X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

বন্যায় মীরসরাইয়ের রাস্তাঘাট, সেতু ও কালভার্ট ভেঙে ক্ষতি ১৩০ কোটি

মীরসরাই প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২৭আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২৭

স্মরণকালের ভয়াবহ বন্যায় চট্টগ্রামের মীরসরাই উপজেলার বিভিন্ন ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘরবাড়ি, কৃষি, মৎস্য প্রকল্পের পাশাপাশি সড়ক, সেতু ও কালভার্টের ক্ষতির পরিমাণও কম নয়। এর আগে কখনও একসঙ্গে এত খাতে ক্ষতি সাধন হয়নি। পানি কমলেও রয়ে গেছে ক্ষতচিহ্ন। বন্যায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) প্রায় ১৩০ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

মীরসরাই উপজেলা এলজিইডি প্রকৌশলী কার্যালয় সূত্রে জানা গেছে, মীরসরাইয়ে সাম্প্রতিক বন্যায় ১৯০টি সড়ক, ৩০টি সেতু ও কালভার্টের ক্ষতি হয়েছে। বেশি ক্ষতি হয়েছে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের আজমনগর, করেরহাট ইউনিয়ন, ধুম ইউনিয়নের বেশ কয়েকটি সড়ক, ওচমানপুর ইউনিয়ন, ইছাখালী, কাটাছরা, দুর্গাপুর, মিঠানালা ইউনিয়ন, মুহুরী প্রজেক্ট ও জোরারগঞ্জ ইউনিয়নের বিভিন্ন সড়ক। অধিকাংশ গ্রামীণ সড়ক পানিতে ডুবে যাওয়ায় বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে। অনেক সড়ক পানির স্রোতে তলিয়ে গেছে।

উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের জোরারগঞ্জ-মুহুরী প্রজেক্ট সড়কে গিয়ে দেখা যায়, সড়কের বিভিন্ন অংশে বড় বড় গর্তে পড়ে বিকল হচ্ছে বিভিন্ন যানবাহন। দুর্ভোগে পড়েছে ওই সড়কে চলাচলকারীরা।

উপজেলার করেরহাট ইউনিয়নের সরকার তালুক গ্রামের সাইফুল ইসলাম বলেন, ‘স্মরণকালের ভয়াবহ বন্যায় করেরহাট এলাকার প্রায় সব সড়ক নষ্ট হয়ে গেছে। বারইয়ারহাট-রামগড় সড়কের অবস্থাও করুণ। ১০ মিনিটের পথ এখন সময় লাগে ৪০ মিনিট।’

উপজেলা প্রকৌশলী রনি সাহা বলেন, ‘গত ২১ আগস্ট থেকে টানা সাত দিনের বন্যায় মীরসরাইয়ে ১৯০টি সড়ক, ৩০টি সেতু ও কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ক্ষতির পরিমাণ প্রায় ১৩০ কোটি টাকা। ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত সংস্কারের জন্য তালিকা করে আমরা মন্ত্রণালয়ে পাঠাবো।’

/কেএইচটি/
সম্পর্কিত
মুহুরী নদীর পানি নামতে শুরু করলেও এখনও সংকট কাটেনি
স্থানীয় নির্বাচনও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে চায় জামায়াত: ডা. তাহের
যে শর্তে রাষ্ট্রপতি নির্বাচনের নতুন প্রস্তাবে একমত হবে জামায়াত
সর্বশেষ খবর
মানুষের কাছে ভোট দেওয়ার মতো নির্ভরযোগ্য বিকল্প বিএনপি ছাড়া অন্যটি নেই: মান্না
মানুষের কাছে ভোট দেওয়ার মতো নির্ভরযোগ্য বিকল্প বিএনপি ছাড়া অন্যটি নেই: মান্না
রংপুর-৪ আসনে এনসিপির এমপি প্রার্থী হিসেবে আখতারের নাম ঘোষণা
রংপুর-৪ আসনে এনসিপির এমপি প্রার্থী হিসেবে আখতারের নাম ঘোষণা
সরকারবিরোধী বক্তব্য নয়, বিএনপির আলোচনা সভায় আত্মসমালোচনা
সরকারবিরোধী বক্তব্য নয়, বিএনপির আলোচনা সভায় আত্মসমালোচনা
শাহজালাল বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা বোয়িং বিমানে ট্রলির আঘাত
শাহজালাল বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা বোয়িং বিমানে ট্রলির আঘাত
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বাংলাদেশ নিয়ে দিল্লিতে সংসদীয় প্যানেলের বৈঠকে যা আলোচনা হলো
বাংলাদেশ নিয়ে দিল্লিতে সংসদীয় প্যানেলের বৈঠকে যা আলোচনা হলো
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু