X
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
৯ বৈশাখ ১৪৩২

‘ইতিহাদ’ জয় করতে পারবে রিয়াল মাদ্রিদ?

স্পোর্টস ডেস্ক
১৭ এপ্রিল ২০২৪, ১২:৩৩আপডেট : ১৭ এপ্রিল ২০২৪, ১২:৩৩

আট দিন পর আজ বুধবার আবারও চ্যাম্পিয়ন্স লিগে হতে যাচ্ছে ম্যানচেস্টার সিটি-রিয়াল মাদ্রিদের জমজমাট এক লড়াই। গতবারের হিসাব করলে এই ম্যাচটা রিয়াল মাদ্রিদের জন্য প্রতিশোধের। কিন্তু কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগটা যে মাঠে হচ্ছে সেটা বিবেচনায় নিলে এমন কিছু ভাবাটা হবে বাড়াবাড়ি!  

বাড়াবাড়িই-তো। সিটির ঘরের মাঠে ইতিহাদের রেকর্ডই বলে সেই কথা। পাঁচবার খেলে সর্বশেষ তিনবারই পরাজয় নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল মাদ্রিদ। অথচ এই ইউরোপ সেরার মঞ্চে রেকর্ড ১৪বারের চ্যাম্পিয়ন তারা। তার পরেও ইতিহাদে জয়ের স্বাদ পাওয়া এখনও বাকি! সর্বশেষবারও এই মাঠে সেমিফাইনালের দ্বিতীয় লেগে ৪-০ গোলে বিধ্বস্ত হয়ে তারা বিদায় নিয়েছে। তার পর তো ফাইনালে ম্যানসিটির ইতিহাস গড়া জয়! এবারও কি এমন কিছু ঘটবে? সিটির মিডফিল্ডার বের্নার্দো সিলভাও অবশ্য আত্মবিশ্বাসী, ‘টানা দ্বিতীয়বার আমরা চ্যাম্পিয়নস লিগ শিরোপা চাই। তাহলে টানা দুইবার দুটি ট্রেবল... যেটা কেউ করতে পারেনি। ফলে নিশ্চিতভাবেই এটা একটা প্রেরণার বিষয়। এটা জেনেও যে ব্যাপারটা খুব খুব কঠিন।’

অবশ্য সুবিধাজনক অবস্থায় থাকার পরেও এবার প্রাণভোমরা আর্লিং হাল্যান্ডকে নিয়ে অনেক সমালোচনায় বিদ্ধ হচ্ছেন তারা। ৩৮ ম্যাচে এই মৌসুমে তার ৩১ গোল অবশ্যই দুর্দান্ত ফর্মের জানান দেয়। কিন্তু মাদ্রিদের অভিজাতদের সঙ্গে শেষ তিনবারের লড়াইয়ে একবারও গোলের দেখা পাননি তিনি। এমনকি সর্বশেষ ২০ ম্যাচে ১৩টিতে ক্লাব ও দেশের হয়ে জাল কাঁপাতে পারেননি। এই অবস্থায় সিটির আশা হাল্যান্ড তার নিন্দুকদের জবাবটা মাঠেই দিক।

স্প্যানিশ রাজধানীতে ৩-৩ গোলে প্রথম লেগ শেষ হওয়ায় দ্বিতীয় লেগটাও যে রোমাঞ্চকর হবে তাতে সন্দেহ নেই। কারণ চ্যাম্পিয়ন্স লিগের আগে দুই দলই ঘরোয়া লিগে ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে। দুই দলই সমান অবস্থাতে থাকায় মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি স্মরণ করিয়ে দিয়েছেন, ভুলের মাত্রা যাদের কম থাকবে তারাই শেষ হাসি হাসবে, ‘আমাদের ওখানে জিততেই হবে। এটা এখন পুরোপুরি উন্মুক্ত। যারা কম ভুল করবে উতরে যাবে।’

ম্যাচটা শুরু হবে রাত ১টায়। একই সময় রাতে অপর কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগ খেলবে বায়ার্ন মিউনিখ ও আর্সেনাল।   

/এফআইআর/
সম্পর্কিত
রিয়ালের ঘুরে দাঁড়ানো মানসিকতার প্রশংসা আনচেলত্তির
রাইস জানতেন রিয়ালকে হারাতে পারবে আর্সেনাল
ক্লাব চাইলে কোচ বদলের সিদ্ধান্ত নিতে পারে: আনচেলত্তি
সর্বশেষ খবর
ওলমোর গোলে ৭ পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে বার্সা
ওলমোর গোলে ৭ পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে বার্সা
বিড়ালসহ বিপন্ন বন্যপ্রাণী সংরক্ষণে সচেতনতামূলক বিশেষ ভ্যান চালু
বিড়ালসহ বিপন্ন বন্যপ্রাণী সংরক্ষণে সচেতনতামূলক বিশেষ ভ্যান চালু
আ.লীগ হত্যাকারী সংগঠন, আমরা তাদের ফিরতে দেবো না
এনসিপির বিক্ষোভআ.লীগ হত্যাকারী সংগঠন, আমরা তাদের ফিরতে দেবো না
কুয়েট শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে বাগছাসের আমরণ অনশন
কুয়েট শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে বাগছাসের আমরণ অনশন
সর্বাধিক পঠিত
মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগে মহাখালী-সাতরাস্তা সড়ক অবরোধ
মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগে মহাখালী-সাতরাস্তা সড়ক অবরোধ
ভবদহ সমস্যা সমাধানে তিন নদী খনন করবে সেনাবাহিনী: রিজওয়ানা হাসান
ভবদহ সমস্যা সমাধানে তিন নদী খনন করবে সেনাবাহিনী: রিজওয়ানা হাসান
বাংলাদেশ থেকে ৭২৫ জন সৈন্য নেবে কাতার: প্রেস সচিব 
বাংলাদেশ থেকে ৭২৫ জন সৈন্য নেবে কাতার: প্রেস সচিব 
‘৩ মাসের জন্য এসেছিলাম, হয়ে গেছে ২৫ বছর’
‘৩ মাসের জন্য এসেছিলাম, হয়ে গেছে ২৫ বছর’
শাহজালালে শুল্ক ফাঁকি দেওয়ার চেষ্টা দেশি-বিদেশি যাত্রীদের
ছয় মাসে ১৪২৪ মোবাইল জব্দশাহজালালে শুল্ক ফাঁকি দেওয়ার চেষ্টা দেশি-বিদেশি যাত্রীদের