মানুষের মাথায় শিং গজানোর গল্প রূপকথায় হরহামেশা দেখা গেলেও এবার সত্যি সত্যিই এক বৃদ্ধের মাথায় শিং গজিয়েছে! জামালপুরের বৃদ্ধ আয়েদ আলীর (১১০) মাথায় দেখা গেছে প্রায় ৪ ইঞ্চি লম্বা এই শিং। সেই শিং নিয়ে তিনি ভর্তি হয়েছেন জামালপুর জেনারেল হাসপাতালে।
শহরতলীর লাঙ্গলজোড়া গ্রামের বাসিন্দা বৃদ্ধ আয়েদ আলী জানান, একবছর আগে তার মাথা থেকে এই শিং বের হয়। একবছরে এটি চার ইঞ্চি লম্বা হয়েছে। এখন এই শিংয়ের কারণে মাথায় প্রচণ্ড ব্যথা করে এবং শিংয়ের ভেতরে চুলকায়। বর্তমানে তিনি হাসপাতালের তিন তলায় সার্জিক্যাল ওয়ার্ডে ভর্তি রয়েছেন।
হাসপাতালের চিকিৎসক ডা. আব্দুল বাতেন, ডা. মো. আজিজ ও ডা. সৈকত রোগীকে পরীক্ষা করছেন। শিং গজানোর বিষয়টি নিশ্চিত করে তারা এটিকে বিশেষ এক ধরনের রোগ বলে শনাক্ত করেছেন। অপারেশনের মাধ্যমে গজানো শিং তুলে ফেলা সম্ভব বলেও জানিয়েছেন তারা।
জামালপুরের সিভিল সার্জন ডা. মোশায়ের উল ইসলাম রতন বলেন, বৃদ্ধের মাথায় গজানো জিনিসটি শিংয়ের মত দেখতে হলেও এটি একটি রোগ। রোগটির নাম সেবাশিয়াস হর্ন। বিনাইন টিউমারের কারণে এটি হয়। এই টিউমারে ক্যানসারের কোন জার্ম থাকে না, তাই এ নিয়ে আতঙ্কের কিছু নেই। দু’একদিনের মধ্যেই এটি অপারেশন করে তুলে ফেলা হবে।
আরও পড়ুন: জাতীয় ঐক্য সৃষ্টি হয়ে গেছে: প্রধানমন্ত্রী
/এমও/