X
মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
১০ আষাঢ় ১৪৩২

ঋণের টাকায় কেনা ২ অটোরিকশা নিয়ে গেছে চোর, চিরকুট লিখে প্রাণ দিলেন চালক

কিশোরগঞ্জ প্রতিনিধি
১৬ অক্টোবর ২০২৩, ১৩:২৭আপডেট : ১৬ অক্টোবর ২০২৩, ১৩:২৭

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের বড় আজলদী গ্রামের রঞ্জন (২৬) অটোরিকশা চালিয়েই হাল ধরেছিলেন পরিবারের। প্রথমে অন্যের অটোরিকশা ভাড়ায় চালালেও প্রায় ছয় মাস ঋণ করে নিজের জন্য একটি অটোরিকশা কেনেন। কিন্তু বেশ কিছুদিন হলো সেটি চুরি হয়ে যায়। এতে কিছুটা ভেঙে পড়েন। তবুও সব ভুলে আবারও দেনা করে আরেকটি অটোরিকশা কেনেন তিনি। 

রবিবার (১৫ অক্টোবর) সকালে পাকুন্দিয়া-কিশোরগঞ্জ সড়কের পাশ থেকে সেটিও চুরি হয়ে যায়। পরপর দুটি রিকশা চুরি হওয়ায় সহ্য করতে না পেরে একটি চিরকুট লিখে নিজ ঘরেই আত্মহত্যা করেন। এমন ঘটনায় তার বাড়িতে এখন শোকের ছায়া। চলছে অসুস্থ মা ও ছোট ভাইয়ের মাতম।

পাকুন্দিয়া থানার ওসি নাহিদ হাসান সুমন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রঞ্জন বড় আজলদী গ্রামের হাজী বাড়ির মৃত শাহাব উদ্দিনের ছেলে। তার আত্মহত্যার পেছনের ঘটনাটি খুবই নির্মম। সন্ধ্যায় তার নিজ বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় আমরা লাশটি উদ্ধার করেছি। তার লাশ পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়। সেখানে লিখা ছিল, ‘আমার অটো চুরি হয়ে গেছে, তাই আমি আত্মহত্যা করেছি। তাই আমার মারে কেউ কষ্ট দেবেন না দয়া করে। মা তোমার দাবি আমি দিতে পারলাম না!’

ওসি জানান, রঞ্জনের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ দুপুরে অটোরিকশা চুরির পর সে বাড়িতে ফিরে এসে চুপচাপ থাকে। পরে দুপুরের খাবার না খেয়ে অটোরিকশাটি যেখানে রাখা হতো সেখানে গিয়ে দরজা বন্ধ করে দেয়। সন্ধ্যার দিকে অনেক ডাকাডাকি করেও তার কোনও সাড়া পায়নি তারা। পরে দরজা ভেঙে ঘরে ডুকে তার ঝুলন্ত লাশ সবাই দেখতে পেয়ে পুলিশে খবর দেয় তারা।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, আমরা তার দুটি অটোরিকশা উদ্ধারেও সার্বিক ব্যবস্থা নেবো। লাশ ময়নাতদন্তের রিপোর্ট দেখে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। তারপরও মৃত্যুর সঠিক কারণ জানতে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রিপোর্ট পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, প্রায় ১০ বছর আগে রঞ্জনের বাবা শাহাব উদ্দিন মারা যান। এক ভাই আছে, সেও অনেক ছোট। এর মধ্যে দীর্ঘদিন তার মাও অসুস্থ। তেমন কোনও সহায়-সম্পত্তি নেই তাদের। শুধু এক টুকরো বসতভিটাই আছে। বাবা মারা যাওয়ার পর সংসারের একমাত্র উপার্জনক্ষম রঞ্জনের কাঁধে ছিল অনেক দায়িত্ব। তাই ধারদেনা করে একটি অটোরিকশা কিনেছিলেন। কিন্তু কিছুদিন পর সেটি চুরি হয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করে সেটি আর না পেয়ে আবারও ঋণ করে আরেকটি অটোরিকশা কেনেন। আজ সকালে সেটিও চুরি হওয়ায় সহ্য করতে পারেননি। তাই দেনা পরিশোধের ভয়ে নিজের আত্মহত্যা পথ বেছে নিয়েছে।

/এফআর/
সম্পর্কিত
সেগুনবাগিচায় ক্যানসার আক্রান্ত বৃদ্ধার আত্মহত্যার অভিযোগ
ঋণের চাপে ডিম বিক্রেতার ‘আত্মহত্যা’
বটগাছের ডালে ঝুলে ছিল ট্রাকচালকের মরদেহ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৪ জুন, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২৪ জুন, ২০২৫)
সাবেক সিইসিকে হেনস্তার ঘটনায় ব্লাস্টের উদ্বেগ
সাবেক সিইসিকে হেনস্তার ঘটনায় ব্লাস্টের উদ্বেগ
আইএমএফের ১৩০ কোটি ডলার একসঙ্গে পাচ্ছে বাংলাদেশ, ২৬ জুন রিজার্ভে জমা
আইএমএফের ১৩০ কোটি ডলার একসঙ্গে পাচ্ছে বাংলাদেশ, ২৬ জুন রিজার্ভে জমা
বগুড়ায় বিএনপির কার্যালয়ে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর পোস্টার
বগুড়ায় বিএনপির কার্যালয়ে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর পোস্টার
সর্বাধিক পঠিত
দেশের সম্ভাবনাময় পর্যটন ব্যবসায় অশনিসংকেত
দেশের সম্ভাবনাময় পর্যটন ব্যবসায় অশনিসংকেত
৫ আগস্টের পর ক্ষমতার বিরোধে দুই বন্ধু হয়ে গেলেন শত্রু, ঘটে গেলো জোড়া খুন
৫ আগস্টের পর ক্ষমতার বিরোধে দুই বন্ধু হয়ে গেলেন শত্রু, ঘটে গেলো জোড়া খুন
ইলেকট্রনিক্স ব্যবসায় মন্দা, নেপথ্যের কারণ কী
ইলেকট্রনিক্স ব্যবসায় মন্দা, নেপথ্যের কারণ কী
টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী হাউসবোট চলাচল নিষিদ্ধ
টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী হাউসবোট চলাচল নিষিদ্ধ
কাতার ও ইরাকে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
কাতার ও ইরাকে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা