২০২০ সালের আগস্টে চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলে বিধ্বস্ত হয়েছিল বার্সেলোনা। সেই দিন জার্মান ক্লাবের ডাগআউটে থাকা হ্যান্সি ফ্লিকের সঙ্গে চুক্তি করে ফেলেছে, এমন খবর জানিয়েছেন ফুটবলারদের দলবদল নিয়ে কাজ করা ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো।
শুক্রবার জাভি হার্নান্দেজকে বরখাস্তের কথা এক বিবৃতিতে জানায় বার্সেলোনা। ঘণ্টাখানেক পর রোমানো সোশ্যাল মিডিয়ায় জানান, কাতালানদের নতুন কোচ হচ্ছেন ফ্লিক। দুই পক্ষের মধ্যে সমঝোতা চূড়ান্ত হয়েছে।
চুক্তিও সম্পন্ন হয়ে গেছে। দুই বছরের জন্য বার্সার সঙ্গে চুক্তি করেছেন ফ্লিক, ২০২৬ সালের জুন পর্যন্ত। দুজন জার্মান সহকারীকে সাপোর্ট স্টাফ হিসেবে আনবেন তিনি।