X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

‘ইতিহাদ’ জয় করতে পারবে রিয়াল মাদ্রিদ?

স্পোর্টস ডেস্ক
১৭ এপ্রিল ২০২৪, ১২:৩৩আপডেট : ১৭ এপ্রিল ২০২৪, ১২:৩৩

আট দিন পর আজ বুধবার আবারও চ্যাম্পিয়ন্স লিগে হতে যাচ্ছে ম্যানচেস্টার সিটি-রিয়াল মাদ্রিদের জমজমাট এক লড়াই। গতবারের হিসাব করলে এই ম্যাচটা রিয়াল মাদ্রিদের জন্য প্রতিশোধের। কিন্তু কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগটা যে মাঠে হচ্ছে সেটা বিবেচনায় নিলে এমন কিছু ভাবাটা হবে বাড়াবাড়ি!  

বাড়াবাড়িই-তো। সিটির ঘরের মাঠে ইতিহাদের রেকর্ডই বলে সেই কথা। পাঁচবার খেলে সর্বশেষ তিনবারই পরাজয় নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল মাদ্রিদ। অথচ এই ইউরোপ সেরার মঞ্চে রেকর্ড ১৪বারের চ্যাম্পিয়ন তারা। তার পরেও ইতিহাদে জয়ের স্বাদ পাওয়া এখনও বাকি! সর্বশেষবারও এই মাঠে সেমিফাইনালের দ্বিতীয় লেগে ৪-০ গোলে বিধ্বস্ত হয়ে তারা বিদায় নিয়েছে। তার পর তো ফাইনালে ম্যানসিটির ইতিহাস গড়া জয়! এবারও কি এমন কিছু ঘটবে? সিটির মিডফিল্ডার বের্নার্দো সিলভাও অবশ্য আত্মবিশ্বাসী, ‘টানা দ্বিতীয়বার আমরা চ্যাম্পিয়নস লিগ শিরোপা চাই। তাহলে টানা দুইবার দুটি ট্রেবল... যেটা কেউ করতে পারেনি। ফলে নিশ্চিতভাবেই এটা একটা প্রেরণার বিষয়। এটা জেনেও যে ব্যাপারটা খুব খুব কঠিন।’

অবশ্য সুবিধাজনক অবস্থায় থাকার পরেও এবার প্রাণভোমরা আর্লিং হাল্যান্ডকে নিয়ে অনেক সমালোচনায় বিদ্ধ হচ্ছেন তারা। ৩৮ ম্যাচে এই মৌসুমে তার ৩১ গোল অবশ্যই দুর্দান্ত ফর্মের জানান দেয়। কিন্তু মাদ্রিদের অভিজাতদের সঙ্গে শেষ তিনবারের লড়াইয়ে একবারও গোলের দেখা পাননি তিনি। এমনকি সর্বশেষ ২০ ম্যাচে ১৩টিতে ক্লাব ও দেশের হয়ে জাল কাঁপাতে পারেননি। এই অবস্থায় সিটির আশা হাল্যান্ড তার নিন্দুকদের জবাবটা মাঠেই দিক।

স্প্যানিশ রাজধানীতে ৩-৩ গোলে প্রথম লেগ শেষ হওয়ায় দ্বিতীয় লেগটাও যে রোমাঞ্চকর হবে তাতে সন্দেহ নেই। কারণ চ্যাম্পিয়ন্স লিগের আগে দুই দলই ঘরোয়া লিগে ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে। দুই দলই সমান অবস্থাতে থাকায় মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি স্মরণ করিয়ে দিয়েছেন, ভুলের মাত্রা যাদের কম থাকবে তারাই শেষ হাসি হাসবে, ‘আমাদের ওখানে জিততেই হবে। এটা এখন পুরোপুরি উন্মুক্ত। যারা কম ভুল করবে উতরে যাবে।’

ম্যাচটা শুরু হবে রাত ১টায়। একই সময় রাতে অপর কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগ খেলবে বায়ার্ন মিউনিখ ও আর্সেনাল।   

/এফআইআর/
সম্পর্কিত
তুর্কি মিডফিল্ডারের গোলে শিরোপার আরও কাছে রিয়াল মাদ্রিদ
ভুল হলে রিয়াল-বার্সার ম্যাচটি পুনরায় মাঠে গড়ানো উচিত: লাপোর্তা
আনচেলত্তি মনে করেন, বার্সার সম্ভাব্য গোলটি আসলে গোল ছিল না
সর্বশেষ খবর
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
ফোরাম থেকে ব্যারিস্টার খোকনের অব্যাহতির আদেশ প্রত্যাহার
ফোরাম থেকে ব্যারিস্টার খোকনের অব্যাহতির আদেশ প্রত্যাহার
সাবেক মন্ত্রী আবদুল মান্নান সিদ্দিকীর ২৪তম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার
সাবেক মন্ত্রী আবদুল মান্নান সিদ্দিকীর ২৪তম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার
বিক্ষোভকারী শিক্ষার্থীদের সাময়িক বরখাস্ত করেছে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়
বিক্ষোভকারী শিক্ষার্থীদের সাময়িক বরখাস্ত করেছে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়
সর্বাধিক পঠিত
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
ফালুর বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
ফালুর বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন