১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে যশোরে শোক র্যালি করেছেন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। আগস্ট মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়।
‘শোক হোক শক্তি’ স্লোগানে জেলা আওয়ামী লীগ সভাপতি শহিদুল ইসলাম মিলনের নেতৃত্বে র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালিটি পুনরায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
শোক র্যালিতে সহ-সভাপতি গোলাম মোস্তফা, হুমায়ুন কবির কবু, সাধারণ সম্পাদক সাবেক এমপি শাহীন চাকলাদার, সদর উপজেলা চেয়ারম্যান তৌহিদ চাকলাদার ফন্টু, জেলা ছাত্রলীগের সভাপতি সালাহউদ্দিন কবির পিয়াসসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।