X
সোমবার, ০৫ মে ২০২৫
২২ বৈশাখ ১৪৩২

আর্জেন্টিনা খেলোয়াড়দের বর্ণবাদী আচরণের তদন্ত শুরু করেছে ফিফা

স্পোর্টস ডেস্ক
১৮ জুলাই ২০২৪, ১০:০০আপডেট : ১৮ জুলাই ২০২৪, ১০:৫৮

ফ্রান্সের খেলোয়াড়দের উদ্দেশ্য করে আর্জেন্টিনার খেলোয়াড়দের গাওয়া বর্ণবাদী গানের বিষয়টিতে তদন্ত শুরু করেছে ফিফা। 

ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন, ‘স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে ভিডিও সম্পর্কে ফিফা অবগত এবং ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘খেলোয়াড়, ভক্ত কিংবা অফিশিয়াল দ্বারা যে কোনও ধরনের বৈষম্যে ফিফা তীব্র নিন্দা জানায়।’

আর্জেন্টিনার কোপা আমেরিকা জয়ের পরই ঘটেছিল এমন ঘটনা। কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জয়ের পর টিম বাসে আর্জেন্টাইন খেলোয়াড়রা একটি গান গাইছিলেন। যা ছিল ফ্রান্স দলের আফ্রিকান বংশোদ্ভুত খেলোয়াড়দের নিয়ে। ওই সময় এই গানের ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেস। যা প্রচুর ভিউ পেয়েছে প্ল্যাটফর্ম এক্সে। ফ্রান্স ফুটবল ফেডারেশনের মতে, যা ছিল ভীষণ বর্ণবাদী ও বৈষম্যমূলক। ফার্নান্দেস অবশ্য এই গানের জন্য ক্ষমা চেয়ে পোস্টও করেছেন। এই গানের ভাষা ছিল এমন, ‘তারা ফরাসি পাসপোর্টধারী। কিন্তু মা নাইজেরিয়ান, বাবা ক্যামেরুনিয়ান।’  

তার পরই ফরাসি ফুটবল সংস্থা বিষয়টি নিয়ে ফিফায় অভিযোগ জানানোর কথা জানায়। যার পদক্ষেপ নিয়েছে ফিফা। 

একই ধরনের গান অবশ্য এবারই গাওয়া হয়নি। আর্জেন্টিনা কাতার বিশ্বকাপে ফাইনালে ফ্রান্সের মুখোমুখি হওয়ার আগে এই ধরনের গান গেয়েছিলেন কিছু আর্জেন্টাইন দর্শক।  

আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো অবশ্য ঘটনার জন্য ক্ষমা চেয়ে ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন। তিনি বলেছেন, ‘জাতীয় দলের উদযাপনের সময় ইনস্টাগ্রামে দেওয়া আমার ওই ভিডিওটির জন্য ক্ষমা প্রার্থী। ওই গানে ভীষণ অপমানজনক ভাষা রয়েছে। যার কোনও অজুহাত নেই। সব ধরনের বৈষম্যের বিপক্ষেই আমার অবস্থান। কোপা আমেরিকা উদযাপনের উন্মাদনায় পড়ে এমনটা ঘটায় ক্ষমা চাচ্ছি। এই ভিডিও, সেই মুহূর্ত এবং তার শব্দগুলো মোটেও আমার বিশ্বাস কিংবা চরিত্রকে ফুটিয়ে তোলে না। আমি সত্যিই তার জন্য দুঃখিত।’ ক্ষমা চাওয়ার পরেও অবশ্য এনজোর বিরুদ্ধে অভ্যন্তরীণ ডিসিপ্লিনারি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে তার ক্লাব চেলসি। 

 

/এফআইআর/
সম্পর্কিত
গোল খরা কাটিয়েছেন মেসি, জয়ে ফিরেছে মায়ামিও
ঘরের মাঠেও হেরে সেমিফাইনাল থেকে মেসিদের বিদায়
বিশ্বকাপে খেলবেন মেসি, যদি...
সর্বশেষ খবর
বিয়াম মডেল স্কুল ও কলেজের আট শিক্ষকের বিরুদ্ধে অভিভাবকের মামলা
বিয়াম মডেল স্কুল ও কলেজের আট শিক্ষকের বিরুদ্ধে অভিভাবকের মামলা
ফ্যাসিবাদের পক্ষে সম্মতি উৎপাদন না করতে গণমাধ্যমের প্রতি তথ্য উপদেষ্টার আহ্বান
ফ্যাসিবাদের পক্ষে সম্মতি উৎপাদন না করতে গণমাধ্যমের প্রতি তথ্য উপদেষ্টার আহ্বান
বেইলি রোডে রেস্টুরেন্টে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
বেইলি রোডে রেস্টুরেন্টে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
এপ্রিল মাসে সামান্য কমেছে মূল্যস্ফীতি
এপ্রিল মাসে সামান্য কমেছে মূল্যস্ফীতি
সর্বাধিক পঠিত
এবার আড়াই হাজার ভোট পাওয়া আরিফুরকে মেয়র ঘোষণা করলেন আদালত
এবার আড়াই হাজার ভোট পাওয়া আরিফুরকে মেয়র ঘোষণা করলেন আদালত
ইসলামি ব্যাংকগুলো একীভূত করার প্রস্তাব: সমাধান নাকি নতুন সংকট?
ইসলামি ব্যাংকগুলো একীভূত করার প্রস্তাব: সমাধান নাকি নতুন সংকট?
ঝকঝকে ত্বক পেতে যেভাবে ব্যবহার করবেন চিয়া সিড
ঝকঝকে ত্বক পেতে যেভাবে ব্যবহার করবেন চিয়া সিড
ব্যারিস্টার রাজ্জাকের জানাজা পড়ালেন ছেলে, প্রিয় আইনাঙ্গন থেকে শেষ বিদায়
ব্যারিস্টার রাজ্জাকের জানাজা পড়ালেন ছেলে, প্রিয় আইনাঙ্গন থেকে শেষ বিদায়
বিদেশে পড়াশোনা ও চিকিৎসা খরচ পাঠানো সহজ হলো
বিদেশে পড়াশোনা ও চিকিৎসা খরচ পাঠানো সহজ হলো