X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

কঠিন সময়ে ব্রাজিলিয়ান সমর্থকদের পাশে চাইছেন এন্দ্রিক 

স্পোর্টস ডেস্ক
০৭ জুলাই ২০২৪, ১২:০৩আপডেট : ০৭ জুলাই ২০২৪, ১২:০৩

মাঠের লড়াইয়ের চেয়ে ব্রাজিল-উরুগুয়ে ম্যাচে শরীরী ঝাঁজটাই ছিল বেশি। তার পরেও দ্বিতীয়ার্ধে ১০ জনের দল নিয়ে খেলা উরুগুয়ের বিপক্ষে একজন বেশি নিয়ে খেলার সুবিধাটা কাজে লাগাতে পারেনি ব্রাজিল। তাতে বড় টুর্নামেন্টে টানা দ্বিতীয়বার কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে তারা বিদায় নিয়েছে। সর্বশেষ কাতার বিশ্বকাপেও শেষ আটে শুটআউটে ক্রোয়েশিয়ার কাছে হেরেছে। কোপা আমেরিকা থেকে বিদায়ের পর কঠিন সময়ে ব্রাজিলিয়ান সমর্থকদের পাশে চাইছেন ভিনিসিয়ুসের জায়গায় খেলা এন্দ্রিক।

উরুগুয়ের কড়া চ্যালেঞ্জের মুখে পড়েন এন্দ্রিক। কার্ড নিষেধাজ্ঞায় ব্রাজিলের প্রাণভোমরা ভিনিসিয়ুস জুনিয়র কোয়ার্টার ফাইনালে খেলতে পারেননি। স্ট্যান্ডে বসে দর্শকের ভূমিকায় খেলা দেখেছেন। তার জায়গায় দলে সুযোগ পাওয়া এন্দ্রিকের জন্য ম্যাচটা ছিল কঠিন পরীক্ষার। শরীর নির্ভর ফুটবলে ১৭ বছর বয়সী কিশোরকে কড়া চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে। হাইপ্রেসিং ফুটবল খেলা উরুগুয়ে তাকে দাঁড়িয়ে শ্বাসটাও নিতে দেয়নি। একবার তো তাকে মাটিতেই ফেলে দেন আরাউহো। যে ঘটনা নিয়ে ব্রাজিল অধিনায়ক রাফিনহা উরুগুয়ের সেন্টার ব্যাকের সঙ্গে ধাক্কাধাক্কিতেও জড়িয়েছেন! তার পরেও একজন কম নিয়ে খেলা উরুগুয়েকে বিপদে ফেলতে পারেনি তারা। হতাশার হারের পর এন্দ্রিক তাই স্বদেশী ভক্তদের পাশে চাইছেন, ‘আমরা জানি এখন কঠিন সময়। কিন্তু আমরা ব্রাজিলিয়ান সমর্থকদের সমর্থনের আশা রাখি।’

পুরো টুর্নামেন্টে ব্রাজিলের নৈপুণ্য আহামরি ছিল না। গ্রুপ পর্বে একটি ম্যাচ জিতলেও ড্র ছিল দুটি। গ্রুপ পর্বে গোলের খোঁজে থাকা সেলেসাওদের কোয়ার্টার ফাইনালেও সংগ্রাম করতে হয়েছে। আরেকটি ব্যর্থতা সঙ্গী হওয়ায় ব্রাজিলের মনোযোগ এখন বিশ্বকাপ বাছাইয়ে। এন্দ্রিকের কথায়, ‘আমরা ব্রাজিলকে সর্বোচ্চ পর্যায়ে নিতে চেয়েছি। এখন আমরা নিজেদের কাজটা চালিয়ে নিতে চাই। বিশ্বকাপ বাছাইয়ের জন্য প্রস্তুত হতে চাই।’

 

/এফআইআর/
সম্পর্কিত
ভিনিসিয়ুসের গোলে আনচেলত্তির ব্রাজিল বিশ্বকাপে
আনচেলত্তির অভিষেকে জয় পায়নি ব্রাজিল
ব্রাজিল দলে ভিনিসিয়ুসের সেরাটা চান আনচেলত্তি
সর্বশেষ খবর
রাজশাহী মহাসড়কে ফেলা হচ্ছে বর্জ্য, তৈরি হচ্ছে পরিবেশ ও স্বাস্থ্যঝুঁকি
রাজশাহী মহাসড়কে ফেলা হচ্ছে বর্জ্য, তৈরি হচ্ছে পরিবেশ ও স্বাস্থ্যঝুঁকি
কেমন কেটেছিল ডিবি হেফাজতে সাত সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে সাত সমন্বয়কের সাত দিন
পঞ্চপাণ্ডবহীন এক নতুন শুরু, মিরাজের নেতৃত্বে ওয়ানডে যাত্রা
পঞ্চপাণ্ডবহীন এক নতুন শুরু, মিরাজের নেতৃত্বে ওয়ানডে যাত্রা
চট্টগ্রাম কাস্টম কমিশনার জাকির হোসেন সাময়িক বরখাস্ত
‘শাটডাউন’ কর্মসূচির জেরচট্টগ্রাম কাস্টম কমিশনার জাকির হোসেন সাময়িক বরখাস্ত
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল