X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

জিন হাজির করে চিকিৎসার নামে যৌন হয়রানি, যুবক আটক

বগুড়া প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০২১, ১৬:৪৩আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২১, ১৭:১৩

বগুড়ার শিবগঞ্জে জিন হাজির করে চিকিৎসার কথা বলে যৌন হয়রানির অভিযোগে রুম্মান হাসান (২৪) নামে এক যুবককে আটক করা হয়েছে। শনিবার (৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার বিহার ইউনিয়নের ফকিরপাড়া গ্রাম থেকে তাকে আটক করে শিবগঞ্জ থানা পুলিশ। 

আটককালে হাসানের কাছ থেকে মানুষের মাথার খুলি, যৌন উত্তেজক ট্যাবলেট, তাবিজ, জাদুর ঝুলি ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তিনি বিহার ফকিরপাড়া গ্রামের আজাহার আলী ফকিরের ছেলে। রবিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম এ তথ্য জানান। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, মানিকগঞ্জের সিংগাইরে মাদ্রাসায় পড়াশোনা করতে গিয়ে অনৈতিক কাজে জড়িয়ে পড়ায় হাসানকে সেখান থেকে বিতাড়িত করা হয়। এরপর থেকে নিজেকে হাফেজ ও তান্ত্রিক পরিচয় দিয়ে এলাকার নিঃসন্তান নারীদের জিন হাজির করে চিকিৎসা দেওয়া, অবাধ্য সন্তানকে বাধ্য, স্বামী-স্ত্রীর মাঝে সুসম্পর্ক, প্রেম অটুট ও প্রেমের সম্পর্ক স্থাপন করাসহ নানা ধরনের চিকিৎসা শুরু করেন। বাড়িতেই আস্তানা খুলে বসেন হাসান।

সম্প্রতি অভিযোগ ওঠে, জিন হাজিরের মাধ্যমে চিকিৎসা দেওয়ার নামে নারীদের যৌন হয়রানি ও ব্লাকমেইল করে টাকা হাতিয়ে নেন হাসান। ভুক্তভোগীরা সম্মানের ভয়ে বিষয়টি গোপন করেন।

গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে আটমুল ইউনিয়নের চককানু গ্রামের এক ব্যক্তি ৯৯৯ নম্বরে কল করে হাসানের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে রাতেই আস্তানায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককালে নিজেকে নিরপরাধ ও সফল চিকিৎসক দাবি করেন হাসান।

ওসি সিরাজুল ইসলাম বলেন, হাসান একজন প্রতারক। সে নিজেকে হাফেজ ও তান্ত্রিক দাবি করলেও তা সঠিক নয়। আজ দুপুর পর্যন্ত তার বিরুদ্ধে কেউ মামলা করেনি। ভুক্তভোগীদের কেউ মামলা দিলে তাকে রিমান্ডে নেওয়া হবে। আর মামলা না করলে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে চালান দেওয়া হবে।

/এসএইচ/এমওএফ/
সম্পর্কিত
বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে ১৩ ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ
ব্যবসার নামে প্রতারণা: শত কোটি টাকা আত্মসাৎকারীর গ্রেফতার ও বিচার দাবি
ফেনীতে অস্ত্রসহ ছাত্রদলের সাবেক দুই নেতা আটক
সর্বশেষ খবর
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক