X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

তদন্ত কমিটিকে যা বলেছেন রাউধার সহপাঠীরা

রাজশাহী প্রতিনিধি
১২ এপ্রিল ২০১৭, ২৩:৫৯আপডেট : ১৩ এপ্রিল ২০১৭, ০০:০৯

রাউধা আথিফ ‘২৯ মার্চ সকাল ১১টায় রাউধাকে ঘুম থেকে জাগানোর জন্য দরজা নক করি। কোনও সাড়া না পেয়ে পরে বাথরুম থেকে ফেরার পথে আবার নক করি। এবারও সাড়া না পেয়ে আরও জোরে নক করি এবং দরজার দুই পাল্লার ফাঁক দিয়ে উঁকি মেরে দেখি, রাউধা আথিফ সিলিং ফ্যান থেকে ঝুলছে। এটা দেখে আমি চিৎকার করে কাঁদতে শুরু করি। কিন্তু দরজা খুলতে পারি না। কারণ দরজা ভেতর থেকে লাগানো ছিল। আমার চিৎকারে ১৫-২০ জন ছাত্রী ও হোস্টেল কর্মচারীরা সেখানে উপস্থিত হয়। সবাই মিলে দরজা ধাক্কাতে শুরু করলে এক সময় দরজা খুলে যায়।’
রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিক্যাল কলেজের শিক্ষার্থী এবং মালদ্বীপের নাগরিক ও মডেল রাউধা আথিফের মৃত্যুর ঘটনায় রাউধার বাবার দায়ের করা হত্যা মামলার একমাত্র আসামি, কলেজের দ্বিতীয় বার্ষের শিক্ষার্থী ও ভারতীয় নাগরিক সিরাত পারভীন মাহমুদ তার জবানবন্দিতে এ বক্তব্য দিয়েছেন। মেডিক্যাল কলেজটির পাঁচ সদস্যের তদন্ত কমিটির কাছে সিরাত এই জবানবন্দি দেন।
রাউধা হত্যায় ইসলামী মেডিক্যাল কলেজের তদন্ত কমিটির প্রতিবেদন মঙ্গলবার (১১ এপ্রিল) কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. নজরুল ইসলামের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেয় কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল মুকিত সরকারকে আহ্বায়ক করে গঠিত ওই তদন্ত কমিটি। কলেজ হোস্টেলের বিদেশি ব্লকের ছাত্রী, অন্যান্য ছাত্রী ও হোস্টেলের কর্মচারীদের ১৭ জনের জবানবন্দির ভিত্তিতে ওই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। এতে বলা হয়েছে, রাউধা তার ঘরের দরজার ছিটকানি তুলে দিয়ে দরজা-জানালা বন্ধ করে গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানে ঝুলে আত্মহত্যা করেছেন।
তদন্ত কমিটির কাছে দেওয়া জবানবন্দিতে ওই মেডিক্যাল কলেজের আরেক শিক্ষার্থী, ভারতের কাশ্মীরের মেয়ে ইনশা বলেন, ‘গত ২০ মার্চ রাউধা তার শাহী নামের এক বন্ধুর সঙ্গে বন্ধুত্ব চ্ছিন্ন হওয়ায় মানসিকভাবে মুষড়ে পড়েছিল। ২৯ মার্চ সকাল ১১টায় সিরাত আমার রুমে দৌড়ে আসে এবং রাউধা আত্মহত্যা করেছে বলে জানায়। তখন আমি দৌড়ে যাই এবং ওখানে হাজির হওয়া অন্যদের সঙ্গে দরজা ধাক্কা দিতে শুরু করি। এক সময় দরজা খুলে গেলে রাউধাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। রাউধা বেঁচে আছে মনে করে তার গলার স্কার্ফ ছুঁরি দিয়ে কেটে তাকে বিছানায় নামিয়ে রাখা হয়।’
ইন্টার্নি চিকিৎসক বিপাশা হোসেন তার বক্তব্যে বলেন, ‘বিদেশি ছাত্রীদের চিৎকারে আমি ওই ব্লকে গিয়ে দেখতে পাই, সবাই দরজায় ধাক্কা দিচ্ছে। সবার ধাক্কাধাক্কিতে দরজা খুললে রাউধাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখা যায়।’
কলেজের আরেক ভারতীয় ছাত্রী তানজিম আরা রহমানের বক্তব্য অনুযায়ী, ২৯ মার্চ সকাল আনুমানিক ১১টার দিকে সিরাতের চিৎকারে তিনি রুম থেকে বের হয়ে ২০৯ নম্বর রুমের সামনে যান। সেখানে তিনি অন্যদের ওই রুমের দরজা ধাক্কাতে দেখেন। তিনি বলেন, ‘দরজা খোলার পর রাউধাকে ঝুলতে দেখা যায় ফ্যান থেকে। পরে ইনশা তার গলার স্কার্ফ কেটে দ্রুত বেডে শুইয়ে দেয়।’
নিজেকে রাউধার ভালো বন্ধু দাবি করে ভারতের শিক্ষার্থী সনজিভ বিস্টা তদন্ত বোর্ডকে জবানবন্দিতে বলেন, ‘রাউধা আমার ভালো বন্ধু ছিল। ৯ মার্চ সে আমাকে মোবাইলে এসএমএসের মাধ্যমে আত্মহত্যা করার কথা জানায়। এ নিয়ে আমাদের মধ্যে কয়েকটি এসএমএস বিনিময় হয়েছে। তবে আমি এটাকে ঠাট্টা মনে করে কোনও গুরুত্ব দেইনি। কিন্তু ২৯ মার্চ ঠিক ওই ঘটনাই (আত্মহত্যা) ঘটলো।’ আত্মহত্যা নিয়ে সনজিভ ও রাউধার মোবাইলের এসএমএসগুলো সনজিভের কাছে সংরক্ষিত আছে বলে জানান তিনি।
এর আগে, গত ১০ এপ্রিল রাউধার মৃত্যুর ১২ দিন পর তার সহপাঠী সিরাতকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন রাউধার বাবা ডা. মোহাম্মদ আথিফ। রাজশাহীর আদালতে দায়ের করা এই মামলা আদালতের নির্দেশ মঙ্গলবার (১১ এপ্রিল) বিকালে নগরীর শাহ মখদুম থানায় হত্যা মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে।
এই মামলা দায়ের করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন মামলার আসামি সিরাত। সাংবাদিকদের সঙ্গে সরাসরি কথা না বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মাধ্যমে তিনি জানান, রাউধার মৃত্যুর সঙ্গে তার কোনও ধরনের সম্পর্ক নেই।


উল্লেখ, গত ২৯ মার্চ রাজশাহী ইসলামী ব্যাংক মেডিক্যাল কলেজ হাসপাতালের ছাত্রী হোস্টেলের ২০৯ নম্বর কক্ষ থেকে রাউথা আথিফের লাশ উদ্ধার করা হয়। লাশ উদ্ধারের পর পুলিশে জানিয়েছিল, সিলিং ফ্যানের সঙ্গে কাপড় বেঁধে গলায় ফাঁস দিয়ে রাউধা আত্মহত্যা করে। তবে পুলিশ পৌঁছানোর আগেই তার সহপাঠীরা রাউধার লাশ নামিয়ে ফেলেছিল। বৃহস্পতিবার (৩০ মার্চ) রাউধার লাশ দেখতে রাজশাহীতে আসেন মালদ্বীপের রাষ্ট্রদূত আয়েশাথ শান শাকির এবং তার মা-বাবাসহ পরিবারের সদস্যরা। শুক্রবার (৩১ মার্চ) তার লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়। রাউধা আত্মহত্যা করেছে উল্লেখ করে বোর্ড ময়নাতদন্ত প্রতিবেদন জমা দেয়। পরে ওই দিনই রাজশাহীর হেতেম খাঁ কবরস্থানে রাউধাকে দাফন করা হয়
রাউধা রাজশাহী ইসলামী ব্যাংক মেডিক্যাল কলেজ হাসপাতালের এমবিবিএস দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। রাউধা পড়ালেখার পাশাপাশি মডেলিং করতেন। ২০১৬ সালের অক্টোবর মাসে বিশ্বখ্যাত ‘ভোগ’ ম্যাগাজিনের ভারতীয় সংস্করণের প্রচ্ছদে আরও পাঁচ নারী মডেলের সঙ্গে ছিলেন রাউধা।

আরও পড়ুন-

কেউ জানে না কেন রাউধার আত্মহত্যা!

রাউধার মৃত্যুতে হত্যা মামলা নিয়েছে পুলিশ

রাউধার মৃত্যুতে এখনও হত্যাকাণ্ডের আলামত পায়নি মালদ্বীপ পুলিশ

ময়নাতদন্ত প্রতিবেদন চ্যালেঞ্জ করেছেন রাউধার বাবা, মামলার প্রস্তুতি

রাউধাকে ‘হত্যা’ করা হয়েছে দাবি বাবার, পুলিশ বলছে ‘চান্স ফিফটি-ফিফটি’

/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজশাহীতে গরমে নাকাল প্রাণিকুল, মারা যাচ্ছে পাখি
রাজশাহীতে গরমে নাকাল প্রাণিকুল, মারা যাচ্ছে পাখি
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
মাটি কাটার সময় ‘গরমে অসুস্থ হয়ে’ নারী শ্রমিকের মৃত্যু
মাটি কাটার সময় ‘গরমে অসুস্থ হয়ে’ নারী শ্রমিকের মৃত্যু
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার