X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

বিএনপির পাঁচ নেতাকর্মীর সন্ধান চান মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ নভেম্বর ২০২০, ১৭:২৩আপডেট : ২০ নভেম্বর ২০২০, ১৭:৩৪

ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বিএনপির পাঁচ নেতাকর্মীর সন্ধান দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, এই পাঁচ নেতাকর্মী হলেন- লিয়ন হক, মামুন পারভেজ তন্ময়, তৌহিদুল ইসলাম হাসিব, ফেরদৌস মজুমদার মাসুম ও সেলিম মিয়া। মির্জা ফখরুল অনতিবিলম্বে তাদের সন্ধান দাবি করেছেন সরকারের কাছে।

শুক্রবার (২০ নভেম্বর) বিকালে উত্তরার বাসা থেকে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই দাবি করেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব বলেন, ‘গত কিছুদিন আগে হাইকোর্টের গেট থেকে গোয়েন্দারা বেশ কয়েকজনকে তুলে নিয়ে যায়। এদের কয়েকজনকে আটক করে রাখা হয়। তার মধ্যে তিন জনকে চার-পাঁচ দিন আটক রাখার পর থানায় হস্থান্তর ও একজনকে ছেড়ে দেওয়া হয়। পাঁচ জন এখনও নিখোঁজ।’

ফখরুল বলেন, ‘একটি সভ্য দেশে হারিয়ে যাওয়া, গুম হয়ে যাওয়া চলতে পারে না। গুমের সংস্কৃতি দিয়ে সরকার টিকে থাকছে। একদলীয় সরকার ব্যবস্থা টিকিয়ে রাখতে তারা এই গুমকর্ম করছে।’

তিনি দাবি করেন, ভীতি সৃষ্টির জন্যই গুম করা হয়। এ কারণে বাইরেও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে।

বিএনপির মহাসচিব বলেন, ‘সরকারের কাছে আহ্বান জানাবো, কোনও ব্যক্তি নিখোঁজ হলে তার দায়িত্ব সরকারের। হাইকোর্ট থেকে জামিন নিয়ে বের হবার পর সাদা পোশাকধারী আইনশৃঙ্খলাবাহিনী ধরে নিয়ে যাবে, এটা কোনও গণতান্ত্রিক রাষ্ট্র হতে পারে না।’

নেতাকর্মীদের সন্ধানের দাবিতে সাংগঠনিক কোনও কর্মসূচি দেবে কিনা বিএনপি, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ফখরুল বলেন, ‘করোনার কারণে স্বাভাবিকভাবে সামাজিক দুরত্ব বজায় রাখতে গিয়ে সেই ধরনের কর্মসূচি নিতে পারছি না। সুযোগ পেলে সেই আন্দোলনে অবশ্যই যাবো।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রেক্ষিতে করা সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফখরুল বলেন, ‘তার বক্তব্যের প্রেক্ষিতে উত্তর দেওয়াটা রাজনৈতিকভাবে সঠিক মনে হয় না। উনি কী বলতে চান, আমি বুঝতে পারি না। উনারা কী করছেন, বুঝতে পারছি না। গণতন্ত্রকে ফিরিয়ে আনতে কী পদক্ষেপ নিচ্ছেন, মানুষের অধিকার ফিরিয়ে আনতে কী করবেন, তা বুঝতে পারছি না।’

বিএনপির মহাসচিব বলেন, ‘নির্বাচনে ভোট দেওয়ার অধিকার রক্ষার দায়িত্ব কেবল বিএনপির নয়, সবাইকে এগিয়ে আসতে হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য গণতন্ত্রকে ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামতে হবে।’

ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খানসহ অনেকে অংশগ্রহণ করেন।

/এসটিএস/এনএস/
সম্পর্কিত
মানুষের কাছে ভোট দেওয়ার মতো নির্ভরযোগ্য বিকল্প বিএনপি ছাড়া অন্যটি নেই: মান্না
সরকারবিরোধী বক্তব্য নয়, বিএনপির আলোচনা সভায় আত্মসমালোচনা
ছাত্রদলের কর্মসূচিতে সব শিক্ষক-শিক্ষার্থীকে থাকতে অধ্যক্ষের নোটিশ, চলছে সমালোচনা
সর্বশেষ খবর
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক