X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

মেলেনি সাড়া, বন্ধ হলো ম্যাংগো স্পেশাল ট্রেন

রাজশাহী প্রতিনিধি
২৫ জুন ২০২২, ২১:১৩আপডেট : ২৫ জুন ২০২২, ২৩:৪৫

চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজধানী ঢাকায় স্বল্প খরচে আম পরিবহনে চালু হওয়া ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’ বন্ধ হয়েছে। চলতি মৌসুমে মাত্র ১১ দিন চলার পর কাঙ্ক্ষিত সাড়া না মেলায় বন্ধ হলো ট্রেনটি। গত ১৩ জুন থেকে চালু হওয়া ট্রেনটিতে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী অঞ্চলের ১৩ স্টেশন থেকে আম ঢাকার উদ্দেশে ছেড়ে যেত। শেষ বৃহস্পতিবার (২৩ জুন) আম পরিবহন করে ট্রেনটি। এরপর চলতি মৌসুমের জন্য ট্রেনটি বন্ধ ঘোষণা করা হয়।

পশ্চিমাঞ্চল রেলওয়ের তথ্যমতে, চাঁপাইনবাবগঞ্জ, রহনপুর, নাচোল, আমনুরা বাইপাস, নেজামপুর, কাঁকনহাট, রাজশাহী, সারদাহ রোড, আড়ানী, আব্দুলপুর, আজিমনগর ও লোকমানপুর থেকে আম ম্যাংগো স্পেশাল ট্রেনে পরিবহন করা হতো। এ অঞ্চলের ১৩ স্টেশনের মধ্যে আড়ানি থেকে সর্বোচ্চ আম পরিবহন হয়েছে।
১৩ থেকে ২০ জুন পর্যন্ত ট্রেনটিতে মোট এক লাখ ৭৮ হাজার ৭৭৮ কেজি আম ঢাকায় নেওয়া হয়েছে। যা থেকে রেলওয়ের আয় হয়েছে দুই লাখ ১২ হাজার ১৭৮ টাকা।

এর মধ্যে রহনপুর স্টেশন থেকে ২১ হাজার ৭৭৪ কেজি আম পরিবহন করে আয় হয়েছে ২৭ হাজার ৪৪৪ টাকা, নাচোল থেকে চার হাজার ১৮৫ কেজিতে পাঁচ হাজার ৫৭৫, নেজামপুর থেকে দুই হাজার ১৮০ কেজি আমে তিন হাজার ৭৪, আমনুরা জং থেকে এক হাজার ৮৮০ কেজি আমে দুই হাজার ৪৬৭, আমনুরা বাইপাস থেকে পাঁচ হাজার ২৭২ কেজিতে ছয় হাজার ৯৭৮, চাঁপাইনবাবগঞ্জ থেকে ৩৪ হাজার ৫৯৪ কেজিতে ৪৫ হাজার ৯০৭, কাঁকনহাট থেকে তিন হাজার ৫৯০ কেজিতে চার হাজার ৮১৫, রাজশাহী থেকে ২৭ হাজার ১৮৭ কেজিতে ৩৬ হাজার ১৯৭, সারদাহ থেকে ১২ হাজার ১৭৮ কেজিতে ১৩ হাজার ৫২৮, আড়ানী থেকে ৬১ হাজার ৪১০ কেজিতে ৬২ হাজার ৬০৪, আব্দুলপুরে ১৪ হাজার ৬৫০ কেজিতে ১৬ হাজার ৬৩৪, আজিমনগরে ৮৭০ কেজিতে এক হাজার ৯০ ও লোকমানপুর থেকে ১২ হাজার ১২১ কেজিতে রেলওয়ের আয় হয়েছে ১২ হাজার ৩৪৭ টাকা।

চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রতি কেজি আম পরিবহনে এক টাকা ৩১ পয়সা ও রাজশাহী থেকে এক টাকা ১৭ পয়সা হারে বিশেষায়িত এই ট্রেনে আম পরিবহনের সুযোগ পেয়েছেন ব্যবসায়ীরা।

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বলেন, চাষি ও ব্যবসায়ীদের ম্যাংগো স্পেশাল ট্রেনে আম পরিবহনে অনাগ্রহসহ সামনের ঈদ যাত্রা বিবেচনা করে ট্রেনটি বন্ধ করা হয়েছে। প্রতিদিন পাঁচটি বগিতে আম পরিবহন করা হতো। স্বল্প খরচে আম পরিবহনের সুযোগ থাকলেও রেলওয়ের প্রত্যাশা অনুযায়ী ব্যবসায়ীরা আগ্রহ দেখাননি।

উল্লেখ্য, ২০২০ সালে প্রথম ম্যাংগো স্পেশাল ট্রেন চালু করেছিল পশ্চিমাঞ্চল রেলওয়ে। ২০২১ সালে করোনার সময় প্রায় দেড় মাস চলেছিল ম্যাংগো স্পেশাল ট্রেন।

রেল বিভাগের তথ্যমতে, করোনাকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে ২০২০ সালের ৫ জুন প্রথমবারের মতো ম্যাংগো স্পেশাল ট্রেন উদ্বোধন করা হয়। ওই বছরের ২১ জুলাই পর্যন্ত চলা এই ট্রেনে আম পরিবহন হয় এক লাখ ৬৭ হাজার ৮২ কেজি। আর তা থেকে রাজস্ব আয় হয় দুই লাখ ১১ হাজার ৪৫৮ টাকা।

২০২১ সালের ২৭ মে দ্বিতীয়বার ট্রেনটি চালু হয়। ট্রেনটি ওই বছরের ১৬ জুলাই পর্যন্ত আম পরিবহন করে। ওই বছরে আম পরিবহন হয় ২ লাখ ৩৬ হাজার ৯৭৩ কেজি। সে বছর রাজস্ব আদায় হয়েছিল ১৩ লাখ ৪৪ হাজার ৯২০ টাকা।

/এফআর/
সম্পর্কিত
পণ্যের জিআই সনদ পাওয়ার অর্থনৈতিক সুবিধা
ফাগুনের আগেই খুলনায় গাছে গাছে আম্র মুকুল
হিলির বাজারে কাটিমন আম, দাম কত?
সর্বশেষ খবর
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
হৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালহৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
‘মডার্ন মেট্রোপলিস’ থিমে ঈদ সংগ্রহ এনেছে ঢেউ
‘মডার্ন মেট্রোপলিস’ থিমে ঈদ সংগ্রহ এনেছে ঢেউ
কাপাসিয়ায় গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
কাপাসিয়ায় গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়