X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

নিহত ছাত্রলীগ নেতা শাওনের ময়নাতদন্ত সম্পন্ন

ময়মনসিংহ প্রতিনিধি
১৯ মার্চ ২০১৮, ১৬:৫৮আপডেট : ১৯ মার্চ ২০১৮, ১৬:৫৮

নিহত জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আশফাক আল রাফী শাওন

দুর্বৃত্তের গুলিতে নিহত জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আশফাক আল রাফী শাওনের লাশ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্ত করা হয়েছে। ময়মনসিংহ ১ নম্বর আমলি আদালতের নির্দেশে সোমবার দুপুরে ফুলবড়িয়া উপজেলার লক্ষীপুর গ্রামে পারিবারিক কবরস্থান থেকে শাওনের লাশ উত্তোলন করা হয়।

এ সময় ফুলবাড়িয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিউলি হরি, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও পরিবারের সদস্যসহ স্থানীয় বিশিষ্টজনরা  উপস্থিত ছিলেন।

লাশ উত্তোলন ও ময়নাতদন্ত সম্পন্নের কথা নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, ‘আদালতের নির্দেশনা অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশ উত্তোলন করা হয়েছে। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ ফরেনসিক মেডিসিন বিভাগের ডাক্তার লুৎফুর রহমান জানান, শাওনের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছেন। খুব শিগগিরই ময়নাতদন্তের রিপোর্ট পুলিশের কাছে পাঠানো হবে।

উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারি মধ্যরাতে নগরীর গোলপুকুর পাড় এলাকায় সন্ত্রাসীদের গুলিতে খুন হয় ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আশফাক আল রাফী শাওন। সন্ত্রাসীরা শাওনের পেটে ২টি গুলি করে। হত্যা নিশ্চিত করে দুর্বৃত্তরা পালিয়ে যায় বলে জানায় তার পরিবার। গত ৯ মার্চ ময়নাতদন্ত ছাড়াই শাওনের মৃতদেহ দাফন করা হয়। এই ঘটনায় শাওনের পরিবার কোনও মামলা না করায়, ঘটনার ১৯ দিনের পর ১৫ মার্চ পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর পুলিশ কবর থেকে শাওনের লাশ উত্তোলনের আবেদন করলে ময়মনসিংহের ১ নম্বর আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এসএম রাজীবুল হাসান আবেদন মঞ্জুর করে লাশ উত্তোলনের নির্দেশ দেন।

আরও পড়ুন: পরিবহন ধর্মঘটের প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন


 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ