X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

আজও আসেননি চুল কেটে দেওয়া শিক্ষক, প্রতিবেদন জমা

সিরাজগঞ্জ প্রতিনিধি
২১ অক্টোবর ২০২১, ১৯:৩৩আপডেট : ২১ অক্টোবর ২০২১, ১৯:৪৬

সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীর মাথার চুল কেটে দেওয়ার ঘটনায় দুই দফা সময় নিয়েও তদন্ত কমিটির কাছে বক্তব্য দিতে আসেননি অভিযুক্ত শিক্ষক ফারহানা ইয়াসমিন বাতেন। বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুর ১টায় ওই শিক্ষকের তদন্ত কমিটির কাছে উপস্থিত হয়ে বক্তব্য উপস্থাপন করার কথা ছিল। কিন্তু তার জন্য ৩টা পর্যন্ত অপেক্ষা করলেও তিনি আসেননি। অতঃপর তার সঙ্গে কথা না বলেই তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে কমিটি।

বিকাল ৫টায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সোহরাব আলীর কাছে প্রতিবেদন জমা দেন কমিটির সদস্যরা। সন্ধ্যা সাড়ে ৬টায় বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ও পাঁচ সদস্যের তদন্ত কমিটির প্রধান লায়লা ফেরদৌস হিমেল।

তিনি বলেন, ‘আমরা অভিযুক্ত শিক্ষক ফারহানা ইয়াসমিন বাতেনের জন্য দুপুর ৩টা পর্যন্ত অপেক্ষা করলেও তিনি আসেননি এবং কোনও যোগাযোগ করেননি। পরে ভুক্তভোগী শিক্ষার্থী ও অন্যদের সঙ্গে কথা বলে এবং সিসিটিভি ফুটেজ দেখে পাওয়া তথ্যের ভিত্তিতে বিকাল ৫টার দিকে রেজিস্ট্রার মো. সোহরাব আলীর কাছে প্রতিবেদন জমা দিয়েছি।’

এই শিক্ষক বলেন, ‘আমরা তদন্ত প্রতিবেদন জমা দিলেও সেটি এখনও খোলা হয়নি। আগামীকাল সিন্ডিকেট সভায় সবার সামনে এটি খোলা হবে। উপস্থিত সিন্ডিকেট সদস্যদের আলোচনা ও মতামতের ভিত্তিতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যেহেতু বেশিরভাগ সিন্ডিকেট সদস্য ঢাকায় অবস্থান করেন, তাই এই সভা ঢাকায় অনুষ্ঠিত হবে। আগামীকাল বিকাল ৪টায় ঢাকায় সভাটি হওয়ার কথা রয়েছে।’

বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের অভিযুক্ত শিক্ষক ফারহানা ইয়াসমিন বাতেনকে দুই দফায় তদন্ত কমিটি ডাকার পরও না এসে সময় প্রার্থনা করেন। প্রথমে তাকে সময় দেওয়ার সিদ্ধান্ত না থাকলেও তিনি বারবার ই-মেইলে সময়ের আবেদন করায় কমিটি তাকে দুই সপ্তাহ সময় দিয়ে ২১ অক্টোবর দুপুর ১টায় উপস্থিত হতে সময় বেঁধে দিয়েছিল। কিন্তু তিনি আসেননি।

এ বিষয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ট্রেজারার আব্দুল লতিফ বলেন, ‘আজ তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। আগামীকাল সিন্ডিকেট সভায় সবার সামনে সেটি উন্মোচন করা হবে।’

তিনি আরও বলেন, ‘কমিটির দেওয়া তদন্ত প্রতিবেদনের ওপরে ভিত্তি করে সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত নেওয়া হবে। এতে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হলে কী ব্যবস্থা নেওয়া যায়, ওই সভাতেই সেই সিদ্ধান্ত হবে।’

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে পিতৃত্বকালীন ছুটির বিধান অনুমোদন
শান্তিনিকেতনে তথ্যমন্ত্রী
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গ্রীষ্মকালীন ছুটি বাতিল
সর্বশেষ খবর
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন