X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

জিন হাজির করে চিকিৎসার নামে যৌন হয়রানি, যুবক আটক

বগুড়া প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০২১, ১৬:৪৩আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২১, ১৭:১৩

বগুড়ার শিবগঞ্জে জিন হাজির করে চিকিৎসার কথা বলে যৌন হয়রানির অভিযোগে রুম্মান হাসান (২৪) নামে এক যুবককে আটক করা হয়েছে। শনিবার (৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার বিহার ইউনিয়নের ফকিরপাড়া গ্রাম থেকে তাকে আটক করে শিবগঞ্জ থানা পুলিশ। 

আটককালে হাসানের কাছ থেকে মানুষের মাথার খুলি, যৌন উত্তেজক ট্যাবলেট, তাবিজ, জাদুর ঝুলি ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তিনি বিহার ফকিরপাড়া গ্রামের আজাহার আলী ফকিরের ছেলে। রবিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম এ তথ্য জানান। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, মানিকগঞ্জের সিংগাইরে মাদ্রাসায় পড়াশোনা করতে গিয়ে অনৈতিক কাজে জড়িয়ে পড়ায় হাসানকে সেখান থেকে বিতাড়িত করা হয়। এরপর থেকে নিজেকে হাফেজ ও তান্ত্রিক পরিচয় দিয়ে এলাকার নিঃসন্তান নারীদের জিন হাজির করে চিকিৎসা দেওয়া, অবাধ্য সন্তানকে বাধ্য, স্বামী-স্ত্রীর মাঝে সুসম্পর্ক, প্রেম অটুট ও প্রেমের সম্পর্ক স্থাপন করাসহ নানা ধরনের চিকিৎসা শুরু করেন। বাড়িতেই আস্তানা খুলে বসেন হাসান।

সম্প্রতি অভিযোগ ওঠে, জিন হাজিরের মাধ্যমে চিকিৎসা দেওয়ার নামে নারীদের যৌন হয়রানি ও ব্লাকমেইল করে টাকা হাতিয়ে নেন হাসান। ভুক্তভোগীরা সম্মানের ভয়ে বিষয়টি গোপন করেন।

গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে আটমুল ইউনিয়নের চককানু গ্রামের এক ব্যক্তি ৯৯৯ নম্বরে কল করে হাসানের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে রাতেই আস্তানায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককালে নিজেকে নিরপরাধ ও সফল চিকিৎসক দাবি করেন হাসান।

ওসি সিরাজুল ইসলাম বলেন, হাসান একজন প্রতারক। সে নিজেকে হাফেজ ও তান্ত্রিক দাবি করলেও তা সঠিক নয়। আজ দুপুর পর্যন্ত তার বিরুদ্ধে কেউ মামলা করেনি। ভুক্তভোগীদের কেউ মামলা দিলে তাকে রিমান্ডে নেওয়া হবে। আর মামলা না করলে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে চালান দেওয়া হবে।

/এসএইচ/এমওএফ/
সম্পর্কিত
‘সাইবার স্পেসে নারীর নিরাপত্তা নানাভাবে বিঘ্নিত হচ্ছে’
উপবৃত্তির নামে প্রতারণা, ক্রেডিট-ডেবিট কার্ডে অর্থ লুট
সনদ বাণিজ্য: কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে অপসারণ
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী