X
মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
১০ আষাঢ় ১৪৩২

২০৩০ সালের মধ্যে বিশ্বে ৪০% দুর্যোগ বাড়বে: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক
২৪ আগস্ট ২০২৪, ১৪:৩০আপডেট : ২৪ আগস্ট ২০২৪, ১৪:৩০

জলবায়ু পরিবর্তনের হুমকির মধ্যেই আগামী ২০৩০ সালের মধ্যে বিশ্বজুড়ে প্রাকৃতিক দুর্যোগ ৪০ শতাংশ বাড়বে বলে সতর্ক করেছে জাতিসংঘ। বৃহস্পতিবার (২২ আগস্ট) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের দুর্যোগের ঝুঁকি হ্রাসকরণ দফতরের (ইউএনডিআরআর) এশিয়া ও প্রশান্ত অঞ্চলের শাখার প্রধান মার্কো তোসকানো-রিভালতা এই সতর্কবার্তা দিয়েছেন। ফিলিপাইনের সংবাদমাধ্যম ফিলস্টার গ্লোবাল এ খবর জানিয়েছে।

সংবাদ সম্মেলনে জাতিসংঘের এই কর্মকর্তা বলেন, ‘২০১৫ সালে বিশ্বজুড়ে প্রাকৃতিক দুর্যোগ হ্রাসের সেন্দাই ফ্রেমওয়ার্ক নামের যে চুক্তি আমরা করেছিলাম, তা থেকে ইতোমধ্যে আমরা অনেকটাই সরে এসেছি। আমাদের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে গত কয়েক বছরে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি হ্রাস পাওয়ার পরিবর্তে বরং বৃদ্ধি পেয়েছে। এ কারণে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আমাদের প্রস্তুতি ও দক্ষতা আরও বাড়ানো প্রয়োজন।’

দুর্যোগের ঝুঁকি হ্রাসকরণ ইস্যুতে এশিয়া-প্রশান্ত অঞ্চলের দেশগুলোর মন্ত্রী পর্যায়ের সম্মেলনের ঘোষণা দেওয়া হয়েছে। আগামী অক্টোবরে এই সম্মেলন অনুষ্ঠিত হবে ।

এশিয়া-প্রশান্ত অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক এই সম্মেলনটি এশিয়া-প্যাসিফিক মিনিস্ট্রিয়াল কনফারেন্স অন ডিজাস্টার রিস্ক রিডাকশন বা এপিএমসিডিআরআর নামে পরিচিত। আগামী অক্টোবরে যে সম্মেলন হবে, সেখানে এশিয়া-প্রশান্ত অঞ্চলের ৬২টি দেশের মোট ২ হাজার ৫০০ জন প্রতিনিধি অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে মার্কো তোসকানো-রিভালতা আরও বলেন, জাতিসংঘ প্রত্যাশা করছে যে এশিয়া-প্রশান্ত অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি হ্রাসকরণ কর্মসূচিতে নেতৃত্বের জায়গায় থাকবে ফিলিপাইন। এই প্রত্যাশার পক্ষ যুক্তিও তুলে ধরেন তিনি।

বলেন, ‘বিভিন্ন স্টেকহোল্ডারদের মধ্যে সমন্বয় এবং অন্তর্ভুক্তির মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবিলার ক্ষেত্রে ফিলিপাইন একটি মডেল। ফিলিপাইন দেখিয়েছে, প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি হ্রাস ইস্যুতে কীভাবে সরকার, স্থানীয় সরকার, সিভিল সোসাইটি, বিজ্ঞান এবং শিক্ষাপ্রতিষ্ঠান, বেসরকারি খাত এবং স্থানীয় কমিউনিটিকে সংযুক্ত বা অন্তর্ভুক্ত করা যায়।’

/এস/
সম্পর্কিত
গাজায় ত্রাণ নিতে এসে ইসরায়েলি হামলায় নিহত অর্ধশতাধিক
যুদ্ধ থেমেছে, শান্তি আসেনি: ইরান-ইসরায়েলের ভঙ্গুর যুদ্ধবিরতি
যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগে ইসরায়েলকে সতর্ক করলেন ট্রাম্প
সর্বশেষ খবর
গাজায় ত্রাণ নিতে এসে ইসরায়েলি হামলায় নিহত অর্ধশতাধিক
গাজায় ত্রাণ নিতে এসে ইসরায়েলি হামলায় নিহত অর্ধশতাধিক
কলম্বোর মাঠে নামার আগে মধুর সমস্যায় বাংলাদেশ!
কলম্বোর মাঠে নামার আগে মধুর সমস্যায় বাংলাদেশ!
লালমনিরহাটে কটূক্তির অভিযোগে বাবা-ছেলেকে হেনস্তা: আসকের উদ্বেগ ও নিন্দা
লালমনিরহাটে কটূক্তির অভিযোগে বাবা-ছেলেকে হেনস্তা: আসকের উদ্বেগ ও নিন্দা
অধ্যক্ষের আশ্বাস পাত্তাই দেননি শিক্ষার্থীরা, ‘আসতে হবে উপদেষ্টা-উপাচার্যকে’
কারমাইকেল কলেজে শাটডাউনঅধ্যক্ষের আশ্বাস পাত্তাই দেননি শিক্ষার্থীরা, ‘আসতে হবে উপদেষ্টা-উপাচার্যকে’
সর্বাধিক পঠিত
প্রধান উপদেষ্টা ও দুদককে উকিল নোটিশ পাঠালেন টিউলিপ
প্রধান উপদেষ্টা ও দুদককে উকিল নোটিশ পাঠালেন টিউলিপ
সরকারি চাকরিজীবীদের বিশেষ সুবিধার সংশোধিত প্রজ্ঞাপন জারি
সরকারি চাকরিজীবীদের বিশেষ সুবিধার সংশোধিত প্রজ্ঞাপন জারি
কাতারের উদ্দেশে ছাড়া ফ্লাইট নামলো ওমানে, আবার ফিরছে ঢাকায়
দোহাগামী বিমানের সব ফ্লাইট বন্ধ ঘোষণাকাতারের উদ্দেশে ছাড়া ফ্লাইট নামলো ওমানে, আবার ফিরছে ঢাকায়
দেশে প্রথমবারের মতো গুগল পে চালু হচ্ছে আজ, যেসব সুবিধা পাওয়া যাবে
দেশে প্রথমবারের মতো গুগল পে চালু হচ্ছে আজ, যেসব সুবিধা পাওয়া যাবে
ফ্ল্যাট বিক্রিতে ধস, নির্মাণ খাতে ছাঁটাইয়ের শঙ্কা
ফ্ল্যাট বিক্রিতে ধস, নির্মাণ খাতে ছাঁটাইয়ের শঙ্কা