X
বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫
২৪ বৈশাখ ১৪৩২

ম্যারাডোনার সাবেক দেহরক্ষী গ্রেফতার 

স্পোর্টস ডেস্ক
২৭ মার্চ ২০২৫, ১৮:৪৬আপডেট : ২৭ মার্চ ২০২৫, ১৯:১৮

২০২০ সালে মারা গেছেন ডিয়েগো ম্যারাডোনা। তার চিকিৎসায় অবহেলার অভিযোগে সাত জনের বিরুদ্ধে বিচারকার্য চলমান। ঠিক তখনই আর্জেন্টাইন কিংবদন্তির সাবেক দেহরক্ষীকে মঙ্গলবার গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। দেহরক্ষীর বিরুদ্ধে অভিযোগ, ওই সাত স্বাস্থ্যকর্মীর বিচার চলাকালে মিথ্যা সাক্ষ্য দিয়েছেন তিনি! 

বুয়েনস এইরেসের সান ইসিদ্রো আদালতে বিচারকরা প্রসিকিউশনের দাবি মেনে নেওয়ার পর জুলিও কোরিয়াকে হাতকড়া পরিয়ে আদালত কক্ষ থেকে বের করে নেওয়া হয়।

প্রমাণ অনুযায়ী, ম্যারাডোনা যেখানে মারা যান, কোরিয়া সেই বাড়িতে উপস্থিত ছিলেন। প্রসিকিউটরদের মতে, কোরিয়া ম্যারাডোনাকে বাঁচানোর জন্য মুখ দিয়ে শ্বাস-প্রদানের চেষ্টা করেছিলেন।

মামলার অন্যতম অভিযোগকারী, ম্যারাডোনার পাঁচ সন্তানের একজন জানা আদালতে বলেন, তিনি এবং তার বোন জিয়ান্না মৃত্যুর এক সপ্তাহ আগে বাবাকে দেখতে গিয়েছিলেন, কিন্তু তখন তার মেজাজ খুব একটা ভালো ছিল না। 

তিনি আরও জানান, অভিযুক্তদের অন্যতম ম্যারাডোনার মনোবিদ তাদের পরামর্শ দিয়েছিলেন অপেক্ষা করতে। ম্যারাডোনা নিজে পরিবারের সঙ্গে দেখা করতে চাইলে যেন দেখা করেন তারা।

জানা আরও জানান, সেদিন তার বাবাকে যথেষ্ট ফোলা লাগছিল এবং অন্যান্য সাক্ষীর মতো তিনিও উল্লেখ করেন বাড়িতে কোনও চিকিৎসা সরঞ্জাম ছিল না।

মস্তিষ্কে রক্ত জমাট বাঁধায় অস্ত্রোপচার করতে হয় ম্যারাডোনার। সেখান থেকে বাড়িতে সুস্থ হওয়ার প্রক্রিয়ার মধ্যেই তিনি ২০২০ সালের ২৫ নভেম্বর মারা যান। তার আগে বহু বছর কোকেন ও অ্যালকোহল আসক্তির জন্য লড়াই করেছেন তিনি।   

প্রাথমিকভাবে জানা যায়, ম্যারাডোনা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এবং ফুসফুসে অতিরিক্ত তরল জমা হয়ে মারা গেছেন। কোরিয়া তাকে বাঁচানোর চেষ্টা করেন, যতক্ষণ না চিকিৎসকরা এসে তাকে মৃত ঘোষণা করেন। কিন্তু কোরিয়া আদালতে দাবি করেন যে তিনি ম্যারাডোনার ব্যক্তিগত চিকিৎসক লিওপোলডো লুকের (অভিযুক্তদের একজন) সঙ্গে কথা বলেননি। অথচ তদন্তে উঠে এসেছে, ম্যারাডোনার মৃত্যুর আগে ও পরে তাদের মধ্যে একাধিক খুদে বার্তা বিনিময় হয়েছে।

প্রসিকিউশন বারবার কোরিয়ার সাক্ষ্য প্রদান থামিয়ে দেন এবং তাকে ‘বিরোধপূর্ণ ও অসম্পূর্ণ’ তথ্য দেওয়ার জন্য অভিযুক্ত করেন। পরে তারা কোরিয়ার গ্রেফতারের আবেদন করেন।

/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
ব্রাজিলের কোচ হওয়ার পথে আনচেলত্তি
মানসিক স্বাস্থ্যের জন্য ফুটবল থেকে দূরে থাকার সিদ্ধান্ত সাবেক ব্রাজিল কোচের 
রিয়ালে কোচ হয়ে ফিরছেন ক্লপ?
সর্বশেষ খবর
বিএনপি নেতার গোডাউন থেকে সরকারি ১১৯ বস্তা চাল উদ্ধার, মামলা করতে অনীহা খাদ্য বিভাগের
বিএনপি নেতার গোডাউন থেকে সরকারি ১১৯ বস্তা চাল উদ্ধার, মামলা করতে অনীহা খাদ্য বিভাগের
আর্সেনালের স্বপ্ন ভেঙে ফাইনালে পিএসজি
চ্যাম্পিয়ন্স লিগআর্সেনালের স্বপ্ন ভেঙে ফাইনালে পিএসজি
পাকিস্তানে হামলা চালিয়ে ভুল করেছে ভারত, হুঁশিয়ারি শাহবাজ শরিফের
পাকিস্তানে হামলা চালিয়ে ভুল করেছে ভারত, হুঁশিয়ারি শাহবাজ শরিফের
পর্যটককে মারধর করে ৪০ হাজার টাকা ছিনতাই, যুবদল নেতা বহিষ্কার
পর্যটককে মারধর করে ৪০ হাজার টাকা ছিনতাই, যুবদল নেতা বহিষ্কার
সর্বাধিক পঠিত
‘তৎক্ষণাৎ হাসপাতালে নিয়েও তাকে বাঁচানো যায়নি’
‘তৎক্ষণাৎ হাসপাতালে নিয়েও তাকে বাঁচানো যায়নি’
ফিরে গেছে কুয়েত ও তার্কিশ এয়ারের ঢাকাগামী ২ ফ্লাইট
পাকিস্তানে ভারতের হামলাফিরে গেছে কুয়েত ও তার্কিশ এয়ারের ঢাকাগামী ২ ফ্লাইট
‘সকালে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় এএসপি পলাশের, দুপুরে অফিসে নিজ মাথায় গুলি’
‘সকালে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় এএসপি পলাশের, দুপুরে অফিসে নিজ মাথায় গুলি’
সার্বভৌমত্ব রক্ষার ডাক আসিফ-হাসনাতের
সার্বভৌমত্ব রক্ষার ডাক আসিফ-হাসনাতের
সিঁদুর অভিযান: ভূপাতিত ভারতীয় বিমানের সংখ্যা নিয়ে ধোঁয়াশা
সিঁদুর অভিযান: ভূপাতিত ভারতীয় বিমানের সংখ্যা নিয়ে ধোঁয়াশা