X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

স্বাধীনতার ৫০ বছরেও ন্যায্য মজুরি থেকে বঞ্চিত নারী শ্রমিকরা

সাজ্জাদুর রহমান সাজ্জাদ, পঞ্চগড়
০৮ মার্চ ২০২১, ১৩:৫৪আপডেট : ০৮ মার্চ ২০২১, ১৩:৫৫

দেশের আর্থ-সামাজিক উন্নয়নে সর্বনিম্ন পর্যায় থেকে শুরু করে সর্বোচ্চ স্তর পর্যন্ত নারীর পদচারণা। কিন্তু স্বাধীনতার ৫০ বছরেও নারী শ্রমিকরা বঞ্চিত হচ্ছেন ন্যায্য মজুরি থেকে। উন্নয়ন লক্ষ্যমাত্রার সনদে নারী-পুরুষ সমঅধিকারের কথা বলে হলেও বাস্তবে পঞ্চগড়ের চিত্র ভিন্ন। পুরুষদের পাশাপাশি সমানতালে কাজ করেও কম বেতন ও মজুরি বৈষম্যের কারণে এখানকার নারীরা সাফল্যের মুখ দেখতে পাচ্ছেন না। শ্রম আইন মানার কোনও বালাই নেই এখানে। করোনাকালে কাজ কর্ম না থাকায় খেয়ে না খেয়ে দিন কাটাতে হয়েছে নারী শ্রমিকদের। সরকারি-বেসরকারিভাবে খাদ্য সহায়তা, আর্থিক সহায়তা কোনও কিছুই পাননি বলে অভিযোগ করেছেন তারা। কেউ তাদের খোঁজও নিতে আসেননি। জীবন জীবিকার তাগিদে মাঠে-ঘাটে কাজ করতে হয় প্রতিবছর নারী দিবস পালিত হলেও এ বিষয়ে কিছুই জানেন না তারা।

পঞ্চগড়ে স্টোনক্রাশার, রাজমিস্ত্রি, মাটি কাটা, গ্রামীণ রাস্তা নির্মাণ ও সংস্কার, মিল-চাতাল, কৃষিকাজসহ বিভিন্ন ছোট-বড় কারখানায় নারী শ্রমিকরা দীর্ঘদিন ধরে কাজ করছেন। অমানবিক ও হাড়ভাঙা পরিশ্রম করেও ন্যায্য মজুরি পাচ্ছেন না তারা।

জেলার সদর উপজেলার পঞ্চগড় ইউনিয়নের ডাবরভাংগা গ্রামের কৃষি শ্রমিক শেফালী বেগম জানান, সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কাজ করি। আমরা হাজিরা পাই সবোর্চ্চ আড়াইশ’ টাকা। একই কাজ করে পুরুষ শ্রমিকরা হাজিরা পান ৪-৫শ’ টাকা।

স্বাধীনতার ৫০ বছরেও ন্যায্য মজুরি থেকে বঞ্চিত নারী শ্রমিকরা জেলার সদর উপজেলার মালাদাম এলাকার অলকা রানী জানান, করোনায় কাজ বন্ধ থাকায় এক বেলা খেয়েছি তো দু’বেলাই খেতে পারিনি। মেম্বার-চেয়ারম্যান আমাদের কিছুই দেয়নি। আমরা কারো কাছে কোনও কিছু পাইনি।

একই এলাকার মাটি কাটা শ্রমিক নুরবানু জানান, আমাদের প্রত্যেক দিন কাজ করতে হয়। কাজ না করলে আমরা খাবো কি? নারী দিবস কি আমরা জানি না। কেউ আমাদের কিছু জানায়নি।

জেলার পঞ্চগড় ইউনিয়নের শিংপাড়া এলাকার নারী শ্রমিক ইয়াসমিন জানান, করোনাকালে খুব কষ্ট হইছে। অনেকে কাজে নিতে চায়নি জোর করে কাজ করতে হয়েছে। কাজ না করলে তো আমাদের চলবে না। সরকারি বেসরকারিভাবে কেউ আমাদের খোঁজ নেয়নি। টাকা পয়সা খাদ্য কোনটাই আমরা পাইনি।

স্বাধীনতার ৫০ বছরেও ন্যায্য মজুরি থেকে বঞ্চিত নারী শ্রমিকরা পঞ্চগড় জেলা মহিলা বিষয়ক অধিদফতরের উপ-পরিচালক এ কে এম ওয়াহিদুজ্জামান জানান, ‘করোনাকালে নারী নেতৃত্ব গড়বে নতুন সমতার বিশ্ব’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে এবার আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হচ্ছে। নারীর সামাজিক নিরাপত্তাবেষ্টনীসহ সমঅধিকার প্রতিষ্ঠায় সরকার কাজ করে যাচ্ছে। নারীদের অধিকার ও ন্যায্য মজুরি প্রাপ্তির বিষয়টি সময়ের ব্যবধানে থাকবে না। নারীদের শিক্ষা, সচেতনতা, নারী জাগরণ ঘটলে একসময় এসব সমস্যা দূর হবে। তারপরও কোনও কারখানা বা প্রতিষ্ঠানে নারী শ্রমিকদের মজুরি কম দিলে তারা যদি আমাদের অভিযোগ করেন, তবে আমরা অবশ্যই এ বিষয়ে ব্যবস্থা নেবো।

নারী-পুরুষের মজুরি বৈষম্য দূর করে নারীর সামাজিক মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে পারলে নারীর ক্ষমতায়ন নিশ্চিত হবে এমনটাই প্রত্যাশা জেলার সচেতন মানুষের।


আরও পড়ুন:
পাঁচ সংগ্রামী নারীকে জয়িতা পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী
মহামারিতে পিছিয়ে পড়েছে নারীরা
সীমান্ত পাহারা থেকে আইনশৃঙ্খলা রক্ষা, সবক্ষেত্রেই সফল নারী
প্রথম সংবাদ পাঠের আনন্দে কাঁদলেন ট্রান্সজেন্ডার তাসনুভা
খেলার জন্য কম ত্যাগ স্বীকার করতে হচ্ছে না সোনামের
‘জাগো মাতা, কন্যা, বধূ, জায়া, ভগ্নী!’
নারী দিবসের উদযাপন হোক নিজের মতো

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা