X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

৩ হাজার টাকা ও মোবাইলের জন্য বন্ধুকে হত্যা করলো দুই কিশোর

দিনাজপুর প্রতিনিধি
১৫ মার্চ ২০২৩, ২৩:০০আপডেট : ১৫ মার্চ ২০২৩, ২৩:০০

পাওনার তিন হাজার পাওনা টাকার জেরে দিনাজপুরের চিরিরবন্দরে মিরাজ (১৫) নামে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে গলাকেটে হত্যা করেছে তারই বন্ধুরা। এই ঘটনায় করা মামলায় দুই কিশোরকে গ্রেফতার করা হয়েছে। আসামিরা নিজেদের দোষ স্বীকারও করেছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১৪ মার্চ) রাত ১২টায় উপজেলার ১২ নং আলোকদিঘি ইউনিয়নের গোশাহার এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মিরাজ একই উপজেলার ১নং নশরতপুর ইউনিয়নের সরদারপাড়া এলাকার আমিনুল ইসলামের ছেলে। সে নশরতপুর আদর্শ পল্লী উন্নয়ন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়ালেখা করতো।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে নিহত কিশোরের গলাকাটা লাশ দেখতে পেয়ে স্থানীয়রা ফোন করে থানায় বিষয়টি জানান। পরে পুলিশ ঘটনাস্থলে এসে গলাকাটা অবস্থায় লাশটি পায়। রাতেই লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয় এবং রাত ১২টার দিকে উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, পাওনা টাকার জেরে তারই বন্ধুরা হত্যা করেছে। এই হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু, হত্যাকারীদের রক্তমাখা কাপড় ও ভিকটিমের মোবাইল ফোন হত্যাকারীদের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে।

চিরিরবন্দর থানার ওসি বজলুর রশিদ জানান, নিহত মিরাজ ও গ্রেফতার দুজনই ঘনিষ্ঠ বন্ধু। কোনও এক প্রয়োজনে প্রায় এক বছর আগে মিরাজ তার বন্ধুর কাছ থেকে তিন হাজার টাকা ধার নেয়। দীর্ঘদিন হয়ে গেলেও সেই টাকা ফেরত দেয়নি। এই ঘটনাকে কেন্দ্র করে ওই অভিযুক্ত দুই কিশোর মিরাজকে হত্যা করে তার অ্যানড্রোয়েড মোবাইল ফোন কেড়ে নেওয়ার পরিকল্পনা করে। পরিকল্পনা মোতাবেক মঙ্গলবার রাতে কৌশলে মিরাজকে রানীরবন্দর বাজারে ডেকে নেয়। পরে মিরাজের বাইসাইকেলে করে তিন বন্ধু রানীরবন্দর থেকে গশাহার নামক এলাকার উদ্দেশে রওয়ানা দেয়।

তিনি জানান, বাইসাইকেল চালাচ্ছিল একজন। সামনে বসেছিল মিরাজ এবং পেছনে আরেক বন্ধু। বিলের পাশ দিয়ে একটি রাস্তা দিয়ে তারা নির্জন স্থানে যায়। তখন ঘড়িতে প্রায় রাত ১০টা। পেছন থেকেই চাকু দিয়ে গলায় আঘাত করে এক বন্ধু। এ সময় মিরাজ সাইকেল থেকে মাটিতে পড়ে যায়। পেছনের জন চাকু নিয়ে আবারও আঘাত করে এবং গলা কেটে হত্যা নিশ্চিত করে। পরে তারা চাকুটি পার্শ্ববর্তী ভুট্টাক্ষেতে ফেলে দেয়। এ সময় নিজেদের রক্তমাখা কাপড়-চোপড় পরিবর্তন করে বিভিন্ন স্থানে লুকিয়ে রাখে এবং নিহতের মোবাইল ফোন নিয়ে একজন তার নিজের বাড়িতে লুকিয়ে রাখে।

ওসি জানান, এই ঘটনায় মিরাজের বাবা আমিনুল ইসলাম বাদী হয়ে একটি মামলা করেছেন। এই মামলায় ওই দুজনকে গ্রেফতার দেখানো হয়েছে। একইসঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের রক্তমাখা কাপড় চোপড় উদ্ধার করা হয়েছে এবং ভুক্তভোগীর মোবাইল ফোন হত্যাকারী একজনের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করেছে দুজনই।

মিরাজের বাবা আমিনুল ইসলাম বলেন, মঙ্গলবার রাত ৮টার দিকে আমার ছেলে বাজার করতে সাইকেল নিয়ে রানীরবন্দর বাজারে যায়। রাত ১০টা বেজে গেলেও সে বাড়ি ফিরে না আসায় তাকে অনেক খোঁজাখুঁজি করি। পরে স্থানীয়রা আমাকে জানান, আমার ছেলের লাশ রাস্তার ধারে পড়ে রয়েছে। আমি সেখানে গিয়ে ছেলেকে চিহ্নিত করি। আমার ছেলেকে যারা হত্যা করেছে আমি তাদের শাস্তি দাবি করছি।

/এফআর/
সম্পর্কিত
টিপু-প্রীতি হত্যা: ৩৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৫ এপ্রিল
‘ইলিশ মাছ রান্না না করায়’ মাকে হত্যা করলো ছেলে
জমিসংক্রান্ত বিরোধের জেরে যুবককে হত্যা: ৬ জনের যাবজ্জীবন
সর্বশেষ খবর
ইউএনআরডব্লিউএ-তে ফের অর্থায়নের পরিকল্পনা জাপানের
ইউএনআরডব্লিউএ-তে ফের অর্থায়নের পরিকল্পনা জাপানের
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’