X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

ঢাকাতেও রোনালদোদের কাছে হারের বর্ণনা দিতে হলো গ্রান্টকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ অক্টোবর ২০২১, ০০:২৩আপডেট : ২২ অক্টোবর ২০২১, ০০:২৮

২৪ ঘণ্টারও বেশি সময় পার হয়ে গেছে আব্রাহাম গ্রান্ট ঢাকায় পা রেখেছেন। ইসরায়েলে জন্ম নেওয়া পোলিশ নাগরিক আবার ইংলিশ জায়ান্ট চেলসির একসময় কোচও ছিলেন। এখানে এসেই বাংলাদেশ ফুটবলের অবকাঠামোসহ গুরুত্বপূর্ণ স্থান ঘুরে দেখছেন। ইসরায়েল ও ঘানা জাতীয় দলে কোচিং করানোর অভিজ্ঞতা থাকায় আজ বাংলাদেশ ফুটবল ফেডারেশনে মিডিয়ার মুখোমুখি হয়েছিলেন। কথা বলতে গিয়ে ৬৬ বছর বয়সী গ্রান্টকে ফিরে যেতে হয় ১৩ বছর আগের চ্যাম্পিয়নস লিগ ফাইনালের দিনটিতেও! 

২০০৮ সালে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি। মস্কোতে ১-১ গোলে নির্ধারিত সময়ের লড়াইয়ের পর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ৬-৫ গোলে চ্যাম্পিয়ন হয় স্যার অ্যালেক্স ফার্গুসনের ইউনাইটেড। সেই দলে ছিলেন রোনালদো-তেভেজরা। আর ল্যাম্পার্ড-দ্রগবাদের নিয়ে হেরে যায় আব্রাহাম গ্র্যান্টের দল চেলসি। সেই প্রসঙ্গ উঠতেই গ্রান্ট পিছনে ফিরে তাকালেন, ‘সেটি ছিল চেলসির জন্য দারুণ এক মৌসুম। আমরা চাম্পিয়নস লিগের ফাইনাল জেতার যোগ্য দাবিদার ছিলাম। কিন্তু ফাইনালে টাইব্রেকারে হেরে যাই। সত্যি বলতে সেদিন চেলসির জয় প্রাপ্য ছিল। আমার কাছে সেই স্মৃতিটা এখনও অমলিন। যেখানেই যাই, সেই পেনাল্টি শুটআউটে হেরে যাওয়া নিয়ে লোকেরা জিজ্ঞাসা করে।’

সাবেক চেলসি কোচের ঢাকায় আসা প্রসঙ্গে বাফুফে সভাপতি বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন সংবাদ সম্মেলনে বলেছেন, ‘গ্র্যান্ট এখানে এসেছেন বাফুফের আমন্ত্রণে। আমাদের ফুটবল অবকাঠামো, আমাদের ফুটবলের সুযোগ–সুবিধা ইত্যাদি দেখবেন। আমাদের সঙ্গে কথা বলে প্রাথমিক ধারণা নেবেন। তারপর ফিরে গিয়ে একটা পরিকল্পনা দেবেন।’

গ্র্যান্ট বাংলাদেশ সফর নিয়ে বলেছেন, ‘আমি এখানে এসে খুশি। আমি ফুটবল ভালোবাসি, ফুটবলেই আছি। বাংলাদেশের ফুটবলে কীভাবে উন্নতি করা যায়, সেটা দেখতেই আসা। আমি দেখছি, এখানে ফুটবলের প্রতি অনেক ভালোবাসা। এই ভালোবাসা কাজে লাগিয়ে কীভাবে বাংলাদেশ এগিয়ে যেতে পারে, সেটাই দেখার।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
প্রবাসীদের অপেক্ষায় রেখে শেষ ট্রায়াল, দুয়োর শিকার কাবরেরা!
‘সিঙ্গাপুর-ভুটান ম্যাচে বাফুফের তহবিলের এক পয়সাও খরচ হয়নি’
বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচে দর্শকদের যা মানতে হবে
সর্বশেষ খবর
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতিত্বের দায়িত্ব পেলো পাকিস্তান
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতিত্বের দায়িত্ব পেলো পাকিস্তান
মুন্সীগঞ্জের সাবেক এমপি ফয়সাল বিপ্লবের সাত দিনের রিমান্ড
মুন্সীগঞ্জের সাবেক এমপি ফয়সাল বিপ্লবের সাত দিনের রিমান্ড
‘ক্যাপ্টেন কুল’ নামটা নিজের করে নিচ্ছেন ধোনি! 
‘ক্যাপ্টেন কুল’ নামটা নিজের করে নিচ্ছেন ধোনি! 
গাজীপুরে পোশাকশ্রমিক হৃদয় হত্যাকারীদের বিচার দাবি
গাজীপুরে পোশাকশ্রমিক হৃদয় হত্যাকারীদের বিচার দাবি
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি