X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

নিজ দলের নেতারাই মেনে নেননি বিএনপির কমিটি, করলেন ঝাড়ু মিছিল

বরিশাল প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০২৩, ২২:৫৭আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:০১

অর্থ বাণিজ্যের মাধ্যমে জাতীয় পার্টির নেতাদের দিয়ে কমিটি গঠনসহ নানা অভিযোগে বরিশাল বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলায় দলটির কমিটিতে পদবঞ্চিতরা। এ সময় তারা ঝাড়ু মিছিল এবং উত্তর জেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান শহিদুল্লাহ ও সদস্য সচিব মিজানুর রহমান মুকুলের ছবি পুড়িয়ে দেন তারা।

রবিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বিক্ষোভ সমাবেশ করেন। এ সময় পদবঞ্চিত গৌরনদী উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মঞ্জুর হোসেন মিলন ও উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য শফিকুল রহমান শরীফ স্বপন অভিযোগ করেন, গত ২৮ জানুয়ারি উত্তর জেলা বিএনপির নেতারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা এবং গৌরনদী পৌর বিএনপির কমিটি ঘোষণা করেন। ওই কমিটিতে বিএনপির কোনও ত্যাগী নেতাদের স্থান না দিয়ে টাকার বিনিময়ে জাতীয় পার্টির নেতাদের দিয়ে কমিটি গঠন করা হয়।

তাদের অভিযোগ, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক করা হয়েছে সৈয়দ সরোয়ার আলম নামের এক ব্যক্তিকে। যিনি অসুস্থ ও বৃদ্ধ। এক সময় জাতীয় পার্টির সাবেক মন্ত্রী রুহুল আমিনের এপিএস ছিলেন। এ ছাড়া তিনি গত ১৭ বছরের মধ্যে একদিনের জন্য এলাকার মাটিতে পা রাখেননি। সৈয়দ সরোয়ারের ছোট ভাই আমেরিকা প্রবাসী সৈয়দ বদরের কাছ থেকে উত্তর জেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান শহিদুল্লাহ ও সদস্য সচিব মিজানুর রহমান মুকুল মোটা অঙ্কের টাকার সুবিধা গ্রহণ করে আহ্বায়ক ও সদস্য সচিবের পদ বিক্রি করেছেন।

আগৈলঝাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম আফজাল হোসেন দাবি করেন, আগৈলঝাড়া উপজেলা কমিটিতে যাকে আহ্বায়ক করা হয়েছে তিনি বৃদ্ধ ও অসুস্থ। সদস্য সচিব করা হয়েছে ঢাকার ব্যবসায়ী বসির আহমেদ পান্না নামের জনৈক ব্যক্তিকে। তাকে গত ২০ বছরে আগৈলঝাড়া এলাকাবাসী দেখা তো দূরের কথা, আমরা যারা মাঠে বিএনপির হয়ে কাজ করি তারা কখনও দেখিনি।

নিজ দলের নেতারাই মেনে নেননি বিএনপির কমিটি, করলেন ঝাড়ু মিছিল

বিক্ষোভ সমাবেশে শেষে উত্তর জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবের ছবিতে আগুন দেওয়া হয়। এরপর ঝাড়ু হাতে বিক্ষোভ মিছিল বের করেন পদবঞ্চিতরা। তারা আহ্বায়ক ও সদস্য সচিবকে অবাঞ্ছিত ঘোষণা করেন। 

এদিকে মুলাদী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণার পরদিনই বাতিলের দাবি করেছেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। শনিবার বিকালে মুলাদী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এই দাবি করেন।

সংবাদ সম্মেলনে মুলাদী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবিদুর রহমান শরীফ বলেন, প্রবাসী, সুবিধাবাদী ও দলছুটদের নিয়ে উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এ জন্য আর্থিকভাবে লাভবান হয়েছে আহ্বায়ক ও সদস্য সচিব। সংবাদ সম্মেলন শেষে ঝাড়ু মিছিল বের করে পদবঞ্চিতরা।

তিনি আরও বলেন, কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি করা না হলে বিক্ষোভ মিছিল, মানববন্ধন এবং দল থেকে পদত্যাগসহ বিভিন্ন কর্মসূচি দেওয়া হবে।

জানা গেছে, গত ৮ ফেব্রুয়ারি ৬১ সদস্য নিয়ে মুলাদী উপজেলা এবং ৪১ সদস্য নিয়ে মুলাদী পৌর বিএনপির কমিটি গঠন করে অভিযুক্তরা।

এ বিষয়ে জানতে উত্তর জেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান মো. শহিদুল্লাহ ও সদস্য সচিব মিজানুর রহমান মুকুলের ব্যক্তিগত নম্বরে একাধিকবার কল দেওয়া হলেও তারা রিসিভ করেননি।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
জোড়া আঘাতে হায়দরাবাদকে গুটিয়ে চেন্নাইয়ের জয় রাঙালেন মোস্তাফিজ
জোড়া আঘাতে হায়দরাবাদকে গুটিয়ে চেন্নাইয়ের জয় রাঙালেন মোস্তাফিজ
দিনাজপুরে ইউপি নির্বাচনে সংঘর্ষ, পুলিশের গুলিতে চেয়ারম্যান প্রার্থীর চাচা নিহত
দিনাজপুরে ইউপি নির্বাচনে সংঘর্ষ, পুলিশের গুলিতে চেয়ারম্যান প্রার্থীর চাচা নিহত
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ