X
সোমবার, ২০ মে ২০২৪
৬ জ্যৈষ্ঠ ১৪৩১

সিরিয়ার দুই শহরে বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৪৮

বিদেশ ডেস্ক
২৪ মে ২০১৬, ০৯:০১আপডেট : ২৪ মে ২০১৬, ১০:০৬
image

সিরিয়ার উপকূলীয় দুটি শহরে বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৪৮ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। তবে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম নিহতের সংখ্যা ৭৮ বলে জানিয়েছে।

উপকূলীয় টারতোস শহরে চালানো হয় ভয়াবহ বোমা হামলা

সোমবার (২৩ মে) সরকার-নিয়ন্ত্রিত জাবলেহ এবং টারতোস শহরে বোমা হামলা চালানো হয়। শহর দুটিতে রুশ সেনাদের উপস্থিতিও রয়েছে। টারতোস শহরে রয়েছে রুশ নৌঘাঁটি এবং জাবলেহ শহরে রয়েছে রুশ বিমান ঘাঁটি।

ইসলামিক স্টেট (আইএস) ভূমধ্যসাগরীয় দুই শহরে চালানো ওই বোমা হামলার দায় স্বীকার করে বলেছে, প্রেসিডেন্ট বাশার আল আসাদের সমর্থকদের লক্ষ্য করে তারা এ হামলা চালাচ্ছে।

সিরিয়ান অবজারভেটরি জানিয়েছে, শহর দুটিতে সাতটি বোমা হামলা চালানো হয়। জাবলেহ শহরে চালানো হয় তিনটি আত্মঘাতী এবং একটি গাড়ি বোমা হামলা। টারতোস শহরে চালানো হয় দুটি আত্মঘাতী এবং একটি গাড়ি বোমা হামলা।

টারতোস শহরের বাস স্টেশনে চালানো হয় বোমা হামলা

সিরিয়ান অবজারভেটরি জানিয়েছে, জাবলেহ শহরে বাস স্টেশনে গাড়ি বোমা হামলা চালানোর পর সেখানে একটি আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। শহরটিতে অপর দুটি আত্মঘাতী হামলার একটি চালানো হয় এক বিদ্যুৎ কোম্পানির অফিসে, অপরটি এক হাসপাতালে। টারতোস শহরের বাস স্টেশনে চালানো হয় গাড়ি বোমা হামলা, জনগণের ভীড় লক্ষ্য করে অপর দুটি আত্মঘাতী হামলা চালানো হয়।

জাতিসংঘ, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এবং রুশ কর্তৃপক্ষ এই হামলার নিন্দা জানিয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট বলেছেন, ‘একটি যুদ্ধ যেখানে আড়াই লাখ মানুষ নিহত হয়েছেন। সেখানে শান্তি চুক্তি বাস্তবায়নের ওই হামলা বিঘ্ন ঘটাতে পারে।’

সিরীয় কর্তৃপক্ষ ওই হামলার জন্য তুরস্ক, কাতার এবং সৌদি আরবকে দায়ী করেছে।

সূত্র: আলজাজিরা।

আরও পড়ুন: 

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আবারও পাকিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ

দুর্ভিক্ষের মুখে আফ্রিকার ৫ কোটি মানুষ

সিরিয়ায় ৫ বছরের গৃহযুদ্ধে ৬০,০০০ কারাবন্দির প্রাণহানি: পর্যবেক্ষক সংস্থা

/এসএ/

সম্পর্কিত
যুদ্ধাপরাধের অভিযোগনেতানিয়াহু ও সিনওয়ারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার উদ্যোগ আইসিসির
নিহত রাইসিপাল্টাবে না ইরানের নীতি, উসকে দিতে পারে ক্ষমতার লড়াই
ইরানের ভাইস-প্রেসিডেন্ট মোখবার সম্পর্কে যা জানা গেলো
সর্বশেষ খবর
‘বাংলাদেশ দলে খেলতে না পারলে আমি মরে যাবো না‘
‘বাংলাদেশ দলে খেলতে না পারলে আমি মরে যাবো না‘
ডাটাবেজ প্রজেক্টের নামে অনিয়ম-দুর্নীতির অভিযোগ নিষ্পত্তির নির্দেশ
ডাটাবেজ প্রজেক্টের নামে অনিয়ম-দুর্নীতির অভিযোগ নিষ্পত্তির নির্দেশ
১৪ দলের বৈঠক ডেকেছেন শেখ হাসিনা, কী থাকবে এজেন্ডায়?
১৪ দলের বৈঠক ডেকেছেন শেখ হাসিনা, কী থাকবে এজেন্ডায়?
রংপুর মেডিক্যাল ও নরসিংদীর পাঁচদোনা ভূমি অফিসে দুদকের অভিযান
রংপুর মেডিক্যাল ও নরসিংদীর পাঁচদোনা ভূমি অফিসে দুদকের অভিযান
সর্বাধিক পঠিত
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
ঋণ খেলাপের দায়ে স্ত্রী-ছেলেসহ স্টিল মিল মালিকের কারাদণ্ড
ঋণ খেলাপের দায়ে স্ত্রী-ছেলেসহ স্টিল মিল মালিকের কারাদণ্ড
জাপানিদের স্বাস্থ্যকর এই ৭ অভ্যাসের কথা জানতেন?
জাপানিদের স্বাস্থ্যকর এই ৭ অভ্যাসের কথা জানতেন?
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
কী থাকছে হিমায়িত মাংস আমদানি নীতিমালায়
কী থাকছে হিমায়িত মাংস আমদানি নীতিমালায়