X
শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩
১৫ আশ্বিন ১৪৩০

দুর্গত এলাকার এক-তৃতীয়াংশ মোবাইল টাওয়ার সচল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুন ২০২২, ২১:৩১আপডেট : ২১ জুন ২০২২, ২১:৩১

সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, হবিগঞ্জ ও মৌলভীবাজারে বন্যায় অচল হয়ে পড়েছিল ৪টি অপারেটরের ৩৬১৭টি টাওয়ারের বেশক’টি। এতে প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে অঞ্চলগুলো। তবে ২০ জুন পর্যন্ত মোবাইল অপারেটরদের প্রচেষ্টায় ১১৪৬টি টাওয়ার সচল করা সম্ভব হয়েছে। বাকিগুলো সচলের চেষ্টা চলছে।

সিলেট, সুনামগঞ্জ নেত্রকোনাসহ সিলেট বিভাগের অন্যান্য এলাকায় আইএসপি অপারেটরদের নেটওয়ার্ক অপারেশন্স সেন্টার, পয়েন্ট অফ প্রেজেন্স (পিওপি)-এর স্থাপনাগুলো বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় সেগুলোতে পোর্টেবল জেনারেটর ব্যবহার করে সচল রাখা হচ্ছে। কিছু পিওপিতে অতিরিক্ত জেনারেটরের ব্যবস্থা করা হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় আইএসপি সার্ভিস সচল রাখার প্রচেষ্টাও চলছে।

এসব এলাকায় ১৫টি আইআইজি অপারেটরের মোট ৪৮ পয়েন্ট অফ প্রেজেন্স-এর বেশিরভাগই চালু আছে। বন্যার কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ায় ইন্টারনেট সংযোগও বাধাগ্রস্ত হয়। যেসব পিওপিতে প্রবেশ করা যাচ্ছে সেগুলো পোর্টেবল জেনারেটর দিয়ে চালু করে রাখা হচ্ছে।

সিলেটের কয়েকটি আইআইজির পিওপিতে ডিজেল জেনারেটরের মাধ্যমে পরিচালনার জন্যে একটি অস্থায়ী প্রাচীর নির্মাণ করা হয়েছে। এসব জেলার কিছু পিওপিতে বিদ্যুৎ নিশ্চিত করার লক্ষ্যে অতিরিক্ত ডিজেলচালিত জেনারেটর ও পোর্টেবল জেনারেটর ভাড়া করা হয়েছে।

এনটিটিএন অপারেটরদের মধ্যে সামিট কমিউনিকেশনস লিমিটেডের ২৬২টি পিওপি’র ১৩৭টি সচল ও ১২৫টি অঞ্চল রয়েছে। অপরদিকে বাহন লিমিটেডের ২৯টি ও ফাইবার অ্যাট হোম লিমিটেডের ছাতকের (সুনামগঞ্জ) পিওআইটি বাদে সবগুলো পিওপি চালু আছে।

সিলেট বিটিসিএল-এর সংযোগ বন্ধ থাকার পর টানা দুদিনের প্রচেষ্টায় ১৯ জুন জেনারেটর কক্ষের পানি পাম্প করে বের করে টেলিটকের জেনারেটর ব্যবহার করে ঢাকার টেলিযোগাযোগ ব্যবস্থা পুনরায় চালু করা সম্ভব হয়।

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বিদ্যুৎ না থাকায় টেলিযোগাযোগ ব্যবস্থা আপাতত বন্ধ রয়েছে। জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলায় অপটিক্যাল ফাইবার ক্ষতিগ্রস্ত হওয়ায় সেখানকার টেলিযোগাযোগও বন্ধ রয়েছে।

সুনামগঞ্জে বিটিসিএল-এর নেটওয়ার্ক ডাউন রয়েছে। অপরদিকে সিলেটের অন্যান্য উপজেলায় টেলিযোগাযোগ চালু আছে। মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলা ছাড়া সবকটি উপজেলা এবং হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলা ছাড়া বাকি সব উপজেলায় টেলিযোগাযোগ ব্যবস্থা চালু আছে।

ছাতক উপজেলার টেলিযোগাযোগ যন্ত্রপাতি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। অপরদিকে জকিগঞ্জ, কানাইঘাট, গোয়াইনঘাটের অপটিক্যাল ফাইবারেরও ব্যাপক ক্ষতি হয়েছে।

মঙ্গলবার সুনামগঞ্জের বিটিসিএলের নেটওয়ার্ক সচল করা সম্ভব হবে বলে আশা করা যাচ্ছে।

শনিবার সুনামগঞ্জে সেনাবাহিনীর কাছে ১২টি ভিস্যাট পাঠানো হয়েছিল। যার মধ্যে হাইটেক পার্ক ক্যাম্পে ১টি, সুনামগঞ্জ ডিসির কার্যালয়ে ১টি এবং সার্কিট হাউজে ১টি করে চালু করা হয়েছে।

গত রবিবার সিলেটে ২৩টি ভিস্যাট পাঠানো হয়েছিল স্থানীয় প্রশাসনের কাছে। বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ১টি ভিস্যাট স্থাপন করা হয়েছে। এছাড়া আরও ২টি ভিস্যাট স্থাপনের কাজ চলছে।

/এইচএএইচ/এফএ/
সম্পর্কিত
থ্রিজি সেবা বন্ধ করছে গ্রামীণফোন
নতুন গেমিং ফোন হেলিও ৮০
গ্রাহকের স্বার্থে এই সিদ্ধান্ত!মোবাইলে থাকছে না ৩ দিনের ইন্টারনেট প্যাকেজ
সর্বশেষ খবর
ইউক্রেনের যে ৪ অঞ্চল পুনর্গঠনের প্রতিশ্রুতি দিলেন পুতিন
ইউক্রেনের যে ৪ অঞ্চল পুনর্গঠনের প্রতিশ্রুতি দিলেন পুতিন
নদীর তালিকা বাতিল করুন
নদীর তালিকা বাতিল করুন
এক বছরে পান্থ আফজালের ‘কাম টু দ্য পয়েন্ট’
এক বছরে পান্থ আফজালের ‘কাম টু দ্য পয়েন্ট’
‘প্রতিদিন জিনিসপত্রের দাম বাড়ছে, কিন্তু উপার্জন বাড়ছে না’
‘প্রতিদিন জিনিসপত্রের দাম বাড়ছে, কিন্তু উপার্জন বাড়ছে না’
সর্বাধিক পঠিত
শর্ত মেনে বিদেশ যেতে ‘রাজি নন’ খালেদা জিয়া
শর্ত মেনে বিদেশ যেতে ‘রাজি নন’ খালেদা জিয়া
মেনেনডেজকে দিয়ে লবিস্ট গ্রুপ কি আরও কাজ করিয়েছিল?
মেনেনডেজকে দিয়ে লবিস্ট গ্রুপ কি আরও কাজ করিয়েছিল?
অচলের পথে মার্কিন সরকার
অচলের পথে মার্কিন সরকার
সাকিবের ইনজুরি নিয়ে নানা মন্তব্যে ক্ষুব্ধ মাশরাফি
সাকিবের ইনজুরি নিয়ে নানা মন্তব্যে ক্ষুব্ধ মাশরাফি
বিদেশ পালানোর সময় অনলাইন জুয়া চক্রের ‘মূলহোতা’ গ্রেফতার
বিদেশ পালানোর সময় অনলাইন জুয়া চক্রের ‘মূলহোতা’ গ্রেফতার