X
শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩
১৫ অগ্রহায়ণ ১৪৩০

মার্টিনেজের সঙ্গে দেখা হচ্ছে মাশরাফির!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুলাই ২০২৩, ২১:২৭আপডেট : ০২ জুলাই ২০২৩, ২১:২৭

আর্জেন্টিনাকে বিশ্বকাপ ট্রফি এনে দেওয়ার নায়ক এলিমিনিয়ানো মার্টিনেজের সঙ্গে দেখা করার সুযোগ পাচ্ছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ১১ ঘণ্টার সফরে সোমবার (৩ জুলাই) বাংলাদেশে আসছেন আর্জেন্টাইন এই তারকা।

বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি মুর্তজা বড় হয়েছেন ডিয়েগো ম্যারাডোনার খেলা দেখে। আর্জেন্টাইন ফুটবল-ঈশ্বরের পায়ের জাদু তার মন জয় করে নিয়েছিল ছেলেবেলায়। সেই থেকে আকাশি-নীল জার্সিধারীদের হৃদয়ে লালন করে যাচ্ছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। গত কয়েকটি বিশ্বকাপ ধরেই আর্জেন্টিনা নিয়ে আশায় বুক বাঁধেন মাশরাফি। কিন্তু শেষ পর্যন্ত ভগ্ন হৃদয়ে আরও একটি বিশ্বকাপের দিকে তাকিয়ে থাকতে হয়েছে মাশরাফিকে। সর্বশেষ বিশ্বকাপে অবশ্য লিওয়েন মেসি-এলিমিনিয়ানো মার্টিনেজ-ডি মারিয়ায়া হতাশ করেনি বাংলাদেশের সেরা অধিনায়ককে। প্রিয় দলের গোলকিপার মার্টিনেজের সঙ্গে দেখা করার ‍সুযোগ পাচ্ছেন মাশরাফি।

দক্ষিণ এশিয়ার দুই দেশ সফরে আসছেন বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। শুরুতে  সোমবার (৩ জুলাই) সকালে ঢাকায় আসছেন কয়েক ঘণ্টার জন্য। এরপর দুই দিনের সফরে যাবেন কলকাতায়। সেখানে মার্টিনেজের সফর নিয়ে হইচই পড়ে গেলেও ঢাকায় সেই অর্থে কোনও আমেজ তৈরি হয়নি। মূলত বিশ্বকাপজয়ী এই ফুটবলার ঠাসা সূচিতে আসায় সাধারণ দর্শকদের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে না। তাকে উড়িয়ে আনা স্পন্সর প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিরাই কেবল মার্টিনেজের সাক্ষাৎ পাবেন। সেই তালিকায় আছেন মাশরাফি। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা হবে আর্জেন্টাইন এই গোলকিপারে।

বাংলাদেশে তার সফরের স্পন্সর করা প্রতিষ্ঠান ফান্ডেড নেক্সট। মার্টিনেজ ঢাকায় নেমে কয়েক ঘণ্টা বিশ্রাম শেষে প্রগতি সরণিতে ফান্ডেড নেক্সট’র কার্যালয়ে যাবেন। সেখানে ঘণ্টাখানেক সময় দেবেন। তার আগমন উপলক্ষে একটি অনুষ্ঠান রাখা হয়েছে। যেখানে আমন্ত্রিত অতিথি হিসেবে থাকছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এরপর দুপুর ২টায় মার্টিনেজের সঙ্গে সাক্ষাৎ হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। বিকাল ৪টা ৪০ মিনিটের ফ্লাইটে তিনি ঢাকা ছাড়বেন কলকাতার উদ্দেশে।

পুরো বিশ্বকাপজুড়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্বকাপ নিয়ে সরব ছিলেন সাবেক অধিনায়ক ও বর্তমান সংসদ সদস্য মাশরাফি। এজন্য ফান্ডেড নেক্সট প্রতিষ্ঠান থেকেই তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। প্রতিষ্ঠানটি জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়াকেও আমন্ত্রণ জানাতে চেয়েছিল। কিন্তু সাফ ফুটবল খেলার কারণে ভারতে থাকায় তাকে আমন্ত্রণ জানানোর সুযোগ হয়নি। 

ফান্ডেড নেক্সট ভেঞ্চারের সিইও সৈয়দ আব্দুল্লাহ জায়েদ এবং চিফ স্ট্র্যাটেজিক অফিসার সৈয়দ আব্দুল্লাহ গালিব অনির্ধারিত সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমাদের ইচ্ছে ছিল মার্টিনেজকে নিয়ে একটি পাবলিক অনুষ্ঠান করার। তিনি ২৬ জুন কনফার্ম করেছেন। ঈদের ছুটি এবং তিনি খুবই কম সময় ঢাকায় থাকবেন, ফলে সেই অনুষ্ঠান সম্ভব হচ্ছে না।’

তিনি আরও যোগ করে বলেছেন, ‘আমরা আইটি কোম্পানি তাই আইসিটি প্রতিমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছি। মাশরাফি আর্জেন্টিনার সমর্থক। তিনি তরুণ সমাজের আইকন সে হিসেবে তাকে আমন্ত্রণ দেওয়া হয়েছে। বাংলাদেশ ফুটবল দল ভারতে, তারা আগামীকাল আসবে। ফুটবলাররা দেশে থাকলে আমরা অবশ্যই কয়েকজনকে দাওয়াত দিতাম।’

 

/আরআই/এপিএইচ/
সম্পর্কিত
গণভবনে মাশরাফি-সাকিব
চোট নিয়ে বছর শেষ মেসির
ব্রাজিলকে হারানো ‘ঐতিহাসিক’ অর্জন মনে করেন মেসি
সর্বশেষ খবর
কুড়িগ্রামের চার আসনে ৩৯ প্রার্থী, ১৩ জন স্বতন্ত্র
কুড়িগ্রামের চার আসনে ৩৯ প্রার্থী, ১৩ জন স্বতন্ত্র
এবার ‘টাইমড আউটের’ শিকার জাপা প্রার্থী
এবার ‘টাইমড আউটের’ শিকার জাপা প্রার্থী
ঋণখেলাপি প্রার্থীদের পেছনে ব্যাংকগুলোকে লেগে থাকার নির্দেশ
ঋণখেলাপি প্রার্থীদের পেছনে ব্যাংকগুলোকে লেগে থাকার নির্দেশ
বিএনপিকে ছাড়াই চললো নির্বাচনি ট্রেন
বিএনপিকে ছাড়াই চললো নির্বাচনি ট্রেন
সর্বাধিক পঠিত
সহকর্মীকে গোপনে বিয়ে, প্রথম স্ত্রীর মামলায় প্রভাষক কারাগারে
সহকর্মীকে গোপনে বিয়ে, প্রথম স্ত্রীর মামলায় প্রভাষক কারাগারে
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন প্রতিমন্ত্রী ও তার ছেলে
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন প্রতিমন্ত্রী ও তার ছেলে
আজকের আবহাওয়া: সুস্পষ্ট লঘুচাপের সর্বশেষ আপডেট
আজকের আবহাওয়া: সুস্পষ্ট লঘুচাপের সর্বশেষ আপডেট
পিটার হাস আচরণের সীমা মেনে চলবেন আশা করে সরকার: ওবায়দুল কাদের
পিটার হাস আচরণের সীমা মেনে চলবেন আশা করে সরকার: ওবায়দুল কাদের
পাহাড়ি জনপদে চোখ ধাঁধানো উন্নয়ন, বাড়ছে পর্যটক
পাহাড়ি জনপদে চোখ ধাঁধানো উন্নয়ন, বাড়ছে পর্যটক