয়ার্ডদের পায়ে গোল ছিল গত বছরের সেপ্টেম্বরে। নেপালের বিপক্ষে ৩-১ গোলে হারা ম্যাচে গোলটি করেন সাজ্জাদ হোসন। এছাড়া সপ্তাহ আগে কম্বোডিয়ার বিপক্ষে জয়সূচক গোল পান রাকিব হোসেন। এবার সিলেটে এসে যেন ফরোয়ার্ডরা গোল করতে ভুলে গেছেন! সাজ্জাদ সেশেলসের বিপক্ষে  দলে নেই। রাকিব যদিও বলছেন, ‘আসলে মাঠটা একটু কঠিন ছিল। তার ওপর অনেক দিন পর জাতীয় দলের হয়ে খেলতে নামার কারণে পারফরম্যান্স সেভাবে দেখানো যায়নি। এই মাঠে উপরে খেলে আবার নিচে নেমে রক্ষণ সামলানো আসলেই কঠিন। তবে আমরা চেষ্টার কোনও ত্রুটি করিনি।’

কিংসলেরা এবার গোল পাবেন?

দ্বিতীয় ম্যাচের আগে নিজেদের প্রস্তুতিটা আরও জম্পেশ হচ্ছে বলে দিলেন বসুন্ধরা কিংসের এই উইংগার, দিলেন প্রতিশ্রুতি, ‘দেখবেন পরের ম্যাচে আমাদের খেলা আরও ভালো হবে। অন্তত দলের মধ্যে সমন্বয়টা বাড়বে। আর গোল করার চেষ্টা তো থাকবেই। ওদের রক্ষণভাগ ভেদ করে গোল করার দিকে দৃষ্টি থাকবে।’

লাল-সবুজ দলে অন্যতম স্ট্রাইকার সুমন রেজা। ২০ ম্যাচে গোল তার একটি। ২৭ বছর বয়সী এই ফুটবলার গোলের জন্য ক্ষুধার্ত, ‘একটি গোল দরকার। গোল করতে পারলে আত্মবিশ্বাস বাড়বে। তবে আমি মনে করি, আমাদের চ্যালেঞ্জ বাড়ছে। ডিফেন্ডাররা গোল করলে স্বাভাবিকভাবেই আমরা চাপে পড়ে যাই। কারণ আমাদের কাছে সবাই গোলের প্রত্যাশা করে।’

কিংসলেরা এবার গোল পাবেন?

সেশেলস ম্যাচে অভিষেক হয়েছে নাইজেরিয়ান বংশোদ্ভুত স্ট্রাইকার এলিটা কিংসলের। তবে অভিষেক ম্যাচে দুটো ভালো সুযোগ পেয়েও গোলের খাতা খুলতে পারেননি। দ্বিতীয় ম্যাচে ঠিকই লক্ষ্যভেদ করার দৃষ্টি তার, ‘বাংলাদেশের হয়ে খেলতে পারাটা অনেক আনন্দের। প্রথম ম্যাচে গোল পেতে পারলে ভালো লাগতো। কিন্তু তা হয়নি। কিছুটা নার্ভাস ছিলাম। বলও পায়ে ঠিকমতো আসছিল না। এবার নার্ভাসনেস কাটিয়ে গোল করার আপ্রাণ চেষ্টা থাকবে। আশা করছি এবার সমর্থকদের মন জয় করতে পারবো।’

কিংসলে-রাকিব-সুমন-আমিনুররা গোল পেলে জয়ের পথে অনেক দূর এগিয়ে যাবে বাংলাদেশ। এখন দেখার অপেক্ষা পূর্ব আফ্রিকার ছোট দেশটির সঙ্গে দ্বিতীয় ম্যাচে কাঙ্ক্ষিত ফলের সঙ্গে তাদেরও গোল আসে কি না।

/এফএইচএম/
সম্পর্কিত
আর্জেন্টিনাকে হারিয়ে আলোচনায় আসা সৌদি কোচের পদত্যাগ
১৯৫৪ সালের পর জার্মানিকে হারালো বেলজিয়াম
মেসির মাইলফলকের ম্যাচে কুরাসাওর জালে আর্জেন্টিনার ৭ গোল
সর্বশেষ খবর
কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
থাইল্যান্ডের রাজা-রানির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
থাইল্যান্ডের রাজা-রানির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
আজকের আবহাওয়া: কোন জেলায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোন জেলায় কেমন গরম পড়বে
রাফায় আবারও ব্যাপক হামলা ইসরায়েলের
রাফায় আবারও ব্যাপক হামলা ইসরায়েলের
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ