X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

ঋণের টাকায় কেনা ২ অটোরিকশা নিয়ে গেছে চোর, চিরকুট লিখে প্রাণ দিলেন চালক

কিশোরগঞ্জ প্রতিনিধি
১৬ অক্টোবর ২০২৩, ১৩:২৭আপডেট : ১৬ অক্টোবর ২০২৩, ১৩:২৭

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের বড় আজলদী গ্রামের রঞ্জন (২৬) অটোরিকশা চালিয়েই হাল ধরেছিলেন পরিবারের। প্রথমে অন্যের অটোরিকশা ভাড়ায় চালালেও প্রায় ছয় মাস ঋণ করে নিজের জন্য একটি অটোরিকশা কেনেন। কিন্তু বেশ কিছুদিন হলো সেটি চুরি হয়ে যায়। এতে কিছুটা ভেঙে পড়েন। তবুও সব ভুলে আবারও দেনা করে আরেকটি অটোরিকশা কেনেন তিনি। 

রবিবার (১৫ অক্টোবর) সকালে পাকুন্দিয়া-কিশোরগঞ্জ সড়কের পাশ থেকে সেটিও চুরি হয়ে যায়। পরপর দুটি রিকশা চুরি হওয়ায় সহ্য করতে না পেরে একটি চিরকুট লিখে নিজ ঘরেই আত্মহত্যা করেন। এমন ঘটনায় তার বাড়িতে এখন শোকের ছায়া। চলছে অসুস্থ মা ও ছোট ভাইয়ের মাতম।

পাকুন্দিয়া থানার ওসি নাহিদ হাসান সুমন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রঞ্জন বড় আজলদী গ্রামের হাজী বাড়ির মৃত শাহাব উদ্দিনের ছেলে। তার আত্মহত্যার পেছনের ঘটনাটি খুবই নির্মম। সন্ধ্যায় তার নিজ বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় আমরা লাশটি উদ্ধার করেছি। তার লাশ পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়। সেখানে লিখা ছিল, ‘আমার অটো চুরি হয়ে গেছে, তাই আমি আত্মহত্যা করেছি। তাই আমার মারে কেউ কষ্ট দেবেন না দয়া করে। মা তোমার দাবি আমি দিতে পারলাম না!’

ওসি জানান, রঞ্জনের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ দুপুরে অটোরিকশা চুরির পর সে বাড়িতে ফিরে এসে চুপচাপ থাকে। পরে দুপুরের খাবার না খেয়ে অটোরিকশাটি যেখানে রাখা হতো সেখানে গিয়ে দরজা বন্ধ করে দেয়। সন্ধ্যার দিকে অনেক ডাকাডাকি করেও তার কোনও সাড়া পায়নি তারা। পরে দরজা ভেঙে ঘরে ডুকে তার ঝুলন্ত লাশ সবাই দেখতে পেয়ে পুলিশে খবর দেয় তারা।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, আমরা তার দুটি অটোরিকশা উদ্ধারেও সার্বিক ব্যবস্থা নেবো। লাশ ময়নাতদন্তের রিপোর্ট দেখে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। তারপরও মৃত্যুর সঠিক কারণ জানতে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রিপোর্ট পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, প্রায় ১০ বছর আগে রঞ্জনের বাবা শাহাব উদ্দিন মারা যান। এক ভাই আছে, সেও অনেক ছোট। এর মধ্যে দীর্ঘদিন তার মাও অসুস্থ। তেমন কোনও সহায়-সম্পত্তি নেই তাদের। শুধু এক টুকরো বসতভিটাই আছে। বাবা মারা যাওয়ার পর সংসারের একমাত্র উপার্জনক্ষম রঞ্জনের কাঁধে ছিল অনেক দায়িত্ব। তাই ধারদেনা করে একটি অটোরিকশা কিনেছিলেন। কিন্তু কিছুদিন পর সেটি চুরি হয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করে সেটি আর না পেয়ে আবারও ঋণ করে আরেকটি অটোরিকশা কেনেন। আজ সকালে সেটিও চুরি হওয়ায় সহ্য করতে পারেননি। তাই দেনা পরিশোধের ভয়ে নিজের আত্মহত্যা পথ বেছে নিয়েছে।

/এফআর/
সম্পর্কিত
বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সাবেক স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার পর প্রাণ দিলেন স্বামীও
লেকে ভাসছিল ঢাবির সাবেক শিক্ষার্থীর লাশ, স্বজনদের দাবি পরিকল্পিত হত্যা
সর্বশেষ খবর
সরকারবিরোধী বক্তব্য নয়, বিএনপির আলোচনা সভায় আত্মসমালোচনা
সরকারবিরোধী বক্তব্য নয়, বিএনপির আলোচনা সভায় আত্মসমালোচনা
শাহজালাল বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা বোয়িং বিমানে ট্রলির আঘাত
শাহজালাল বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা বোয়িং বিমানে ট্রলির আঘাত
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
দেওয়ানগঞ্জে ডিবি পুলিশের ওপর হামলা করে দুই আসামি ছিনতাই
দেওয়ানগঞ্জে ডিবি পুলিশের ওপর হামলা করে দুই আসামি ছিনতাই
সর্বাধিক পঠিত
বাংলাদেশ নিয়ে দিল্লিতে সংসদীয় প্যানেলের বৈঠকে যা আলোচনা হলো
বাংলাদেশ নিয়ে দিল্লিতে সংসদীয় প্যানেলের বৈঠকে যা আলোচনা হলো
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু