X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১
ঈদ বিশেষ

‘মানুষ এখন চুপ থাকছে না, এটা অবশ্যই পজিটিভ দিক’

মাহমুদ মানজুর
২৫ এপ্রিল ২০২৩, ১৫:৫৫আপডেট : ২৭ এপ্রিল ২০২৩, ০২:০৭

সংবাদমাধ্যম থেকে সোশ্যাল হ্যান্ডেলের পাতা খুললেই দেখা যায় খারাপ কিংবা নেতিবাচক খবরের ছড়াছড়ি। সঙ্গে কাদা ছোড়াছুড়ি, বিতর্ক-সমালোচনা আর নিন্দার গল্পগাথা। তারকাদের সামাজিক কিংবা মানবিক কর্মকাণ্ডের বিরুদ্ধেও নেতিবাচক শব্দের মিছিল লেগে থাকে হরহামেশা। কিন্তু এসব নেতিবাচক ঝড়ের ভেতরে কি কোনও ইতিবাচক বিষয় নেই? যা নিন্দা-সমালোচনার স্রোতের বিপরীতে ভালো-আলোর দিকে উৎসাহিত করবে ভক্ত কিংবা সমাজকে। থাকলে সেটা কেমন? এবারের ঈদ বিশেষ আয়োজনে শোবিজ তারকাদের কাছ থেকে তেমন কিছুই জানার চেষ্টা করেছে বাংলা ট্রিবিউন। এ পর্বে রইলো জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী আজমেরী হক বাঁধনের দৃষ্টিভঙ্গি।

‘অবশ্যই আমাদের আশপাশে পজিটিভ জিনিস ঘটছে। সন্দেহ নাই। বাট, এমন না যে আমরা সেগুলো দেখছি না। আমার মনে হয়, নেগেটিভ জিনিসগুলো আমাদের এতটা পিছিয়ে দিচ্ছে বা প্রভাবিত করছে, সে জন্যই সেটা হাইলাইট হচ্ছে।’ মানুষের প্রতিনিয়ত নেতিবাচক চর্চার হেতু এভাবেই ব্যাখ্যা করলেন বাঁধন।

শুধু ব্যাখ্যা দিয়েই ক্ষান্ত হননি অভিনেত্রী। বরং বিষয়টিকে পজিটিভ দৃষ্টিতেই দেখছেন তিনি। বলছেন, ‘এখন কারও সাথে কোনও অন্যায় হলে মানুষ সরব হয়। প্রতিবাদ করে। প্রকাশ করে পাবলিকলি। মানুষ এখন আর অন্যায়ের বিপরীতে ভয়ে চুপ থাকছে না। এটা অবশ্যই পজিটিভ দিক বলে মনে করি।’

এর বাইরে সমাজের খুব বেশি পজিটিভ দিক দেখতে পান না সিনেমার প্রতিবাদী ‘রেহানা’। তবে এটুকু উল্লেখ করলেন, ‘মেয়েদের পড়াশোনার ক্ষেত্রে অগ্রগতি হয়েছে। যদিও তার ইচ্ছামতো সাবজেক্ট চুজ করতে পারে বলে আমি মনে করি না।’

আজমেরী হক বাঁধন অভিনেত্রী মনে করেন, ‘এখনও আমাদের সমাজে নারীদের প্রতি যে চাপ, দুর্বলের প্রতি সবলের যে চোখরাঙানি, পুঁজিবাদী সমাজ ব্যবস্থা... দিনে দিনে সেটা আমাদের লোভী ও শোষক বানাচ্ছে। সেটা আমাকে ভীত করে।’

সমাজ নিয়ে খানিক হতাশা থাকলেও মিডিয়া নিয়ে বেশ পজিটিভ অভিনেত্রী। তিনি ওটিটি অধ্যায়ের আশাতীত উন্নতিতে খুবই খুশি। অভিনয় ইন্ডাস্ট্রিতে অল্প সময়ে ওটিটি প্ল্যাটফর্মগুলো যেভাবে নির্মাতা, অভিনেতা, নাট্যকার, কুশলীদের জন্য নতুন নতুন দরজা খুলে দিয়েছে দুই বাংলায়, সেই উত্তরণে উচ্ছ্বসিত বাঁধন।  

অভিনেত্রী বলেন, ‘ব্যক্তিগতভাবে আমার কাছে এখন যে ধরনের চরিত্রগুলো আসছে, সেটা অনেক আনন্দের। কারণ, আমাদের যে বয়স, সেখানে নারী প্রধান গল্পের কাজ না আসারই কথা। অথচ আমাদের নিয়েও এখন প্রচুর গল্প তৈরি হচ্ছে, ভাবা হচ্ছে। এটা আগে একদমই ছিল না। এটা খুবই পজিটিভ দিক। যদিও প্রস্তাবের অনেকগুলোই করার সুযোগ হচ্ছে না নানান কারণে। কিন্তু এই গল্পগুলো শুনে বা পড়ে আমি সত্যিই অভিভূত হয়েছি।’

সিনেমার উন্নয়ন নিয়েও আলাদা করে বললেন আজমেরী, ‘‘যেমন ‘রেহানা মরিয়ম নূর’ কান উৎসবে সিলেক্ট হলো। এমন আরও অনেক ছবি আছে যেগুলো বিশ্বের নানা উৎসবে দেশের প্রতিনিধিত্ব করেছে। দেশের প্রেক্ষাগৃহেও এখন সিনেমা হিট সুপারহিট হচ্ছে। এগুলো আমাদের নতুন আলোর বার্তা দেয়। বিজ্ঞাপন নির্মাণেও টেকনিক্যালি আমরা অনেক এগিয়েছি। আমার মনে হয় এই পজিটিভিটা এখন সবার মধ্যেই আছে। না হলে তো ধারাবাহিকভাবে ভালোর দিকে আমরা যেতে পারতাম না।’’

আজমেরী হক বাঁধন শেষে আজমেরী হক বাঁধন খানিকটা জোর দিলেন কিংবা হতাশা ব্যক্ত করলেন মিডিয়ায় নারীর অবস্থান বিষয়ে। তিনি বলেন, ‘আগে যেটা ছিল, নারীরা শুধু নায়িকা হিসেবেই থাকতো। এখন সেটা বদলেছে অনেক। বরং নায়িকা লেবাস থেকে বেরিয়ে এখন ইন্ডাস্ট্রির বিভিন্ন সেক্টরে নারীদের অংশগ্রহণ বেড়েছে। কিন্তু আশানুরূপ বেড়েছে সেটা না। আশা করতে পারি- এখানকার সেফটি ও আর্থিক সিকিউরিটি নারীদের পক্ষে থাকলে সংখ্যাটা আরও বাড়বে। এখন কস্টিউমে ভালো জায়গা করেছে মেয়েরা। অন্যগুলোতেও সেটা দরকার। এবং আমি আশাবাদী, সেটা হবে দ্রুতই।’

না, ঈদে নতুন কোনও কাজ প্রকাশ হয়নি আজমেরী হক বাঁধনের। যিনি সর্বশেষ প্রশংসিত হয়েছেন ওটিটি প্ল্যাটফর্মের সিরিজ ‘গুটি’তে অভিনয় করে। ‘গুটি’ সিরিজে আজমেরী হক বাঁধন

ঈদ বিশেষ আরও:

‘আমাদের আর কান্না পায় না’

‘এই কাজটা করছে কিছু কমন মানুষ, যারা বিকারগ্রস্ত’

‘এই বিষয়গুলো বলতে তো দ্বিধা নেই’

‘পজিটিভ না থাকলে মানুষ বাঁচতে পারবে না’

‘আমার জীবনযাত্রা একটু ব্যতিক্রম’

‘একটা ইন্ডাস্ট্রি শুধু নেগেটিভিটি দিয়ে চলতে পারে না’

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
এশা মার্ডার: পয়লা দর্শনে জমাট রহস্য (ভিডিও)
এশা মার্ডার: পয়লা দর্শনে জমাট রহস্য (ভিডিও)
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বিচারক বাঁধন
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বিচারক বাঁধন
‘আমি একটু অবাক’
‘আমি একটু অবাক’
বিনোদন বিভাগের সর্বশেষ
উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
কান উৎসব ২০২৪উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
থ্রিলার বনাম হরর: প্রেক্ষাগৃহে নতুন দুই সিনেমা
এ সপ্তাহের ছবিথ্রিলার বনাম হরর: প্রেক্ষাগৃহে নতুন দুই সিনেমা
পাঁচ বছরে শুরু, ৮৬-তে থামলো ডুয়ান এডির গিটার
পাঁচ বছরে শুরু, ৮৬-তে থামলো ডুয়ান এডির গিটার
ছবিটি দেখে মুগ্ধ তারকারাও!
ছবিটি দেখে মুগ্ধ তারকারাও!