X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

স্কুল-কলেজের সামনে ফিরেছেন ফেরিওয়ালারা

আতিক হাসান শুভ, ক্যাম্পাস প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০২১, ১২:২১আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ১২:২২

দীর্ঘ প্রায় দেড় বছর বন্ধের পর শ্রেণিকক্ষে ফিরেছে স্কুল-কলেজের শিক্ষার্থীরা। সেই সঙ্গে স্কুল-কলেজের সামনে ফিরেছেন বিভিন্ন ধরনের ক্ষুদ্র ব্যবসায়ীরাও। দীর্ঘ প্রতিক্ষার পর শিক্ষার্থীদের আগমনে বেজায় খুশি এসব ঝালমুড়ি, ফুসকা, চটপটি ও আইসক্রিম বিক্রেতা।

আজ রবিবার (১২ সেপ্টেম্বর) পুরান ঢাকার স্কুল-কলেজগুলোর সামনে দেখা গেছে চেনা রূপ। সকাল থেকে এসব শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ভিড় করতে থাকেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুল, ঢাকা মহানগর মহিলা কলেজ, সোহরাওয়ার্দী কলেজ, এসটি গ্রেগরিস হাই স্কুল, রোকনপুর বালিকা বিদ্যালয় ও রাজধানীর ঐতিহ্যবাহী কবি নজরুল সরকারি কলেজ ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সেন্ট গ্রেগরিস উচ্চ বিদ্যালয় ও কলেজের সামনে বসা ফুসকা বিক্রেতা মো. ইকবাল হোসেন বলেন, ‘অনেক দিন পর স্কুলের সামনে দোকান বসাইছি। কাস্টমারও মোটামুটি ভালোই পাইতেছি। স্কুল বন্ধের পর থেকেই ব্যবসা মন্দা যাইতেছিল। তাই গ্রামে চইলা গেছিলাম। স্কুল খোলার খবর শুইনা গত পরশু ঢাকায় আসছি। আশা করতেছি, আগের মতোই বেচাকেনা হবে।’

কবি নজরুল সরকারি কলেজের সামনে বসা আইসক্রিম বিক্রেতা মো. শফিক মিয়ারও মুখে হাসি। ‘শফিক মামার কুলফি মালাই’ লেখা ভ্যান নিয়ে এসেছেন তিনি। কেমন লাগছে জানতে চাইলে তিনি বলেন, ছোট বড় সবাই আমার আইসক্রিম পছন্দ করে। অনেকদিন স্কুল বন্ধ থাকার কারণে অনেক পরিচিত মুখ হারাইছি। ইনশাল্লাহ, আবারও জমজমাট হবে।

করোনার প্রকোপে গেল বছর ১৭ মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হলে বেকায়দায় পড়েন এসব ভ্রাম্যমাণ ক্ষুদ্র ব্যবসায়ীরা। ঢাকা মহানগর মহিলা কলেজের সামনে ঝালমুড়ি বিক্রেতা শমসের আলী বলেন, ‘আমাগো রুজি-রোজগার যা হয় স্কুল-কলেজ খোলা থাকলেই। এতদিন অনেক কষ্টে দিন কাটাইছি। আমার এই ঝালমুড়ি ছাত্র-ছাত্রীরা সবেচেয়ে বেশি খায়। বহুদিন পর আজকে ভাল বেচা-বিক্রি হইতাছে।

স্কুল-কলেজের সামনে ফিরেছেন ফেরিওয়ালারা

স্কুল-কলেজ খুলে দেওয়ার সরকারকে ধন্যবাদ জানান এই ক্ষুদ্র ব্যবসায়ী। করোনার প্রকোপ যেন আর না বাড়ে, সরকারও যেন শিক্ষা প্রতিষ্ঠান আর বন্ধ না করে- এমন প্রার্থনাও করছেন শমসের আলী।

বেচাকেনায় বেশ খুশি হলেও ক্ষুদ্র এই ব্যবসায়ীদের বেশিরভাগই স্বাস্থ্যবিধি মানছেন না। অনেকের মুখে মাস্কও নেই। আর করোনার এই প্রকোপে খোলা যায় দলবেঁধে শিক্ষার্থীরা ‘অস্বাস্থ্যকর’ এসব খাবার খেলে সংক্রমণ বাড়ার আশঙ্কাও করছেন সচেতন অভিভাবকরা। ভিক্টোরিয়া পার্ক এলাকায় সন্তানের জন্য অপেক্ষারত এক অভিভাবক বলেন, ফেরিওয়ালাদের এসব দোকানে বাচ্চারা ভিড় করছে। স্কুলে যেভাবে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে, কিন্তু বাইরে এমন ঢিলেঢালা হলে উদ্দেশ্য ভেস্তে যাবে, শিশুরাও সংক্রমিত হওয়ার শঙ্কা থেকে যায়।

/ইউএস/
টাইমলাইন: শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে
১৯ সেপ্টেম্বর ২০২১, ২৩:০০
১২ সেপ্টেম্বর ২০২১, ২১:১১
১২ সেপ্টেম্বর ২০২১, ১৯:৩২
১২ সেপ্টেম্বর ২০২১, ১৫:৫৫
১২ সেপ্টেম্বর ২০২১, ১২:২১
স্কুল-কলেজের সামনে ফিরেছেন ফেরিওয়ালারা
১২ সেপ্টেম্বর ২০২১, ১০:৪৭
১২ সেপ্টেম্বর ২০২১, ১০:১১
১২ সেপ্টেম্বর ২০২১, ০৮:৫১
সম্পর্কিত
শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
সৎমাকে বঁটি দিয়ে কোপালো কিশোর, ঢামেকে মৃত্যু
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
সর্বশেষ খবর
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
দেশের জন্য কাজ করতে আ.লীগ নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
দেশের জন্য কাজ করতে আ.লীগ নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
নির্মোহ মূল্যায়নের খোঁজে জাসদ
নির্মোহ মূল্যায়নের খোঁজে জাসদ
সাফজয়ী ভাইয়ের সঙ্গে লড়াই, নেই কোনও ছাড়
সাফজয়ী ভাইয়ের সঙ্গে লড়াই, নেই কোনও ছাড়
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী