X
রবিবার, ১১ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

নির্বাচনি প্রচারে ফিরলেন তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক
৩০ এপ্রিল ২০২৩, ১৪:৩০আপডেট : ৩০ এপ্রিল ২০২৩, ২২:৩০

অবশেষে নির্বাচনি প্রচারে ফিরলেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। শনিবার তুরস্কের পশ্চিমাঞ্চলে এক নির্বাচনি প্রচারে এরদোয়ানকে দেখাচ্ছিল বেশ ফুরফুরে।

বন্দর নগরী ইজমিরে প্রিয় নেতার দেখা পেতে হাজার হাজার মানুষ ঘণ্টার পর ঘণ্টা কড়া রোদ উপেক্ষা করে দাঁড়িয়ে ছিল। তাদের হাতে ছিল তুরস্কের পতাকা। শহরটি বিরোধীদের শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত।    

এদিন তুর্কি প্রেসিডেন্টের মধ্যে অসুস্থতার কোনও লক্ষণ দেখা যায়নি। শারীরিক অসুস্থতায় গত সপ্তাহে তিনটি নির্বাচনি সমাবেশ বাতিল করেছিলেন এরদোয়ান।

ইজমিরে প্রেসিডেন্ট প্রায় ৪০ মিনিট ধরে কথা বলেন। বিরোধীদের তুলোধুনো করার পাশাপাশি এরদোয়ান জানান, তুরস্কের উন্নতি কেবল তার হাত ধরেই সম্ভব।

 

নির্বাচনি প্রচারে ফিরলেন তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান

 

জনমত জরিপে দেখা গেছে, এবারের নির্বাচনে এরদোয়ানকে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে এরদোয়ানকে। তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী কামাল কিলিকদারোগলু। সাবেক হিসাবরক্ষক এই আমলা জরিপে কিছুটা এগিয়ে। রবিবার একই জায়গায় সমাবেশ করবেন কিলিকদারোগলু।

তুরস্কের বিরোধিরা ছয়টি দলের একটি জোট। এর নেতৃত্বে রয়েছে কিলিকদারোগলু। তাদের মূল লক্ষ্য হলো এরদোয়ানকে ক্ষমতা থেকে উৎখাত করা। তারা মনে করছেন, দেশ যে সংকটের মধ্যে রয়েছে তাতে করে এরদোয়ানকে পরাজিত করা তাদের জন্য সহজ হবে। অর্থনৈতিক সংকট ও বিপর্যয়কর ভূমিকম্পে দেশটির পরিস্থিতি আরও খারাপ হয়েছে। যা এরদোয়ানের জন্য ইতিবাচক নয়।

 

 

৬৯ বছরের এরদোয়ান গত মঙ্গলবার একটি টিভি সাক্ষাৎকারের সময় অসুস্থ হয়ে পড়েন। পরে দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফাহরেটিন কোকা জানান, এটি ‘গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সংক্রমণ’ ছিল। এ কারণে বুধবার ও বৃহস্পতিবার তার নির্বাচনি সমাবেশ বাতিল হয়।

দুই সন্তানের মা ৪২ বছর বয়সী গুরবেত দোস্তম বলেন, ‘আমি যখন তার স্বাস্থ্যের খবর শুনি, তখন ঈশ্বরের কাছে তার অসুস্থতা আমাকে দেওয়ার জন্য বলেছিলাম। আমি তার জন্য কষ্ট পেতে প্রস্তুত। তিনি আমাদের সবকিছু দেন’।

 

 

তবে ব্যাপক মূল্যস্ফীতির কারণে দেশটির অনেক ভোটার এখন এরদোয়ানের বিকল্প খুঁজছে। অর্থনৈতিক মন্দার জন্য বিশেষজ্ঞরা প্রেসিডেন্টের অপ্রচলিত অর্থনৈতিক নীতিকে দায়ী করেছেন।

তবে গুরবেত তা মানতে নারাজ। তিনি বলেন, ‘যারা অভিযোগ করেছেন তারা লোভী এবং অকৃতজ্ঞ’।

হীরা দিয়ে দাঁত বাঁধানো ৫৭ বছর বয়সী গুলদানা বলেন, ‘তিনি দেশ বদলে দিয়েছেন। আগে তুরস্ক ছিল একটি গ্রাম’।

আয়েস নামে এক বেকার যুবতী বলেন, ‘আমি আমার দেশকে ভালোবাসার খাতিরে এরদোগানকে ভোট দেব। তিনি আমাদের উদ্ধার করবেন’।

২১ বছর ধরে এরদোয়ান ক্ষমতায় আছেন। যারা এরদোয়ানকে সমর্থন করেন তারা চাইছেন প্রেসিডেন্টের শাসন আরও দীর্ঘায়িত হোক।  অনেক তুর্কি ঠিক বিপরীত চায়। দেশের মত নির্বাচকমন্ডলীও বিভক্ত।

সূত্র: বিবিসি 

/এসপি/
সম্পর্কিত
২০২২ সালের খসড়া চুক্তিকে কেন্দ্র করে শান্তি আলোচনা চায় রাশিয়া
ট্রাম্পের মধ্যস্থতায় ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি যে কারণে গুরুত্বপূর্ণ
সিন্ধু পানিচুক্তিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ চাইলেন পাকিস্তানি বিশেষজ্ঞরা
সর্বশেষ খবর
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
আমের এই আচার বানিয়ে ফেলা যায় তেল ছাড়াই
আমের এই আচার বানিয়ে ফেলা যায় তেল ছাড়াই
২০২২ সালের খসড়া চুক্তিকে কেন্দ্র করে শান্তি আলোচনা চায় রাশিয়া
২০২২ সালের খসড়া চুক্তিকে কেন্দ্র করে শান্তি আলোচনা চায় রাশিয়া
তিনি এখন হলিউডের শীর্ষ কাঙ্ক্ষিত ব্যাচেলর!
তিনি এখন হলিউডের শীর্ষ কাঙ্ক্ষিত ব্যাচেলর!
সর্বাধিক পঠিত
আরও কমলো স্বর্ণের দাম
আরও কমলো স্বর্ণের দাম
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ