X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

ঋণের টাকায় কেনা ২ অটোরিকশা নিয়ে গেছে চোর, চিরকুট লিখে প্রাণ দিলেন চালক

কিশোরগঞ্জ প্রতিনিধি
১৬ অক্টোবর ২০২৩, ১৩:২৭আপডেট : ১৬ অক্টোবর ২০২৩, ১৩:২৭

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের বড় আজলদী গ্রামের রঞ্জন (২৬) অটোরিকশা চালিয়েই হাল ধরেছিলেন পরিবারের। প্রথমে অন্যের অটোরিকশা ভাড়ায় চালালেও প্রায় ছয় মাস ঋণ করে নিজের জন্য একটি অটোরিকশা কেনেন। কিন্তু বেশ কিছুদিন হলো সেটি চুরি হয়ে যায়। এতে কিছুটা ভেঙে পড়েন। তবুও সব ভুলে আবারও দেনা করে আরেকটি অটোরিকশা কেনেন তিনি। 

রবিবার (১৫ অক্টোবর) সকালে পাকুন্দিয়া-কিশোরগঞ্জ সড়কের পাশ থেকে সেটিও চুরি হয়ে যায়। পরপর দুটি রিকশা চুরি হওয়ায় সহ্য করতে না পেরে একটি চিরকুট লিখে নিজ ঘরেই আত্মহত্যা করেন। এমন ঘটনায় তার বাড়িতে এখন শোকের ছায়া। চলছে অসুস্থ মা ও ছোট ভাইয়ের মাতম।

পাকুন্দিয়া থানার ওসি নাহিদ হাসান সুমন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রঞ্জন বড় আজলদী গ্রামের হাজী বাড়ির মৃত শাহাব উদ্দিনের ছেলে। তার আত্মহত্যার পেছনের ঘটনাটি খুবই নির্মম। সন্ধ্যায় তার নিজ বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় আমরা লাশটি উদ্ধার করেছি। তার লাশ পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়। সেখানে লিখা ছিল, ‘আমার অটো চুরি হয়ে গেছে, তাই আমি আত্মহত্যা করেছি। তাই আমার মারে কেউ কষ্ট দেবেন না দয়া করে। মা তোমার দাবি আমি দিতে পারলাম না!’

ওসি জানান, রঞ্জনের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ দুপুরে অটোরিকশা চুরির পর সে বাড়িতে ফিরে এসে চুপচাপ থাকে। পরে দুপুরের খাবার না খেয়ে অটোরিকশাটি যেখানে রাখা হতো সেখানে গিয়ে দরজা বন্ধ করে দেয়। সন্ধ্যার দিকে অনেক ডাকাডাকি করেও তার কোনও সাড়া পায়নি তারা। পরে দরজা ভেঙে ঘরে ডুকে তার ঝুলন্ত লাশ সবাই দেখতে পেয়ে পুলিশে খবর দেয় তারা।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, আমরা তার দুটি অটোরিকশা উদ্ধারেও সার্বিক ব্যবস্থা নেবো। লাশ ময়নাতদন্তের রিপোর্ট দেখে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। তারপরও মৃত্যুর সঠিক কারণ জানতে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রিপোর্ট পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, প্রায় ১০ বছর আগে রঞ্জনের বাবা শাহাব উদ্দিন মারা যান। এক ভাই আছে, সেও অনেক ছোট। এর মধ্যে দীর্ঘদিন তার মাও অসুস্থ। তেমন কোনও সহায়-সম্পত্তি নেই তাদের। শুধু এক টুকরো বসতভিটাই আছে। বাবা মারা যাওয়ার পর সংসারের একমাত্র উপার্জনক্ষম রঞ্জনের কাঁধে ছিল অনেক দায়িত্ব। তাই ধারদেনা করে একটি অটোরিকশা কিনেছিলেন। কিন্তু কিছুদিন পর সেটি চুরি হয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করে সেটি আর না পেয়ে আবারও ঋণ করে আরেকটি অটোরিকশা কেনেন। আজ সকালে সেটিও চুরি হওয়ায় সহ্য করতে পারেননি। তাই দেনা পরিশোধের ভয়ে নিজের আত্মহত্যা পথ বেছে নিয়েছে।

/এফআর/
সম্পর্কিত
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
বাবার সঙ্গে অভিমান করে শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ
ফেসবুকে পোস্ট দিয়ে শিশুসন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা
সর্বশেষ খবর
উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও ৩ নেতাকে বহিষ্কার বিএনপির
উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও ৩ নেতাকে বহিষ্কার বিএনপির
দায়িত্ব পালনকালে কতটা সুরক্ষা পাচ্ছেন পুলিশ সদস্যরা
পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা দিবস আজদায়িত্ব পালনকালে কতটা সুরক্ষা পাচ্ছেন পুলিশ সদস্যরা
শাহীনের বোলিংয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে পাকিস্তানের সিরিজ ভাগাভাগি
শাহীনের বোলিংয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে পাকিস্তানের সিরিজ ভাগাভাগি
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু