X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

বিএনপির এক নেতাকে কুপিয়ে জখম করলেন আরেক নেতা

পটুয়াখালী প্রতিনিধি
২৭ অক্টোবর ২০২২, ২২:৫০আপডেট : ২৭ অক্টোবর ২০২২, ২২:৫০

পটুয়াখালীর বাউফল উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামুন খানকে কুপিয়ে জখম করা হয়েছে। যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় চেয়ারে বসাকে কেন্দ্র করে চাচাতো ভাই মামুনকে লোকবল নিয়ে কুপিয়ে জখম করেছেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক ফয়সাল খান। 

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুর দেড়টার দিকে বাউফল উপজেলা কৃষি ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে। আহত মামুনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে বাসায় ফিরছিলেন মামুন। উপজেলা কৃষি ব্যাংকের সামনে পৌঁছালে চাচাতো ভাই উপজেলা কৃষক দলের আহ্বায়ক ফয়সাল খানের নেতৃত্বে যুবদল কর্মী আল আমিনসহ ৮-১০ জন তার ওপর হামলা চালান। সেইসঙ্গে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন তারা। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। 

নাম প্রকাশ না করার শর্তে উপজেলা যুবদলের এক নেতা বলেন, ‘যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুপুরে উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজের বাসায় আলোচনা সভা হয়। সভায় চেয়ারে বসাকে কেন্দ্র করে মামুনের সঙ্গে ফয়সালের হাতাহাতির ঘটনা ঘটে। ওই ঘটনার জেরে আলোচনা সভা শেষে মামুনকে কুপিয়ে জখম করা হয়।’

উপজেলা যুবদলের আহ্বায়ক মো. সাইফুল ইসলাম বলেন, ‘আমি ঘটনাস্থলে ছিলাম। যেভাবে মামুনকে কুপিয়েছে ফয়সাল, তা কোনও সুস্থ মানুষের কাজ হতে পারে না।’

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রাকিবুল হাসান বলেন, ‘মামুন খানের মাথায় গুরুতর আঘাত লেগেছে। হাড় কেটে যাওয়ায় মগজ দেখা যাচ্ছে। ভেতরে রক্তক্ষরণ হতে পারে। প্রাথমিক চিকিৎসা দিয়ে আমরা তাকে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।’

এ বিষয়ে জানতে উপজেলা কৃষক দলের আহ্বায়ক ফয়সাল খানের মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি।  

বাউফল থানার ওসি আল মামুন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। জিজ্ঞাসাবাদের জন্য আল আমিনকে আটক করেছি। এখনও মামলা হয়নি। মামুনের পরিবার মামলা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হোক: ডা. জাহিদ
‘আ.লীগ নিষিদ্ধ হবে কিনা, বিএনপি নয় জনগণ ঠিক করবে’
ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম
সর্বশেষ খবর
মাদ্রাসাসহ সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি
মাদ্রাসাসহ সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি
ভারত-পাকিস্তান ড্রোন যুদ্ধ: দক্ষিণ এশিয়ায় সংঘাতের নতুন অধ্যায়
ভারত-পাকিস্তান ড্রোন যুদ্ধ: দক্ষিণ এশিয়ায় সংঘাতের নতুন অধ্যায়
মৌলভীবাজার সীমান্তে দুই দিনে আটক ৫৯ জনকে পুলিশে হস্তান্তর
মৌলভীবাজার সীমান্তে দুই দিনে আটক ৫৯ জনকে পুলিশে হস্তান্তর
লেভারকুসেনকে বিদায় বললেন জাবি, যাচ্ছেন রিয়ালে!
লেভারকুসেনকে বিদায় বললেন জাবি, যাচ্ছেন রিয়ালে!
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
আবদুল হামিদের দেশত্যাগ: কিশোরগঞ্জের এসপি প্রত্যাহার
আবদুল হামিদের দেশত্যাগ: কিশোরগঞ্জের এসপি প্রত্যাহার