X
শনিবার, ১৫ মার্চ ২০২৫
১ চৈত্র ১৪৩১

বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলো প্রাইভেট: অধ্যাপক আবদুল মান্নান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুলাই ২০২৪, ০০:০২আপডেট : ১৬ জুলাই ২০২৪, ০০:০২

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান বলেছেন, ‘বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলো প্রাইভেট। প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোকে পিএইচডি ডিগ্রি দেওয়ার অনুমতি দেন, আমার কোনও আপত্তি নেই। কিন্তু ইউজিসিকে ক্ষমতায়ন করতে হবে।’

দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে অনুষ্ঠিত ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডির নীতিমালা’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

সোমবার (১৫ জুলাই) বিকালে রাজধানীর ডেইলি স্টার সেন্টারে শুরু হয় বাংলা ট্রিবিউনের এই আয়োজন। এতে সভাপতিত্ব করেন বাংলা ট্রিবিউন সম্পাদক জুলফিকার রাসেল।

অধ্যাপক আবদুল মান্নান বলেন, ‘বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে থাকার সময় আমার একটি কাজ ছিল মাসে অন্তত একটি জায়গায় একটি বিশ্ববিদ্যালয় হঠাৎ ভিজিট করা। এমনও বিশ্ববিদ্যালয় পেয়েছি, গেট তালাবদ্ধ, কোনও ছাত্র নেই। সাইনবোর্ড আছে, কিছু নেই। একবার খবর পেলাম একটিতে বিভিন্ন ধরনের সার্টিফিকেট দিচ্ছে। ভেটেনারি চিকিৎসক থেকে শুরু করে গাইনোকোলোজিস্ট পর্যন্ত, হেন কোনও বিষয় নেই সার্টিফিকেট দিচ্ছে না। ব্রিটিশ ভিসা যারা নিয়েছেন, তারা জানেন, কত রকম কারসাজি হয়। ওখানে (ব্রিটেনে) গেলে আমাকে বলা হয়েছিল, “কত দিনের পিএইচডি লাগবে?”’

বাংলাদেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নাম প্রকাশ না করে অধ্যাপক আবদুল মান্নান বলেছেন, ‘একটি বিশ্ববিদ্যালয় ৮০০ সার্টিফিকেট বিক্রি করে দিয়েছে। আমি নাম বলছি না বিশ্ববিদ্যালয়টির। রাষ্ট্রপতি জানার পর আমাদের কাছে জানতে চাইলেন। আচার্য কনভোকেশন বাতিল করলেন। কখনও এমন ঘটনা ঘটেনি। প্রাইভেট ইউনিভার্সিটি পিএইচডি দেবে, এটা নিয়ে আমার কোনও আপত্তি নেই। বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলো প্রাইভেট।’

‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডির নীতিমালা’ শীর্ষক সেমিনারে আলোচকরা  ছবি: সাজ্জাদ হোসেন

তিনি আরও বলেন, ‘আমাদের দেশে প্রায় দুই হাজার পিএইচডি ডিগ্রিধারী ব্লু-কলার জব নিতে চান ইউরোপ আমেরিকায়। ব্লু কলার জব মানে কী? বাবুর্চির চাকরি, ফিলিং স্টেশনের চাকরি, অ্যানি জব। তো এগুলো কী হলো? আমরা তো পিএইচডি দেবো, অবশ্যই দেবো। পাবলিক ইউনিভার্সিটি দিচ্ছে, এখন কমে গেছে। প্রথম কথা হচ্ছে, পিএইচডির জন্য কী বিষয় নির্ধারণ করবো, তা ঠিক করতে হবে। পিএইচডি তিনজন করেন, একজন হচ্ছেন সুপারভাইজার, যিনি পিএইচডি করেন এবং এক্সামিনার। পিএইচডি দেওয়ার আগে আমি বলছি না যে প্রি-কন্ডিশন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে শক্তিশালী করতে হবে। আমি চেষ্টা করেছি, পারিনি। বিশ্বের সব দেশেই শক্তিশালী। পাশের দেশ ভারতের গ্র্যান্ট কমিশনের এক্সিকিউটিভ অর্ডার আছে, কিন্তু ইউজিসির নেই।’

ভারতের প্রসঙ্গ টেনে অধ্যাপক আবদুল মান্নান আরও বলেন, ‘ইউজিসির যে ক্ষমতা পিএইচডি দেন সমস্যা নেই। ভয় হচ্ছে উনারা নজরদারি করবে, উনারা দেখতে পারবেন, কিন্তু খুব বেশি কিছু করতে পারবেন বলে মনে হয় না। উনারা কষ্ট করে মন্ত্রণালয়ে একটি রিপোর্ট দেবেন। ৩০০ পৃষ্ঠার একটি তদন্ত রিপোর্ট আমি হাতে হাতে দিয়ে এসেছি। কিন্তু ফাইল হারিয়ে গেছে। আমরা কিছুই করতে পারিনি। কিছুই করতে পারি না। ভারতে যেমন ইউজিসি চাইলে সঙ্গে সঙ্গে ইউনিভার্সিটি বন্ধ করে দিতে পারে।’

তিনি আরও বলেন, ‘ভারতে অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পিএইচডি আছে। মালয়েশিয়ায় প্রাইভেট বিশ্ববিদ্যালয় ভালো আছে। আবার বাংলাদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের চেয়ে খারাপও আছে, সার্টিফিকেট দেয়। যে-ই রিটায়ার করলেন, হয়ে গেলেন ড. অমুক। এখন যে অবস্থায় আছে, পিএইচডি দেওয়া যেতে পারে। তবে ইউজিসিকে ক্ষমতায়ন করতে হবে, নজরদারি করতে হবে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর ঢালাওভাবে সবাইকে দেওয়া যাবে না (পিএইচডি ডিগ্রি করার অনুমতি)। সার্টিফিকেট বাণিজ্য করে না, ভালো রেকর্ড আছে, এমন ২০টির মতো বিশ্ববিদ্যালয় ভালো আছে। প্রথম মনিটরিং করবে, তারপর ইউজিসিকে করতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোরও মঞ্জুরি কমিশনকে সহায়তা করতে হবে।’

সেমিনারে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক নিয়াজ আহমদ খান, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক শামস রহমান, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল কাশেম মিয়া, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) উপাচার্য অধ্যাপক ইমরান রহমান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবদুর রব খান।

সেমিনারটি সঞ্চালনা করেন বাংলা ট্রিবিউনের নগর সম্পাদক উদিসা ইসলাম।

আরও পড়ুন

বাজেটের তিন ভাগ গবেষণার জন্য থাকতে হবে

কোয়ালিটি নিয়ে ভয় পেলে হবে না:  অধ্যাপক ড. আবুল কাশেম মিয়া

পিএইচডি চালু হলে মানসম্পন্ন শিক্ষা ও সুপারভিশন সম্ভব হবে: অধ্যাপক ড. আবদুর রব খান

পিএইচডি নীতিমালায় প্রতারণা বিষয়ে ফ্রেমওয়ার্ক থাকা দরকার: অধ্যাপক নিয়াজ আহমদ খান 

পিএইচডি’র জন্য ইউজিসির গাইডলাইন খুবই জরুরি: অধ্যাপক শামস রহমান

পিএইচডি চালুতে সবার সামর্থ্য এক না: অধ্যাপক ইমরান রহমান

পিএইচডি’র জন্য গুণগত শিক্ষার প্রস্তুতি বিশ্ববিদ্যালয়গুলোর আছে: ড. কামরুল আহসান

/এসও/এসএমএ/এনএআর/
সম্পর্কিত
বিমা আইনকে অত্যন্ত ত্রুটিপূর্ণ বলে মন্তব্য করলেন সংস্থাটির চেয়ারম্যান
ওয়ান-ইলেভেনে যুক্তরাষ্ট্র দূতাবাসের ভূমিকা সঠিক ছিল না: সাবেক মার্কিন কূটনীতিক
সেমিনারে বক্তারানারীর অধিকার নিজেদের আদায় করে নিতে হবে
সর্বশেষ খবর
আছিয়া ধর্ষণ-হত্যার ঘটনায় অভিযুক্তদের বাড়ির গাছও কেটে নিয়ে গেছে স্থানীয়রা
আছিয়া ধর্ষণ-হত্যার ঘটনায় অভিযুক্তদের বাড়ির গাছও কেটে নিয়ে গেছে স্থানীয়রা
চা বাগানে তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
চা বাগানে তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ মার্কিন বিচার বিভাগের
ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ মার্কিন বিচার বিভাগের
নিবন্ধন সনদ ও নিয়োগ সুপারিশ জালিয়াতিতে তিন মাদ্রাসা শিক্ষক
নিবন্ধন সনদ ও নিয়োগ সুপারিশ জালিয়াতিতে তিন মাদ্রাসা শিক্ষক
সর্বাধিক পঠিত
পরিবারসহ কূটনীতিক হারুনের পাসপোর্ট বাতিল
পরিবারসহ কূটনীতিক হারুনের পাসপোর্ট বাতিল
কক্সবাজার যেতে পারেননি সেই প্রকৌশলী, ব্রিফ করলেন বেবিচক চেয়ারম্যান
কক্সবাজার যেতে পারেননি সেই প্রকৌশলী, ব্রিফ করলেন বেবিচক চেয়ারম্যান
গহীন সুন্দরবনে গাছের ডালে শুয়ে থাকা নারী উদ্ধার
গহীন সুন্দরবনে গাছের ডালে শুয়ে থাকা নারী উদ্ধার
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে চায়ের দোকানে বিতর্ক, বিএনপি কর্মী গুলিবিদ্ধ
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে চায়ের দোকানে বিতর্ক, বিএনপি কর্মী গুলিবিদ্ধ
রাতের আঁধারে ৩৭ লাখ টাকাসহ এলজিইডির প্রকৌশলী আটক
রাতের আঁধারে ৩৭ লাখ টাকাসহ এলজিইডির প্রকৌশলী আটক