X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১
বিএডিসিতে অনিয়ম পর্ব-১৫

খামারের ৬০ লাখ টাকা সুমন চাকমার পকেটে

শাহেদ শফিক
১৯ জুলাই ২০২১, ১৫:০০আপডেট : ১৯ জুলাই ২০২১, ১৫:০০

নানা অনিয়মে চলছে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)। ফসলের বীজ থেকে শুরু করে কৃষকের ঘামের টাকাও আত্মসাৎ হয় সংস্থাটিতে। এ নিয়ে বাংলা ট্রিবিউন-এর ধারাবাহিক প্রতিবেদনের ১৫তম ও শেষ পর্ব থাকছে আজ।

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) একটি খামারের জন্য বরাদ্দকৃত প্রায় ৬০ লাখ টাকা আত্মসাৎ করেছেন প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা। কয়েক বছর একই পদে কর্মরত থেকে কৌশলে বিভিন্ন খাতের অর্থ ব্যাংক থেকে তুলে নিজের পকেট ভারী করেন তিনি। ফসল উৎপাদনের জন্য সার, কীটনাশক ও সেচযন্ত্রের জ্বালানি ব্যবহার না করে সেগুলো বিক্রি ও খামারের বিভিন্ন খাতের নগদ আয় সংস্থার খাতে জমা না করে ঢুকিয়েছেন নিজের পকেটে। বিএডিসির এই কর্মকর্তা হচ্ছেন কক্সবাজারের ঝিলংজা বীজ উৎপাদন খামারের সাবেক সিনিয়র সহকারী পরিচালক (খামার) সুমন চাকমা। সংস্থাটির এক তদন্ত প্রতিবেদনে এ তথ্য বেরিয়ে এসেছে।

অনুসন্ধানে দেখা গেছে, ২০১১ সালের ১৫ ডিসেম্বর থেকে ২০১৭ সালের ১৩ ডিসেম্বর পর্যন্ত ৬ বছর একই খামারের দায়িত্বে ছিলেন সুমন চাকমা।

২০১৩ সালের জুন থেকে ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত শ্রমিক মজুরির প্রায় ছয় লাখ ৮৫ হাজার টাকা, ২০১২ সালের জুলাই থেকে ২০১৭ সালের জুন পর্যন্ত বিদ্যুৎ বিলের প্রায় ১৫ লাখ ১৮ হাজার টাকা, ২০১৩ সালের জুলাই থেকে ২০১৭ সালের জুন পর্যন্ত ভূমি করের দুই লাখ ৭২ হাজার টাকা, ২০১৪ সালের জুন হতে ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত সার খাতের সাত লাখ ২১ হাজার টাকা, ২০১৩ সালের জুলাই থেকে ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত কীটনাশক খাতের এক লাখ ১৬ হাজার টাকা, ২০১২ সালের জুলাই হতে ২০১৫ সালের জুন পর্যন্ত কৃষি সেচযন্ত্রের জ্বালানি খাতের তিন লাখ ২১ হাজার টাকা আত্মসাৎ করেন।

এ ছাড়া ২০১২ সালের জুলাই হতে ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত সার ও কীটনাশক ব্যবহার না করে পাঁচ লাখ ৬৩ হাজার টাকা, কৃষি সেচযন্ত্রের জ্বালানি ব্যবহার না করে ১০ লাখ ৪৭ হাজার টাকা, খামারের কাঠ ও জ্বালানি বিক্রয় বাবদ প্রায় পাঁচ লাখ ৩৪ হাজার টাকা এবং খামারের বিভিন্ন খাতের নগদ আয়ের দুই লাখ টাকারও বেশি জমা না করে আত্মসাৎ করেন। সব মিলিয়ে তিনি খামারের ৫৯ লাখ ৮৭ হাজার টাকা আত্মসাৎ করেছেন। এ অর্থ দ্রুত উদ্ধারের ব্যবস্থা নিতে বলা হয়েছে প্রতিবেদনে।

অপরাধ প্রমাণিত হওয়ায় প্রাথমিকভাবে বরখাস্ত করা হয়েছে ওই কর্মকর্তাকে। পাশাপাশি তার বিরুদ্ধে বিভাগীয় মামলাও হয়েছে বলে জানিয়েছেন বিএডিসি চেয়ারম্যান ড. অমিতাভ সরকার। মামলাটি চূড়ান্ত রায়ের জন্য অপেক্ষমাণ।

/এফএ/
টাইমলাইন: বিএডিসিতে অনিয়ম
১৯ জুলাই ২০২১, ১৫:০০
খামারের ৬০ লাখ টাকা সুমন চাকমার পকেটে
১৪ জুলাই ২০২১, ১২:৫৭
১৩ জুলাই ২০২১, ১১:০০
১২ জুলাই ২০২১, ১৫:০০
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা