X
শনিবার, ১০ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

ঈদের দিন বেপরোয়া গতি কেড়ে নিলো ৩ মোটরসাইকেল আরোহীর প্রাণ

বগুড়া প্রতিনিধি
২২ এপ্রিল ২০২৩, ২২:২৬আপডেট : ২২ এপ্রিল ২০২৩, ২২:২৬

বগুড়ার নন্দীগ্রামে মহাসড়কে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর সময় দুটি পৃথক দুর্ঘটনায় তিন জন নিহত ও চার জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (২২ এপ্রিল) বিকালে উপজেলার পৃথক স্থানে এসব ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশের কুন্দারহাট ফাঁড়ির ইনচার্জ এসআই আবুল হাসনাত বলেন, ‘বিকালে উপজেলার কাথম বেড়াগাড়ি এলাকায় বেপরোয়া গতিতে চালানোর সময় দুই মোটরসাইকেলের সংঘর্ষ ও চাকলমা এলাকায় একটি মোটরসাইকেল অটোরিকশাকে ধাক্কা দিলে এসব হতাহতের ঘটনা ঘটে।’ 

তিনি বলেন, ‘ঈদের দিন বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর কারণে উপজেলার বিভিন্ন স্থানে আট চালকের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।’

নিহতরা হলেন—নন্দীগ্রাম উপজেলার দামগাড়া গ্রামের নান্টু মিয়ার ছেলে হোটেল ব্যবসায়ী ইমরান হোসেন (২৮), গাইবান্ধা সদরের পূর্বপাড়ার গোলাম হোসেনের ছেলে আবিদার হোসেন (২৪) এবং নন্দীগ্রামের কল্যাণনগর এলাকার ইয়াকুব আলীর ছেলে বুলবুল হোসেন (২৫)।

আহতরা হলেন—নিহত ইমরানের স্ত্রী মারুফা বেগম ও ভাতিজা মো. মানিক (২৬)। মানিককে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে আবিদার হোসেন মোটরসাইকেলে এক বন্ধুকে নিয়ে নন্দীগ্রাম থেকে বগুড়ার দিকে
যাচ্ছিলেন। অপরদিকে এমরান হোসেন তার স্ত্রী মারুফা ও ভাতিজা নিয়ে কুন্দারহাট থেকে নন্দীগ্রাম সদরের দিকে যাচ্ছিলেন। বেপরোয়া গতিতে আসা দুটি মোটরসাইকেলের সংঘর্ষ হয় কাথম বেড়াগাড়ি এলাকায়। এতে ঘটনাস্থলেই আবিদার হোসেন ও ইমরান হোসেন নিহত হন। আহত হন ইমরানের স্ত্রী ও ভাতিজা এবং আবিদারের বন্ধু। হাইওয়ে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

অপরদিকে, শনিবার বিকাল ৫টার দিকে বুলবুল হোসেন ও তার বন্ধু মানিক মোটরসাইকেলে নন্দীগ্রামের কাথম এলাকায় যাচ্ছিলেন। বেপরোয়া গতিতে
তারা কাথম মোড়ে একটি সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে আহত হন বুলবুল ও মানিক। তাদের উদ্ধার করে শজিমেক হাসপাতালে নেওয়া হয়।
সেখানে চিকিৎসক বুলবুলকে মৃত ঘোষণা করেন। সিলিমপুর মেডিক্যাল পুলিশ ফাঁড়ির এএসআই আবদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

কুন্দারহাট ফাঁড়ির ইনচার্জ এসআই আবুল হাসনাত বলেন, ‘শনিবার বিকালে বগুড়া-নাটোর মহাসড়কে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে পৃথক দুর্ঘটনায় তিন জন নিহত এবং চার জন আহত হন। মরদেহগুলো বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলতি মোটরসাইকেলগুলো জব্দ করা হয়েছে। এসব ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
বাসে উঠতে গিয়ে ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে প্রাণ গেলো দুজনের
চলন্ত মোটরসাইকেলে ককটেল নিক্ষেপ, দুই ভাই আহত
কাগজপত্রবিহীন মোটরসাইকেল ছাড়াতে এসে থানায় হামলা, আটক ৪
সর্বশেষ খবর
আ.লীগের নিষিদ্ধের বিষয়ে বিএনপি সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় ছাত্রদল নেতার পদত্যাগ
আ.লীগের নিষিদ্ধের বিষয়ে বিএনপি সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় ছাত্রদল নেতার পদত্যাগ
চলচ্চিত্র পরিচালক সমিতির নেতৃত্বে দুই শাহীন!
চলচ্চিত্র পরিচালক সমিতির নেতৃত্বে দুই শাহীন!
শনিবার সারা দেশে গণজমায়েতের ডাক হাসনাতের
শনিবার সারা দেশে গণজমায়েতের ডাক হাসনাতের
আ.লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ৭ কিলোমিটার যানজট
আ.লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ৭ কিলোমিটার যানজট
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের