X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

টাকা নিয়ে দ্বন্দ্ব, মারধরের ৮ দিন পর ছাত্রলীগকর্মীর মৃত্যু

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০২১, ২২:৪০আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ২২:৪০

টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে মারধরের ঘটনায় আহত মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ছাত্রলীগকর্মী মো. সাজিদুল ইসলাম মীম (২২) মারা গেছেন। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মীম উপজেলার ইসমানিরচর গ্রামের আব্দুস সাত্তার মিয়ার ছেলে। এ ঘটনায় হোসেন্দি ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক সংগ্রাম মোল্লাসহ ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০-১২ জনের বিরুদ্ধে ১৭ সেপ্টেম্বর মামলা করেন মীমের বাবা। এর আগে, ১৫ সেপ্টেম্বর দুপুরে উপজেলার ইসমানিরচর এলাকায় মারধরে গুরুতর আহত হন ছাত্রলীগের এ কর্মী।

গজারিয়া থানার পরিদর্শক মো. মোজাম্মেল হোসেন জানান, গত ১৭ সেপ্টেম্বর থানায় মারধরের মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, একই গ্রুপের মধ্যে টাকা লেনদেন সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে তাকে মারধর করা হয়েছে। নিহত হওয়ায় মারধরের মামলাটি হত্যা মামলায় রূপান্তর হবে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বনভোজনে যাওয়ার জন্য গত ১০ সেপ্টেম্বর সংগ্রাম মোল্লার (২৪) কাছ থেকে ৪০০ টাকা ধার নেন মীম। এ টাকা পরিশোধ নিয়ে ১৫ সেপ্টেম্বর দুপুরে মো. আতাউর (২৭), সম্রাট (২২), তুষার (২০), সাব্বির (২২), নিজুম (২২), অপু (২২), মো. আরজু (২০), শুভ (২০) এবং অজ্ঞাতনামা ১০-১২ জনের সঙ্গে দ্বন্দ্ব বাধে মীমের। তারা মীমকে গালিগালাজ করেন। এর প্রতিবাদ জানালে সংগ্রাম মোল্লা, আতাউর, সম্রাট, তুষার হাতুড়ি দিয়ে মীমের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। বাকিরাও লাঠি দিয়ে আঘাত করে। এরপর স্থানীয়রা মীমকে গুরুতর আহত অবস্থায় গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে গজারিয়া উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আহমেদ রুবেল জানান, মীম নিহতের ঘটনায় হোসেন্দি ইউনিয়নের ছাত্রলীগ সাধারণ সংগ্রাম মোল্লাকে অভিযুক্ত করা হয়েছে। সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়ার বিষয়ে দলীয়ভাবে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
চাঁদা না পেয়ে স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ শ্রমিক দল-ছাত্রদল নেতাদের বিরুদ্ধে
ঘুম থেকে ডেকে মেম্বারকে কুপিয়ে হত্যা, মারধর করে দুজনকে পুলিশে সোপর্দ
সর্বশেষ খবর
‘ক্যাপ্টেন কুল’ নামটা নিজের করে নিচ্ছেন ধোনি! 
‘ক্যাপ্টেন কুল’ নামটা নিজের করে নিচ্ছেন ধোনি! 
গাজীপুরে পোশাকশ্রমিক হৃদয় হত্যাকারীদের বিচার দাবি
গাজীপুরে পোশাকশ্রমিক হৃদয় হত্যাকারীদের বিচার দাবি
কেএমপি কমিশনারের পদত্যাগ ইস্যুতে খুলনায় বৈষম্যবিরোধীরা দ্বিধাবিভক্ত
কেএমপি কমিশনারের পদত্যাগ ইস্যুতে খুলনায় বৈষম্যবিরোধীরা দ্বিধাবিভক্ত
সিরিয়ার ওপর থেকে আনুষ্ঠানিকভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ ট্রাম্পের
সিরিয়ার ওপর থেকে আনুষ্ঠানিকভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ ট্রাম্পের
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি